ঢাকা, শুক্রবার, ৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

মুরাদনগরের ঘটনার চাঞ্চল্যকর তথ্য দিল র‍্যাব

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুলাই ০৪ ১৪:০০:১১
মুরাদনগরের ঘটনার চাঞ্চল্যকর তথ্য দিল র‍্যাব

কুমিল্লার মুরাদনগরের আলোচিত নারী নিগ্রহ ও ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে র‍্যাব। ঘটনাটির মূল পেছনে রয়েছে দুই ভাই—শাহ পরান ও ফজর আলীর পুরোনো পারিবারিক বিরোধ। ছোট ভাই শাহ পরান বড় ভাইয়ের বিরুদ্ধে প্রতিশোধ নিতে পরিকল্পিতভাবে পুরো ঘটনা সাজান বলে জানিয়েছে র‍্যাব।

রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে র‍্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান, পূর্ব শত্রুতার জেরে শাহ পরান স্থানীয় যুবকদের সংঘবদ্ধ করে ভুক্তভোগী নারী ও তার সঙ্গে থাকা ফজর আলীকে শারীরিকভাবে নির্যাতন, শ্লীলতাহানী এবং অশ্লীল ভিডিও ধারণ করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।

তিনি জানান, বাহেরচর গ্রামের শহিদের দুই ছেলে—ফজর আলী ও শাহ পরান—দীর্ঘদিন ধরে ভুক্তভোগীকে উত্ত্যক্ত করে আসছিলেন। দুই মাস আগে এক গ্রাম্য শালিসে বড় ভাই ফজর আলী জনসম্মুখে ছোট ভাইকে চড় মারেন। এই অপমানের প্রতিশোধ নিতেই শাহ পরান পুরো পরিকল্পনার সূচনা করেন।

ঘটনার দিন ভুক্তভোগীর বাবা-মা বাড়িতে না থাকার সুযোগে ফজর আলী সুদের টাকার অজুহাতে তার শয়নকক্ষে প্রবেশ করেন। কিছুক্ষণ পর শাহ পরান পূর্বপরিকল্পিতভাবে একই গ্রামের আরও কয়েকজন সহযোগীকে নিয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে ভুক্তভোগীকে মারধর ও শ্লীলতাহানী করেন। এ সময় ভিডিও ধারণ করে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেন।

র‍্যাব জানায়, ঘটনার পর শাহ পরান, আবুল কালামসহ অন্য আসামিরা আত্মগোপনে চলে যান। পরে প্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে মূল হোতা শাহ পরানকে গ্রেপ্তার করা হয়। তিনি জিজ্ঞাসাবাদে পূর্বশত্রুতার প্রতিশোধ নেওয়ার কথা স্বীকার করেছেন।

র‍্যাব আরও জানায়, শাহ পরান ইমো অ্যাপে বার্তা পাঠিয়ে মব তৈরি করেছিলেন। তাকে মুরাদনগর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, ২৬ জুন রাতে বাহেরচর গ্রামে এক নারীকে নিগ্রহের ভিডিও ছড়িয়ে পড়লে তা দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করে। ঘটনার তিন দিন পর, ২৯ জুন ভুক্তভোগী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। এখন পর্যন্ত অভিযুক্ত ধর্ষকসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত