ঢাকা, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

২৪ ঘন্টায় ডেঙ্গু শনাক্ত ২৬২ জনের, মৃ’ত্যু ১

ডুয়া নিউজ- স্বাস্থ্য
২০২৫ জুন ২৮ ১৬:৫৫:২২
২৪ ঘন্টায় ডেঙ্গু শনাক্ত ২৬২ জনের, মৃ’ত্যু ১

শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ২৬২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ১৪১ জন আক্রান্ত হয়েছেন বরিশাল বিভাগে। এই সময়ে ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু হয়েছে।

শনিবার (২৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের বিভিন্ন বিভাগে নতুন করে আরও ২৬২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বিভাগভিত্তিক হিসেবে বরিশালে সর্বোচ্চ ১৪১ জন, চট্টগ্রামে ৪০ জন, ঢাকার বাইরে ১৮ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ৮ জন, দক্ষিণ সিটিতে ৪০ জন, খুলনা ও ময়মনসিংহে ৬ জন করে এবং সিলেট বিভাগে ৩ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ২১৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু থেকে সেরে উঠেছেন ৮ হাজার ৩৮০ জন।

চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ৯ হাজার ৪৮৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪১ জনে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত