ঢাকা, শনিবার, ৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২
লোয়ার অর্ডারের ব্যর্থতায় ২৪৮ রানে থামল বাংলাদেশ

প্রথম ম্যাচের মতোই আজও দুর্দান্ত সূচনা পেয়েছিল বাংলাদেশ। তবে লোয়ার মিডল অর্ডারের ব্যর্থতায় শেষ পর্যন্ত বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি টাইগাররা। ওপেনার পারভেজ হোসেন ইমন ও তাওহিদ হৃদয়ের হাফসেঞ্চুরিতে ভর করে ২৪৮ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ দল।
কলম্বোয় সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৪৫.৫ ওভারে অলআউট হয় সফরকারীরা। সর্বোচ্চ ৬৭ রান করেন পারভেজ ইমন। শুরুটা ভালো করেও বড় ইনিংস খেলতে ব্যর্থ হন তানজিদ তামিম ও নাজমুল হোসেন শান্ত। তামিম মাত্র ৭ রানে আউট হন ইনিংসের শুরুতেই। শান্ত ১৪ রানে ফিরলে চাপ তৈরি হয় বাংলাদেশে।
তবে ইমন দৃঢ়তায় ফিফটি করেন ৪৬ বলে। শেষ পর্যন্ত ৬৯ বলে ৬৭ রান করেন তিনি। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ফেরেন মাত্র ৯ রানে। মিডল অর্ডারে উঠতি ব্যাটার শামীম হোসেন কিছুটা আশা জাগিয়েও ২২ রান করে আউট হন। এরপর তাওহিদ হৃদয় ও জাকের আলীর জুটি কিছুটা স্থিরতা ফেরালেও জাকের ২৪ রান করে ফিরে গেলে ভেঙে পড়ে ইনিংস।
শেষ দিকে তানজিম সাকিব ২১ বলে ৩৩ রানের ইনিংসে লড়াকু মানসিকতার পরিচয় দেন। মুস্তাফিজকে সঙ্গে নিয়ে শেষ উইকেটে ৩০ রানের জুটি গড়ে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আট কোম্পানির উদ্যোক্তাদের নিয়ন্ত্রণে ৮০ শতাংশের বেশি শেয়ার
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বৃত্তি : সাক্ষাৎকার যেদিন শুরু
- ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের ১১০ কোটি টাকার খেলাপি গ্রাহক গ্রেপ্তার
- ১০ শতাংশ শেয়ারও নেই ৮ কোম্পানির উদ্যেক্তা-পরিচালকদের
- এক কোম্পানির যাদুতেই শেয়ারবাজারে উত্থান!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ১২ কোম্পানি
- ২১ বস্ত্র কোম্পানিতে প্রাতিষ্ঠানিক মালিকানা নজরকাড়া তলানিতে
- হিরোশিমার চেয়ে ৬ গুণ শক্তিশালী বোমা ফেললো ইসরাইল
- প্রথম প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে পাঁচ কোম্পানি
- ‘শেয়ারবাজারের মাঠ খেলার জন্য পুরোদমে প্রস্তুত’
- শেয়ারবাজারের ৯ ব্যাংকের সম্পদ যাচাই করবে বাংলাদেশ ব্যাংক
- সুনামির আশঙ্কা, প্রাণ হারাতে পারেন প্রায় ৩ লাখ মানুষ!
- পদোন্নতি পাবেন না যেসব সরকারি কর্মকর্তারা
- ১৩ বীমায় প্রাতিষ্ঠানিক মালিকানা তলানিতে, ১০% শতাংশের নিচে শেয়ার
- বাংলাদেশের শেয়ারবাজার: এশিয়ার দ্বিতীয় নিকৃষ্ট পারফর্মার