ঢাকা, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৩৮৩, মৃত্যু ১

ডুয়া নিউজ- স্বাস্থ্য
২০২৫ জুন ২৯ ১৭:৪৭:১০
২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৩৮৩, মৃত্যু ১

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৩৮৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগেই সবচেয়ে বেশি, ১৩৬ জন। একই সময়ে ডেঙ্গুতে ১ জনের মৃত্যুর খবরও জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

রোববার (২৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন আক্রান্তদের মধ্যে বরিশালে ১৩৬ জন, চট্টগ্রামে ৫৫ জন, ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায় (সিটি করপোরেশনের বাইরে) ৪৮ জন, ঢাকা উত্তর সিটিতে ৩২ জন এবং দক্ষিণ সিটিতে ২৮ জন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া খুলনায় ৪১ জন, রাজশাহীতে ৩৩ জন এবং ময়মনসিংহ বিভাগে ১০ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

একই সময়ে ৩৪৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর মোট ৮ হাজার ৭২৮ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯ হাজার ৮৬৭ জন। এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে মৃত্যুবরণ করেছেন ৪২ জন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত