ঢাকা, বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২
প্রশিক্ষণ ভাতা বাড়ল সরকারি চাকরিজীবীদের
.jpg)
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ ভাতা দ্বিগুণ করেছে অর্থ মন্ত্রণালয় এবং প্রশিক্ষকদের ভাতা সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপসচিব মর্জিনা আক্তারের স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, মন্ত্রণালয় বা বিভাগ এবং অধীন অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তর কর্তৃক আয়োজিত বিষয়ভিক্তিক অভ্যন্তরীণ প্রশিক্ষণ পরিচালনার জন্য বক্তা সম্মানী ও প্রশিক্ষণ ভাতার হার পুনর্নির্ধারণ করা হলো।অর্থ মন্ত্রণালয় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ ভাতা ও প্রশিক্ষকদের সম্মানী বৃদ্ধি করে নতুন হার নির্ধারণ করেছে। নতুন নিয়ম অনুযায়ী প্রশিক্ষণার্থীদের ভাতা দ্বিগুণ এবং প্রশিক্ষকদের ভাতা সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, বিষয়ভিত্তিক অভ্যন্তরীণ প্রশিক্ষণে যুগ্ম সচিব ও তদূর্ধ্ব পর্যায়ের কর্মকর্তারা এক ঘণ্টার ক্লাস নিলে পাবেন ৩ হাজার ৬০০ টাকা, যা আগে ছিল ২ হাজার ৫০০ টাকা। উপসচিব ও তার নিম্নপর্যায়ের কর্মকর্তারা পাবেন ৩ হাজার টাকা, পূর্বে যা ছিল ২ হাজার টাকা।
প্রশিক্ষণার্থীদের ক্ষেত্রে গ্রেড-৯ ও তদূর্ধ্ব পর্যায়ের কর্মকর্তাদের দৈনিক ভাতা ৬০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ২০০ টাকা এবং গ্রেড-১০ ও নিম্নপর্যায়ের কর্মকর্তাদের দৈনিক ভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার টাকা করা হয়েছে।
এছাড়া কোর্স পরিচালকের দৈনিক সম্মানী ১ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ২ হাজার টাকা, কোর্স সমন্বয়কের সম্মানী ১ হাজার ২০০ টাকা থেকে ১ হাজার ৫০০ টাকা এবং সাপোর্ট স্টাফদের সম্মানী ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
এতে বলা হয়, এই সুবিধা শুধুমাত্র মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর ও দপ্তর কর্তৃক নিজস্ব কর্মচারীদের অভ্যন্তরীণ প্রশিক্ষণের জন্য প্রযোজ্য হবে। মাঠ পর্যায়ের কর্মচারীদের সদর দপ্তর থেকে আয়োজিত প্রশিক্ষণ, প্রকল্পভিত্তিক প্রশিক্ষণ এবং দিনব্যাপী না হওয়া প্রশিক্ষণে দুপুরের খাবারের খরচ বহন করা যাবে না।
এ নতুন সংক্রন্ত প্রজ্ঞাপন জারির তারিখ থেকেই এটি কার্যকর হবে। এর আগে ২০১৯ সালে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ ভাতা সর্বশেষ সমন্বয় করা হয়েছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ডিভিডেন্ড দিতে পারছে না বস্ত্র খাতের ১৩ কোম্পানি
- মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না
- শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৫ ব্যাংকের লোকসান
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৭ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড-ইপিএস
- ১২ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৯ খবর
- মার্জিন ঋণ নিয়ে গুজব: ফের অস্থির শেয়ারবাজার
- ডিএসইর সতর্কবার্তার জালে দুর্বল দুই কোম্পানির শেয়ার
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- সামিটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিনছে আরব আমিরাতের কোম্পানি
- দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা জারি
- বিসিএসে স্বতন্ত্র বিভাগে অন্য বিভাগ অন্তর্ভুক্তির প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ
- রবির অভিযোগের প্রেক্ষিতে তদন্তের মুখে গ্রামীণফোন
- টানা পতনেও শেয়ারবাজারে পুনরুজ্জীবনের সংকেত
- বেসরকারি হাসপাতাল মালিকদের নতুন কমিটির অভিষেক শনিবার
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা