ঢাকা, সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

বিকেল থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুলাই ১৪ ১০:৫৫:৫৩
বিকেল থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

জুলাই গণঅভ্যুত্থান পুনর্জাগরণ উপলক্ষে সোমবার (১৪ জুলাই) বিকেল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশন সাময়িকভাবে বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

রোববার (১৩ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। প্রতিষ্ঠানটির প্রশাসন ব্যবস্থাপক রফিকুল ইসলাম জানান, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে এবং অনুষ্ঠান সংক্রান্ত কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বিকেল ৫টা থেকে স্টেশনটি বন্ধ থাকবে।

এই সিদ্ধান্ত শুধুমাত্র ১৪ জুলাইয়ের জন্য প্রযোজ্য। নিয়ম অনুযায়ী, মেট্রোরেলের সর্বশেষ ট্রেন মতিঝিল থেকে ছাড়বে রাত ৯টা ৪০ মিনিটে।

এর আগে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অতিরিক্ত ভিড় সামলাতে এমন সিদ্ধান্ত নেওয়া হয় বলেও জানিয়েছে ডিএমটিসিএল সূত্র। স্টেশন বন্ধ থাকলেও অন্যান্য স্টেশন ও গন্তব্যে মেট্রোরেল চলাচল স্বাভাবিক থাকবে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত