ঢাকা, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

রাষ্ট্রপতি ইস্যুতে পিনাকীর পোস্টে তোলপাড়

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুলাই ০১ ১৫:২৩:৪৪
রাষ্ট্রপতি ইস্যুতে পিনাকীর পোস্টে তোলপাড়

রাজনীতিতে নতুন করে গুঞ্জন ছড়িয়েছে লেখক, অ্যাক্টিভিস্ট ও বিশ্লেষক পিনাকী ভট্টাচার্যের একটি ফেসবুক পোস্টকে ঘিরে।

'চুপ্পু আউট, কে হচ্ছেন রাষ্ট্রপতি'—এই শিরোনামে সোমবার (৩০ জুন) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেন পিনাকী। একইসঙ্গে আরও দুটি পোস্টে তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে 'নতুন বাংলাদেশের' রাষ্ট্রপতি হিসেবে প্রস্তাব করার কথা জানান।

চলমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে এই পোস্ট ঘিরে আলোচনা তুঙ্গে উঠেছে।

খালেদা জিয়ার একটি ছবি শেয়ার করে পিনাকী লিখেছেন, নতুন বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি যার হাতে স্বাধীনতা, সার্বভৌমত্ব আর জাতীয় মর্যাদার পতাকা সব সময় সুরক্ষিত ও সমুন্নত থাকবে।

এই পোস্টের কিছুক্ষণ আগে পিনাকী আরেক পোস্টে লিখেছেন, চুপ্পু যাইতেছে, কে হইতেছে নতুন প্রেসিডেন্ট? উত্তর পাইতে একটু অপেক্ষা করেন।

এরপরেই ‘চুপ্পু আউট, কে হচ্ছেন রাষ্ট্রপতি’ শিরোনামে একটি ভিডিও পোস্ট করেন তিনি। সেখানে এই রাজনৈতিক বিশ্লেষক বলেন, বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়ার যোগ্য একমাত্রা ব্যক্তি বেগম খালেদা জিয়া, যিনি আমাদের ইতিহাসের মহানায়ক। তিনি আমাদের প্রজন্মকে শিখিয়েছে মাথা উচু করে লড়াই করতে। খালেদা জিয়া বলেছিলেন ‘ওদের হাতে গোলামির জিঞ্জির আমাদের হাতে স্বাধীনতার পতাকা।’ শুধু তাই নয়, তিনি দলমতের ঊর্ধ্বে উঠে আজ জাতীয় ঐক্যের প্রতীক হয়েছে। সেই বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী আজকে বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রপতি হবেন।

পিনাকী আরও বলেন, খালেদা জিয়ার আর প্রফেসর ইউনূস- এই দুই মুরব্বি মিলে আমাদেরকে নতুন বাংলাদেশের সূচনায় পৌঁছে দেবে। খালেদা জিয়া বাংলাদেশকে শুধু দিয়েই গেছেন, আমরা উনাকে কিছু দিতে পারিনি। বাংলাদেশ উনাকে রাষ্ট্রপতি বানিয়ে নিজে সম্মানিত হতে চায়।

তিনি আরও বলেন, বাংলাদেশের ইতিহাসে এমন দুই নেতার অভূতপূর্ব অভিভাবকত্ব আমরা আর কোনো দিন পাব না। আমরা এই সুযোগ হারাতে চাই না।

বেগম খালেদা জিয়ার অধীনে নির্বাচন হওয়ার আশা প্রকাশ করে রাজনৈতিক এই বিশ্লেষক বলেন, আমাদের সংসদ সমস্যরা বেগম খালেদা জিয়ার কাছে শপথ পড়ুক এটা আমরা চাই। আমরা সেটা দেখতে চাই। উনারা অভিভাবকত্বে থাকলে এর চাইতে ভালো নির্বাচন আর হবে না।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত