ঢাকা, সোমবার, ৩০ জুন ২০২৫, ১৬ আষাঢ় ১৪৩২

বিপিএল নিয়ে সুখবর দিল বিসিবি

ডুয়া নিউজ- খেলাধুলা
২০২৫ জুন ৩০ ২২:৩৫:১৫
বিপিএল নিয়ে সুখবর দিল বিসিবি

চলতি বছরের ডিসেম্বরে নির্ধারিত সময়েই বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) অনুষ্ঠিত হবে।

সোমবার (৩০ জুন) বিসিবির বোর্ড মিটিং শেষে বোর্ড পরিচালক ইফতেখার রহমান মিঠু এই তথ্য জানিয়েছেন।

আগামী বিপিএল আসর ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। এ টুর্নামেন্টের জন্য দলগুলোর মালিকানা পাঁচ বছরের জন্য প্রদান করা হবে। নতুন গভার্নিং কাউন্সিলে বাইরের সদস্যরাও যুক্ত থাকবেন।

এদিকে বিপিএলের শুরুতে মাস ছয়েক বাকি থাকলেও এখনও স্পষ্ট হয়নি কতটি ফ্র্যাঞ্চাইজি আসরে অংশ নেবে এবং কোন ফ্র্যাঞ্চাইজি থাকবে।

তবে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, নতুন ও পুরানো সকল ফ্র্যাঞ্চাইজি যারা আসরে অংশগ্রহণ করবে তাদের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করা হবে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত