ঢাকা, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

‘ছাত্র-জনতা আবারও রাজপথে নামবে’

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুলাই ০১ ১৪:২৯:০৩
‘ছাত্র-জনতা আবারও রাজপথে নামবে’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম হুঁশিয়ারিদিয়ে বলেছেন ‘জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ’ নিয়ে যদি টালবাহানা চলতে থাকে, তবে ছাত্র-জনতা আবারও রাজপথে নামবে। মঙ্গলবার রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর জাফরপাড়া গ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে এক বক্তৃতায় এ কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, ‌কেউ যদি মনে করে আন্দোলনের তরুণ-ছাত্র-জনতা ঘরে ফিরে গেছে, তাহলে তারা ভুল ভাবছে। আমরা আবু সাঈদের কবর থেকে স্পষ্ট ঘোষণা দিচ্ছি বাংলার প্রতিটি পথে-প্রান্তরে আমরা যাবো, মানুষকে জাগাবো, এবং ৩ আগস্ট ঢাকায় আমরা এসে ঘোষণা ও সনদ আদায় করে ছাড়ব।

তিনি জানান, এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির সূচনা হয়েছে শহীদ আবু সাঈদের কবর থেকে। আবু সাঈদের মতো শহীদদের আত্মত্যাগই জুলাই অভ্যুত্থানে অনুপ্রেরণা হয়ে ছিল, যা দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসনের পতন ঘটায়।

তিনি বলেন, ঠিক এক বছর আগে, পহেলা জুলাই আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে রাজপথে নেমেছিলাম। একটি সাধারণ কোটা সংস্কার আন্দোলন ধীরে ধীরে গণবিস্ফোরণে পরিণত হয়। এরপর তা স্বৈরাচারবিরোধী অভ্যুত্থানে রূপ নেয়, যেখানে আবু সাঈদের আত্মাহুতি কেন্দ্রীয় ভূমিকা রাখে। ১৬ জুলাইয়ের সেই হত্যাকাণ্ড গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছিল।

আন্দোলনের পথচলার ধারাবাহিকতা তুলে ধরে তিনি বলেন, শহীদ মিনারে আবু সাঈদের মৃত্যুসংবাদ পৌঁছানোর পর থেকেই আন্দোলন নতুন মাত্রা পায়। তরুণরা রাজপথে ঝাঁপিয়ে পড়ে এবং একটি নতুন রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে ফ্যাসিবাদবিরোধী লড়াই শুরু করে।

নাহিদ ইসলাম আরও বলেন, আমরা এখন শুধু ফ্যাসিবাদ পতনের কথা বলছি না, বরং নতুন রাষ্ট্র গঠনের লক্ষ্যে পদযাত্রা করছি। আমরা দেশের প্রতিটি জেলা, প্রতিটি অঞ্চলে যাবো মানুষের কথা শুনবো, তাদের সঙ্গে আমাদের স্বপ্ন ভাগ করে নেবো। আবু সাঈদ ও অন্যান্য শহীদের স্বপ্ন বাস্তবায়নে এই যাত্রা।

তিনি শহীদ আবু সাঈদসহ সকল নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, আজকের দিনে আমরা আবারও তিনটি দাবি পুনর্ব্যক্ত করছি বিচার, সংস্কার এবং একটি নতুন সংবিধান। একটি ন্যায়ভিত্তিক নতুন বাংলাদেশ গড়তে হলে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সেই নতুন সংবিধানের পথেই আমাদের অগ্রসর হতে হবে।

এই বক্তব্যের মাধ্যমে নাহিদ ইসলাম মূলত স্পষ্ট বার্তা দিলেন যে, জুলাই অভ্যুত্থান শুধুই অতীতের কোনো স্মৃতি নয়, বরং বর্তমান ও ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী রাজনৈতিক দাবি ও স্বপ্নের ধারক।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত