ঢাকা, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

শান্ত-মুশফিকের ফিফটি, স্বস্তিতে বাংলাদেশ

২০২৫ জুন ১৭ ১৫:৩৯:৫৮

শান্ত-মুশফিকের ফিফটি, স্বস্তিতে বাংলাদেশ

গলের ব্যাটিং সহায়ক উইকেটে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিলেও প্রথম সেশনেই বিপাকে পড়ে বাংলাদেশ। মাত্র ৮ বলের ব্যবধানে দুটি উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা। তখনই হাল ধরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ মুশফিকুর রহিম। চাপের মুহূর্তে এই দুই ব্যাটার গড়ে তোলেন দৃঢ় এক জুটি যা বাংলাদেশকে ফিরিয়ে আনে খেলায়।

চতুর্থ উইকেটে শান্ত ও মুশফিক যোগ করেন শতরান যা আসে ৩১.১ ওভারে। দুজনই তুলে নেন নিজেদের ফিফটি—শান্ত ক্যারিয়ারের ষষ্ঠ আর মুশফিক ২৮তম। বিশেষ করে মুশফিকের এই ইনিংসটা ছিল প্রত্যাবর্তনের প্রতিচ্ছবি। ২০২৪ সালের আগস্টের পর এই প্রথম ফিফটি পেলেন তিনি। এর আগে টানা ১৩ ইনিংসে পঞ্চাশ ছুঁতে পারেননি।সর্বশেষ বড় ইনিংস ছিল পাকিস্তানের বিপক্ষে ১৯১ রানের সেই দুর্দান্ত ইনিংসটি।

প্রথম সেশনে ৩ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যাওয়া দলটা এখন শান্ত-মুশফিকের জুটিতে খুঁজে পাচ্ছে নতুন আশার আলো। নিখুঁত ও ইতিবাচক ব্যাটিংয়ে শ্রীলঙ্কার বোলারদের কোনো সুযোগ দেননি তারা। এই জুটিতে ভর করে বাংলাদেশ এখন বড় স্কোরের দিকে তাকিয়ে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত