ঢাকা, শুক্রবার, ৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

স্থগিত হচ্ছে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির আবেদন কার্যক্রম

ডুয়া নিউজ- চাকরি
২০২৫ জুলাই ০৩ ১৯:৩১:০৫
স্থগিত হচ্ছে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির আবেদন কার্যক্রম

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির আওতায় আবেদন ফরম পূরণ ও জমাদান কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হচ্ছে। বৃহস্পতিবার (৩ জুলাই) রাত ৮টা থেকে এ স্থগিতাদেশ কার্যকর হচ্ছে।

এনটিআরসিএ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জরুরি কারিগরি উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আবেদন কার্যক্রম পুনরায় কবে শুরু হবে সে বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো সময় জানানো হয়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, কারিগরি কাজ শেষ হওয়ার পর আবেদন চালু হলে সংশ্লিষ্ট সবাইকে তা জানিয়ে দেওয়া হবে।

এর আগে ২২ জুন থেকে শুরু হওয়া এই আবেদন চলার কথা ছিল ১০ জুলাই রাত ১২টা পর্যন্ত। আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় নির্ধারিত ছিল ১৩ জুলাই। তবে এর আগেই কারিগরি ত্রুটির কারণে প্রক্রিয়াটি স্থগিত করা হলো।

প্রসঙ্গত, এনটিআরসিএ প্রকাশিত ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি অনুযায়ী সারা দেশের এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ১ লাখ ৮২২টি শূন্য পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে স্কুল ও কলেজ পর্যায়ে ৪৬,২১১টি, মাদ্রাসায় ৫৩,৫০১টি এবং কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে রয়েছে ১,১১০টি পদ।

আবেদনের যোগ্যতা হিসেবে বলা হয়েছে, প্রার্থীর বয়স ৪ জুন ২০২৫ তারিখে সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে এবং ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশের তারিখ থেকে নিবন্ধন সনদের মেয়াদ তিন বছরের মধ্যে থাকতে হবে। উক্ত বয়স ও মেয়াদের শর্ত পূরণ না হলে আবেদন গ্রহণযোগ্য হবে না।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত