ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২
মুরাদনগরের ঘটনার চাঞ্চল্যকর তথ্য দিল র্যাব

কুমিল্লার মুরাদনগরের আলোচিত নারী নিগ্রহ ও ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে র্যাব। ঘটনাটির মূল পেছনে রয়েছে দুই ভাই—শাহ পরান ও ফজর আলীর পুরোনো পারিবারিক বিরোধ। ছোট ভাই শাহ পরান বড় ভাইয়ের বিরুদ্ধে প্রতিশোধ নিতে পরিকল্পিতভাবে পুরো ঘটনা সাজান বলে জানিয়েছে র্যাব।
রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে র্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান, পূর্ব শত্রুতার জেরে শাহ পরান স্থানীয় যুবকদের সংঘবদ্ধ করে ভুক্তভোগী নারী ও তার সঙ্গে থাকা ফজর আলীকে শারীরিকভাবে নির্যাতন, শ্লীলতাহানী এবং অশ্লীল ভিডিও ধারণ করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।
তিনি জানান, বাহেরচর গ্রামের শহিদের দুই ছেলে—ফজর আলী ও শাহ পরান—দীর্ঘদিন ধরে ভুক্তভোগীকে উত্ত্যক্ত করে আসছিলেন। দুই মাস আগে এক গ্রাম্য শালিসে বড় ভাই ফজর আলী জনসম্মুখে ছোট ভাইকে চড় মারেন। এই অপমানের প্রতিশোধ নিতেই শাহ পরান পুরো পরিকল্পনার সূচনা করেন।
ঘটনার দিন ভুক্তভোগীর বাবা-মা বাড়িতে না থাকার সুযোগে ফজর আলী সুদের টাকার অজুহাতে তার শয়নকক্ষে প্রবেশ করেন। কিছুক্ষণ পর শাহ পরান পূর্বপরিকল্পিতভাবে একই গ্রামের আরও কয়েকজন সহযোগীকে নিয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে ভুক্তভোগীকে মারধর ও শ্লীলতাহানী করেন। এ সময় ভিডিও ধারণ করে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেন।
র্যাব জানায়, ঘটনার পর শাহ পরান, আবুল কালামসহ অন্য আসামিরা আত্মগোপনে চলে যান। পরে প্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে মূল হোতা শাহ পরানকে গ্রেপ্তার করা হয়। তিনি জিজ্ঞাসাবাদে পূর্বশত্রুতার প্রতিশোধ নেওয়ার কথা স্বীকার করেছেন।
র্যাব আরও জানায়, শাহ পরান ইমো অ্যাপে বার্তা পাঠিয়ে মব তৈরি করেছিলেন। তাকে মুরাদনগর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, ২৬ জুন রাতে বাহেরচর গ্রামে এক নারীকে নিগ্রহের ভিডিও ছড়িয়ে পড়লে তা দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করে। ঘটনার তিন দিন পর, ২৯ জুন ভুক্তভোগী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। এখন পর্যন্ত অভিযুক্ত ধর্ষকসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- হলে ঢাবি ছাত্রীর হঠাৎ অসুস্থতা, হাসপাতালে মৃত্যু
- মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না
- ‘পদত্যাগ করতে পারেন ড. ইউনূস’
- বিদেশি বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে পাঁচ শেয়ার
- শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৫ ব্যাংকের লোকসান
- ঢাবির হলে 'গাঁ’জার আসর', চার শিক্ষার্থীকে আটক
- ১২ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৯ খবর
- মার্জিন ঋণ নিয়ে গুজব: ফের অস্থির শেয়ারবাজার
- বাংলাদেশ ব্যাংকের ‘লাল তালিকা’য় ২০ আর্থিক প্রতিষ্ঠান
- দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা জারি
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- ভালুকায় প্রথম পাঁচতারা হোটেল চালু করছে বেস্ট হোল্ডিংস
- বেক্সিমকো-বেক্সিমকো ফার্মাসহ চার ব্যক্তি-এক প্রতিষ্ঠানকে জরিমানা-সতর্ক
- সামিটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিনছে আরব আমিরাতের কোম্পানি
- বেসরকারি হাসপাতাল মালিকদের নতুন কমিটির অভিষেক শনিবার