ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

পোস্টাল ব্যালটে প্রবাসী ভোট, নতুন সিদ্ধান্ত ইভিএম নিয়ে

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুলাই ১০ ১৯:৩০:৫৮
পোস্টাল ব্যালটে প্রবাসী ভোট, নতুন সিদ্ধান্ত ইভিএম নিয়ে

পোস্টাল ব্যালটের মাধ্যমে আসন্ন সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটের ব্যবস্থা করা হচ্ছে। একইসঙ্গে আর কোনো নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার হবে না বলেও সিদ্ধান্ত হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) সাংবাদিকদের অষ্টম কমিশন সভা শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ এ তথ্য জানান।

তিনি জানান, প্রবাসী বাংলাদেশিদের জন্য ভোটগ্রহণ করা হবে আইটি-ভিত্তিক পোস্টাল ব্যালটের মাধ্যমে। এ ব্যবস্থায় একক ব্যালটে সব প্রতীক প্রিন্ট করে ভোটের দুই মাস আগে সংশ্লিষ্ট দেশে পাঠানো হবে।

আবুল ফজল মো. সানাউল্লাহ আরও বলেন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে প্রাথমিকভাবে ৪৮ কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হবে। আগে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটারদের সাড়া না মিললেও এবার এই নতুন প্রযুক্তিনির্ভর পদ্ধতিতে অংশগ্রহণ বাড়বে বলে আশা করা হচ্ছে। ভোটারদের নিবন্ধন অনলাইনে সম্পন্ন করা হবে এবং প্রচারণার জন্য তিন সপ্তাহ সময় বরাদ্দ থাকবে।

ইভিএম প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনকে স্বচ্ছ করতে ইভিএম চালু করা হলেও কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়নি। ফলে জাতীয় নির্বাচনসহ স্থানীয় সরকার নির্বাচনেও আর ইভিএম ব্যবহার না করার পক্ষে সিদ্ধান্ত দিয়েছে কমিশন।

এ ছাড়া জুলাইয়ের শেষ ও আগস্টের শুরুতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

ভোট বাতিলের ক্ষমতা নিয়ে সানাউল্লাহ বলেন, আগে নির্বাচন কমিশনের শুধু একটি কেন্দ্রের ভোট বাতিলের ক্ষমতা থাকলেও, এখন পুরো সংসদীয় আসনের ভোট বাতিলের ক্ষমতা চাওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, সরকার পূর্বের সেই ক্ষমতা কমিশনের হাতে ফিরিয়ে দেবে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত