ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২
টি-টোয়েন্টিতে ইতিহাস গড়লেন ফাফ ডু প্লেসিস
.jpg)
টেক্সাস সুপার কিংসের অধিনায়ক ফাফ ডু প্লেসিস টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন রেকর্ড সৃষ্টি করেছেন। ৪০ বছর বয়সী এই প্রোটিয়া ব্যাটার অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টিতে নিজের অষ্টম শতক পূর্ণ করে সর্বোচ্চ শতকের মালিক হয়েছেন।
আন্তর্জাতিক, ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ম্যাচ মিলিয়ে এই সংখ্যাই অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি শতকের রেকর্ড। তার ২০৫তম ম্যাচে এই কীর্তি গড়া হয়েছে।
এর আগে পাকিস্তানের বাবর আজম ১৪৪ ম্যাচে ৭টি শতক এবং অস্ট্রেলিয়ার মাইকেল ক্লিঙ্গার ১২০ ম্যাচে ৭টি শতক করে এই তালিকায় শীর্ষে ছিলেন।
সাম্প্রতিক ম্যাচে ডু প্লেসিস ৫৩ বলে ১০৩ রানের অপরাজিত ইনিংস খেলেন, যেখানে ছিল ৫টি চার ও ৯টি ছয়। তার শতকের সহায়তায় টেক্সাস সুপার কিংস ২২৩ রান সংগ্রহ করে এবং এমআই নিউ ইয়র্ককে ৩৯ রানে পরাজিত করে।
৪০ বছর পেরিয়ে তিনি টি-টোয়েন্টিতে দুইটি শতক করেও বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এর আগে পাকিস্তানের যুবায়ের আহমেদ, আফগানিস্তানের ইমরান জানাত, জিম্বাবুয়ের গ্রাহাম হিক এবং ইংল্যান্ডের পল কলিংউড ৪০ পেরিয়ে একটি করে শতক করেছিলেন।
মেজর লীগ ক্রিকেটে তিনটি শতক সহ টেক্সাস সুপার কিংসের এই অধিনায়কই এই লিগের সর্বোচ্চ শতকের মালিক। চলতি মৌসুমে এটি তার দ্বিতীয় শতক, যা গত ২১ জুন সান ফ্রান্সিসকোর বিরুদ্ধে ৫১ বলে ১০০ রান করে তিনি করেন।
টি-টোয়েন্টিতে সর্বোচ্চ শতকের তালিকায় ডু প্লেসিস বর্তমানে চতুর্থ স্থানে রয়েছেন। শীর্ষে আছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ওপেনার ক্রিস গেইল, যাঁর ২২টি শতক রয়েছে। এরপর বাবর আজমের ১১টি, রাইলি রুশো ও বিরাট কোহলির ৯টি করে শতক রয়েছে। মাইকেল ক্লিঙ্গার, অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল, জস বাটলার ও রোহিত শর্মার ৮টি করে শতক আছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- হলে ঢাবি ছাত্রীর হঠাৎ অসুস্থতা, হাসপাতালে মৃত্যু
- মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না
- ‘পদত্যাগ করতে পারেন ড. ইউনূস’
- বিদেশি বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে পাঁচ শেয়ার
- শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৫ ব্যাংকের লোকসান
- ঢাবির হলে 'গাঁ’জার আসর', চার শিক্ষার্থীকে আটক
- ১২ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৯ খবর
- মার্জিন ঋণ নিয়ে গুজব: ফের অস্থির শেয়ারবাজার
- দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা জারি
- বাংলাদেশ ব্যাংকের ‘লাল তালিকা’য় ২০ আর্থিক প্রতিষ্ঠান
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- বেক্সিমকো-বেক্সিমকো ফার্মাসহ চার ব্যক্তি-এক প্রতিষ্ঠানকে জরিমানা-সতর্ক
- সামিটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিনছে আরব আমিরাতের কোম্পানি
- বেসরকারি হাসপাতাল মালিকদের নতুন কমিটির অভিষেক শনিবার
- ভালুকায় প্রথম পাঁচতারা হোটেল চালু করছে বেস্ট হোল্ডিংস