ঢাকা, রবিবার, ২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২
ইরানে অবস্থানরত বাংলাদেশিদের সঙ্গে যেভাবে যোগাযোগ করবেন
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও ইরান-ইসরায়েলের টানা হামলা-পাল্টা হামলার পরিপ্রেক্ষিতে ইরানে বসবাসরত বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। ইসরায়েলের একাধিক শহরে চালানো হামলায় এখন পর্যন্ত বহু হতাহতের খবর পাওয়া গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম।
এই পরিস্থিতিতে ইরানে অবস্থানরত বাংলাদেশিদের তথ্য সংগ্রহ ও প্রয়োজনীয় সহায়তা দিতে যোগাযোগের আহ্বান জানিয়েছে তেহরানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
রোববার (১৫ জুন) বাংলাদেশ সময় বিকেলে দূতাবাসের কনস্যুলার অফিসার ওয়ালিদ ইসলাম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।
তিনি বলেন, “ইরানে অবস্থানরত বেশিরভাগ বাংলাদেশির তথ্য দূতাবাসের কাছে রয়েছে। তবে এখনো যারা তথ্য দেননি কিংবা যাদের আত্মীয়-স্বজন বা পরিচিত কেউ ইরানে অবস্থান করছেন তারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করুন।”
যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপ নম্বর:
ওয়ালিদ ইসলাম: +880 1610 606082
ফারুক হোসাইন: +98 990 857 7368
তিনি আরও বলেন, “দূতাবাসের আশপাশে ইরানের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা থাকায় নিরাপত্তার স্বার্থে কাউকে সরাসরি দূতাবাসে আসতে অনুরোধ করা হচ্ছে না। আমরা কোথা থেকে কার্যক্রম পরিচালনা করব তা খুব শিগগিরই জানানো হবে।”
পোস্টের শেষ অংশে তিনি অনুরোধ করে বলেন, “আমার ইরানি নম্বর বর্তমানে বন্ধ। জরুরি প্রয়োজনে সরাসরি কল করতে হলে ফারুক হোসাইনের নম্বরে কল দিন। সাংবাদিক ভাইদের বিশেষভাবে অনুরোধ করছি—দয়া করে শুধু তথ্য জানার জন্য এসব নম্বরে বারবার ফোন করবেন না, এগুলো মূলত জরুরি যোগাযোগের জন্য নির্ধারিত।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি(LIVE)
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে অগ্নী সিস্টেমস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তালিকাভুক্ত২৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে জেএমআই হসপিটাল