ঢাকা, বুধবার, ৮ অক্টোবর ২০২৫, ২৩ আশ্বিন ১৪৩২
মাধ্যমিকে শুরু হচ্ছে নতুন শিক্ষাক্রম
.jpg)
২০২৭ সাল থেকে সরকার একটি নতুন শিক্ষাক্রম চালুর উদ্যোগ নিয়েছে। প্রাথমিকভাবে এটি চালু হবে মাধ্যমিক স্তরের ষষ্ঠ শ্রেণিতে, পরে তা ধাপে ধাপে সপ্তম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বিস্তৃত হবে বলে জানিয়েছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)-এর সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এনসিটিবির তথ্যমতে, প্রস্তাবিত নতুন শিক্ষাক্রম হবে বাস্তবভিত্তিক, অভিজ্ঞতালব্ধ ও জ্ঞাননির্ভর। যদিও এখনো পাঠদান ও মূল্যায়ন পদ্ধতির বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং এর কাঠামো নির্ধারণে বিভিন্ন দেশের শিক্ষানীতির তুলনামূলক বিশ্লেষণ চলছে।
গত ২৫ জুন এনসিটিবিতে অনুষ্ঠিত এক বৈঠকে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার ও বোর্ডের কর্মকর্তারা অংশ নেন। জানা গেছে, আগামী জুলাই মাসে এ বিষয়ে একটি কর্মশালাও আয়োজন করা হবে।
এনসিটিবির সচিব সাহতাব উদ্দিন জানান, সময়োপযোগী ও ব্যবহারিক শিক্ষা নিশ্চিত করতে বৈশ্বিক দৃষ্টান্ত বিশ্লেষণ করে নতুন শিক্ষাক্রম তৈরি করা হবে। তিনি বলেন, এই কারিকুলামে হাতে-কলমে শেখানো ও বাস্তবজ্ঞান প্রয়োগের ওপর গুরুত্ব থাকবে।
স্বাধীনতার পর থেকে ১৯৭৭ থেকে ২০২৩ সালের মধ্যে সাতবার শিক্ষাক্রমে পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে ২০১২ সালের সৃজনশীল পদ্ধতি এবং ২০২৩ সালের মুখস্থনির্ভরতাহীন, কার্যক্রমভিত্তিক শিক্ষাক্রম ছিল সবচেয়ে আলোচিত। তবে ২০২৩ সালের শিক্ষাক্রম কার্যকরভাবে বাস্তবায়িত না হওয়ায় তা বিতর্কের জন্ম দেয়। পরে রাজনৈতিক পরিবর্তনের পর সেটি বাতিল করে আবার সৃজনশীল পদ্ধতি পুনর্বহাল করা হয়।
এনসিটিবির কর্মকর্তারা জানিয়েছেন, ২০২৩ সালের শিক্ষাক্রমে কিছু ভালো দিক থাকলেও সেগুলোর প্রয়োগ ছিল দুর্বল। তাই ২০২৭ সালের নতুন পাঠ্যক্রমে ২০১২ ও ২০২৩ সালের ইতিবাচক দিকগুলো সমন্বিতভাবে অন্তর্ভুক্ত করা হবে।
তবে বোর্ড জানিয়েছে, ২০২৭ সালের এই কারিকুলামের চূড়ান্ত রূপরেখা নির্ভর করবে নির্বাচনের মাধ্যমে গঠিত পরবর্তী রাজনৈতিক সরকারের সিদ্ধান্ত ও শিক্ষানীতির ওপর।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আফগানিস্তান, সরাসরি দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম ইংল্যান্ড, সরাসরি দেখবেন যেভাবে
- শেয়ারবাজারে শৃঙ্খলা ফেরাতে বিএসইসি চেয়ারম্যানের যুগান্তকারী ঘোষণা
- ‘জেড’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে ফিরেছে তালিকাভুক্ত কোম্পানি
- আফগানিস্তান বনাম বাংলাদেশ, সরাসরি দেখবেন যেভাবে
- ডুবছে ওষুধের দুই কোম্পানি, বিনিয়োকারীদের কপালে চিন্তার ভাজ
- সাত কোম্পানির শেয়ারে কারসাজির গন্ধ!
- RSI এলার্ট: ১০ শেয়ারে বিপদ সংকেত
- শেয়ারবাজারের কোম্পানিতে কারসাজির গন্ধ! তদন্তে নেমেছে বিএসইসি
- ঢাবি শিক্ষার্থীদের বৃত্তি দেবে জাপান, আবেদন করবেন যেভাবে
- উৎপাদন বন্ধ চার কোম্পানির শেয়ার নিয়ে সতর্কতা জারি
- জেডে নেমে তিন শেয়ারের ধস, বিনিয়োগকারীদের নিঃস্ব হওয়ার শঙ্কা
- মশিউর সিকিউরিটিজের গ্রাহকদের জন্য জরুরি নির্দেশনা
- বিনিয়োগকারীদের সুরক্ষায় বিএসইসির বড় পদক্ষেপ, আসছে নতুন নিয়ম
- ডিভিডেন্ড ঘোষণা করবে ২ কোম্পানি