ঢাকা, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

আজ ৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষা, মানতে হবে ৩ নির্দেশনা

ডুয়া নিউজ- চাকরি
২০২৫ জুলাই ১৮ ০৯:৪৬:৫৪
আজ ৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষা, মানতে হবে ৩ নির্দেশনা

৪৮তম বিশেষ বিসিএসের লিখিত (এমসিকিউ) পরীক্ষা আজ শুক্রবার (১৮ জুলাই) রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে। স্বাস্থ্যখাতে জরুরি ভিত্তিতে চিকিৎসক নিয়োগের উদ্দেশ্যে এই বিশেষ বিসিএসের আয়োজন করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী এই পরীক্ষা রাজধানীর ২০টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে। তিন হাজার পদের বিপরীতে পরীক্ষায় অংশ নিচ্ছেন ৪১ হাজার ২৫ জন প্রার্থী। অর্থাৎ প্রতি একটি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রায় ১৪ জন।

পিএসসি সূত্র জানায়, এই বিসিএসের মাধ্যমে মোট তিন হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সহকারী সার্জন পদে নিয়োগ পাবেন ২ হাজার ৭০০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জন।

পরীক্ষার সুষ্ঠু ও নির্বিঘ্ন আয়োজন নিশ্চিত করতে পিএসসি তিনটি নির্দেশনা দিয়েছে:

১. সকাল ৯টা ৩০ মিনিটের মধ্যে কেন্দ্রে প্রবেশ:

পরীক্ষার দিন সকাল ৮টা থেকে ৯টা ৩০ মিনিটের মধ্যে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে। সকাল ৯টা ৩০ মিনিটে মূল ফটক বন্ধ করে দেওয়া হবে। এরপর কোনো পরীক্ষার্থী প্রবেশ করতে পারবে না।

২. নিষিদ্ধ সামগ্রী না আনার নির্দেশনা:

পরীক্ষার্থীরা কেবল প্রবেশপত্র ও কালো কালির বলপেন সঙ্গে আনতে পারবেন। এর বাইরে কোনো ধরনের সামগ্রী সঙ্গে আনা নিষিদ্ধ। কেউ নিষিদ্ধ সামগ্রী আনলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

৩. কেন্দ্র যাচাই করে যথাসময়ে পৌঁছানোর পরামর্শ:

প্রবেশপত্রে উল্লিখিত কেন্দ্রের নাম দেখে নিশ্চিত হয়ে যথেষ্ট সময় নিয়ে কেন্দ্রে পৌঁছাতে পরীক্ষার্থীদের পরামর্শ দেওয়া হয়েছে।

পরীক্ষা পদ্ধতি ও মান বণ্টন

৪৮তম বিশেষ বিসিএসে মোট ৩০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। এর মধ্যে লিখিত (এমসিকিউ) পরীক্ষার জন্য বরাদ্দ ২০০ নম্বর। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর দেওয়া হবে এবং ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা যাবে।

এমসিকিউ পরীক্ষার বিষয়ভিত্তিক মান বণ্টন:

মেডিকেল সায়েন্স: ১০০ নম্বর

সাধারণ বিষয়: ১০০ নম্বর

বাংলা: ২০

ইংরেজি: ২০

বাংলাদেশ বিষয়াবলি: ২০

আন্তর্জাতিক বিষয়াবলি: ২০

মানসিক দক্ষতা: ১০

গাণিতিক যুক্তি: ১০

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ১০০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন। পিএসসি জানিয়েছে, দ্রুততম সময়ের মধ্যে নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত