ঢাকা, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২
ঋতুপর্ণার গোল, ইতিহাস গড়ার পথে বাংলাদেশের মেয়েরা
.jpg)
নারী এশিয়ান কাপ বাছাইয়ে ইতিহাস গড়ার মিশনে মিয়ানমারের মাটিতে স্বাগতিকদের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ এই ম্যাচে ১৮তম মিনিটে ঋতুপর্ণা চাকমার গোলে এগিয়ে যায় লাল-সবুজরা।
গোলটি আসে বক্সের সামনে থেকে পাওয়া একটি ফ্রি কিক থেকে। প্রথম চেষ্টায় ঋতুপর্ণার নেয়া শট প্রতিহত হয় প্রতিপক্ষের ডিফেন্ডিং দেয়ালে। তবে ফিরতি বলে নিয়ন্ত্রিত ও জোরালো এক কোনাকুনি শটে গোলরক্ষকসহ রক্ষণের সবাইকে পরাস্ত করে বল পাঠান জালে। সঙ্গে সঙ্গে ইয়াঙ্গুনের গ্যালারিতে উল্লাসে ফেটে পড়েন প্রবাসী বাংলাদেশিরা।
এই গোলের পেছনে বড় অবদান ছিল শামসুন্নাহার জুনিয়রের। ডান প্রান্ত থেকে দুর্দান্ত গতিতে বল নিয়ে এগিয়ে আসেন তিনি। বক্সে ঢোকার আগেই মিয়ানমারের দুই ডিফেন্ডার তাকে থামাতে না পেরে ফাউল করে ফেলেন। রেফারি সঙ্গে সঙ্গে বাঁশি বাজিয়ে ফ্রি কিক দেন, যা থেকে আসে কাঙ্ক্ষিত গোল।
গোলের পর আত্মবিশ্বাসে উজ্জীবিত বাংলাদেশ দল খেলায় আধিপত্য দেখাতে শুরু করে। তারা একের পর এক আক্রমণ শানায় এবং দুটি কর্নার আদায় করে। গোলদাতা ঋতুপর্ণার পাশাপাশি শামসুন্নাহার একটি দারুণ সুযোগ মিস করেন। বা দিক থেকে আসা ক্রসে ঠিকঠাক শট নিতে পারলে ব্যবধান বাড়িয়ে নেওয়া সম্ভব ছিল।
র্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে থাকা এবং ঘরের মাঠে খেলায় সমর্থন পাওয়া মিয়ানমার এখনো পর্যন্ত ম্যাচে কাঙ্ক্ষিত আধিপত্য দেখাতে পারেনি। বরং বাংলাদেশ সুশৃঙ্খল রক্ষণ সামলে সুযোগ পেলেই আক্রমণে উঠছে।
উল্লেখ্য, এই ম্যাচে জয় পেলে বাংলাদেশ প্রথমবারের মতো নারী এশিয়ান কাপের মূলপর্বে খেলতে পারবে। আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে আসরের চূড়ান্ত পর্ব, যেখানে স্বাগতিক অস্ট্রেলিয়া, গত আসরের শীর্ষ তিন দল এবং বাছাইপর্বের আটটি গ্রুপ চ্যাম্পিয়ন দল অংশ নেবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সাবেক কর্মীদের ১৮২৩ কোটি টাকা আটকে রেখেছে ম্যারিকো
- শেয়ার কারসাজিতে ৫ বিনিয়োগকারীকে ১৩ কোটি টাকা জরিমানা
- এক হাজার কোটি টাকার মামলায় শিবলী রুবাইয়াত গ্রেপ্তার
- তালিকাচ্যুতির ঝুঁকিতে অলিম্পিক এক্সেসরিজ
- সরকারের সিদ্ধান্তে ডুবছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বপ্ন?
- শেয়ারবাজারে প্রতারণা ঠেকাতে মাঠে নামছে গোয়েন্দা সংস্থা
- শেয়ার কারসাজিতে ১২ জনকে সাড়ে ৩ কোটি টাকা জরিমানা
- তিন কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- সর্বোচ্চ চাহিদায় নাগালের বাইরে ১৪ প্রতিষ্ঠান
- আরএসআই বিশ্লেষণে সর্বোচ্চ সতর্ক সংকেত পাঁচ শেয়ারে
- কৃত্রিম চাপে শেয়ারবাজারে অস্থিরতা, সহসা পুনরুদ্ধারের সম্ভাবনা
- এক কোম্পারি অস্থিরতায় শেয়ারবাজারে তোলপাড়
- মুনাফা বাড়াতে নতুন পরিকল্পনা: ঘুরে দাঁড়াচ্ছে হাক্কানী পাল্প
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং
- পাঁচ কোম্পানির কারণে থমকে গেল শেয়ারবাজারের উত্থান