ঢাকা, শুক্রবার, ৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

এশিয়া কাপে উত্তেজনার ম্যাচ: ভারত বনাম পাকিস্তান

ডুয়া নিউজ- খেলাধুলা
২০২৫ জুলাই ০৩ ১১:১৬:১৪
এশিয়া কাপে উত্তেজনার ম্যাচ: ভারত বনাম পাকিস্তান

পহেলগাঁও-কাণ্ডের পর ভারত ও পাকিস্তানের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়, যার প্রভাব পড়ে ক্রিকেট বিশ্বেও। এতে করে ২০২৫ সালের এশিয়া কাপ ঘিরে দেখা দেয় অনিশ্চয়তা।

তবে সেই অচলাবস্থার অবসান ঘটতে চলেছে। ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, ২০২৫ টি-টোয়েন্টি এশিয়া কাপ শুরু হতে পারে আগামী ৫ সেপ্টেম্বর, আর ফাইনাল অনুষ্ঠিত হবে ২১ সেপ্টেম্বর।

আয়োজক দেশ হিসেবে থাকছে ভারত, তবে সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে।

সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ ভারত বনাম পাকিস্তান হতে পারে ৭ সেপ্টেম্বর।

গ্রুপপর্ব শেষে শীর্ষ দলগুলো উঠবে সুপার ফোরে। সেখান থেকে সেরা দুই দল মুখোমুখি হবে ফাইনালে। ফলে ভারত-পাকিস্তান ম্যাচ অন্তত দুইবার দেখা যেতে পারে এবারের এশিয়া কাপে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত