ঢাকা, শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২
মাধ্যমিকে শুরু হচ্ছে নতুন শিক্ষাক্রম
.jpg)
২০২৭ সাল থেকে সরকার একটি নতুন শিক্ষাক্রম চালুর উদ্যোগ নিয়েছে। প্রাথমিকভাবে এটি চালু হবে মাধ্যমিক স্তরের ষষ্ঠ শ্রেণিতে, পরে তা ধাপে ধাপে সপ্তম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বিস্তৃত হবে বলে জানিয়েছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)-এর সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এনসিটিবির তথ্যমতে, প্রস্তাবিত নতুন শিক্ষাক্রম হবে বাস্তবভিত্তিক, অভিজ্ঞতালব্ধ ও জ্ঞাননির্ভর। যদিও এখনো পাঠদান ও মূল্যায়ন পদ্ধতির বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং এর কাঠামো নির্ধারণে বিভিন্ন দেশের শিক্ষানীতির তুলনামূলক বিশ্লেষণ চলছে।
গত ২৫ জুন এনসিটিবিতে অনুষ্ঠিত এক বৈঠকে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার ও বোর্ডের কর্মকর্তারা অংশ নেন। জানা গেছে, আগামী জুলাই মাসে এ বিষয়ে একটি কর্মশালাও আয়োজন করা হবে।
এনসিটিবির সচিব সাহতাব উদ্দিন জানান, সময়োপযোগী ও ব্যবহারিক শিক্ষা নিশ্চিত করতে বৈশ্বিক দৃষ্টান্ত বিশ্লেষণ করে নতুন শিক্ষাক্রম তৈরি করা হবে। তিনি বলেন, এই কারিকুলামে হাতে-কলমে শেখানো ও বাস্তবজ্ঞান প্রয়োগের ওপর গুরুত্ব থাকবে।
স্বাধীনতার পর থেকে ১৯৭৭ থেকে ২০২৩ সালের মধ্যে সাতবার শিক্ষাক্রমে পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে ২০১২ সালের সৃজনশীল পদ্ধতি এবং ২০২৩ সালের মুখস্থনির্ভরতাহীন, কার্যক্রমভিত্তিক শিক্ষাক্রম ছিল সবচেয়ে আলোচিত। তবে ২০২৩ সালের শিক্ষাক্রম কার্যকরভাবে বাস্তবায়িত না হওয়ায় তা বিতর্কের জন্ম দেয়। পরে রাজনৈতিক পরিবর্তনের পর সেটি বাতিল করে আবার সৃজনশীল পদ্ধতি পুনর্বহাল করা হয়।
এনসিটিবির কর্মকর্তারা জানিয়েছেন, ২০২৩ সালের শিক্ষাক্রমে কিছু ভালো দিক থাকলেও সেগুলোর প্রয়োগ ছিল দুর্বল। তাই ২০২৭ সালের নতুন পাঠ্যক্রমে ২০১২ ও ২০২৩ সালের ইতিবাচক দিকগুলো সমন্বিতভাবে অন্তর্ভুক্ত করা হবে।
তবে বোর্ড জানিয়েছে, ২০২৭ সালের এই কারিকুলামের চূড়ান্ত রূপরেখা নির্ভর করবে নির্বাচনের মাধ্যমে গঠিত পরবর্তী রাজনৈতিক সরকারের সিদ্ধান্ত ও শিক্ষানীতির ওপর।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বল্প মূল্যে কম্পিউটার স্কিল ট্রেনিং কোর্সে ভর্তির সুযোগ, আসন সীমিত
- ডুয়া নিউজের বিশেষ প্রতিযোগিতা, পুরস্কার ১ লক্ষ ৫০ হাজার টাকা!
- চলতি সপ্তাহে বেক্সিমকোর ফ্লোর প্রাইস ওঠার সম্ভাবনা
- শেয়ারবাজারে তানিয়া শারমিন ও মাহবুব মজুমদার ৫ বছরের জন্য নিষিদ্ধ
- শেয়ারবাজারের ৩ প্রতিষ্ঠানের ২৯৬ কোটি টাকা মানি লন্ডারিং
- শেয়ারের অস্বাভাবিক দামের জন্য ডিএসইর সতর্কবার্তা
- ঢাবি অ্যালামনাই ও নিউ হরাইজন কানাডিয়ান স্কুলের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- জুলাই স্মৃতি জাদুঘর: টেন্ডার ছাড়াই ১১১ কোটি টাকার কাজ পেল দুই প্রতিষ্ঠান
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তার
- ইপিএস ঘোষণার তারিখ জানাল দুই কোম্পানি
- শেয়ারের অস্বাভাবিক দাম নিয়ে ডিএসইর সতর্কতা
- ঢাবির জিয়া হলে ‘ক্যারিয়ার টক’ অনুষ্ঠিত
- ‘শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই’
- ডিভিডেন্ড পেয়েছে চার কোম্পানির বিনিয়োগকারীরা
- শেয়ার কারসাজিকারীদের শাস্তি ১০ বছর করার প্রস্তাব