ঢাকা, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২
যুক্তরাজ্য সফরে প্রধান উপদেষ্টার ৫ অর্জন
চার দিনের যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (১৪ জুন) সকালে তিনি বাংলাদেশে পৌঁছান। এই সফরকে দেশের জন্য অত্যন্ত ফলপ্রসূ ও তাৎপর্যপূর্ণ হিসেবে অভিহিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে প্রেস সচিব সফরের পাঁচটি প্রধান অর্জনের কথা তুলে ধরেন। তার মতে, এসব অর্জন অধ্যাপক ইউনূসের নেতৃত্বে স্বচ্ছ, কূটনৈতিকভাবে সক্রিয় এবং জনস্বার্থে অঙ্গীকারবদ্ধ সরকারের প্রতিচ্ছবি।
১. রাজা চার্লসের সঙ্গে একান্ত বৈঠক ও আন্তর্জাতিক সম্মাননা
সফরের শুরুতেই অধ্যাপক ইউনূস ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে একটি আন্তর্জাতিক সম্মাননা গ্রহণ করেন। এ উপলক্ষে রাজপরিবারের প্রধানের সঙ্গে প্রায় ৩০ মিনিটের একটি একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। প্রেস সচিব এটিকে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিবর্তনের আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে দেখছেন।
২. বিএনপি নেতার সঙ্গে ঐতিহাসিক বৈঠক
লন্ডনে বিএনপির শীর্ষ নেতার সঙ্গে অধ্যাপক ইউনূসের বৈঠককে আখ্যায়িত করা হয়েছে 'গেম-ওভার মুহূর্ত' হিসেবে। এটি রাজনৈতিক সমঝোতার সম্ভাবনায় এক নতুন অধ্যায় খুলে দিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
৩. ১৭০ মিলিয়ন পাউন্ড জব্দ: দুর্নীতিবিরোধী লড়াইয়ে বড় সাফল্য
যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (NCA) বাংলাদেশি এক সাবেক প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ সহযোগীর ১৭০ মিলিয়ন পাউন্ড সমমূল্যের সম্পদ জব্দ করেছে। এটি NCA-র ইতিহাসে অন্যতম বড় অভিযান। এই সাফল্যকে সরকারের সম্পদ পুনরুদ্ধার প্রচেষ্টার একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
৪. বাংলাদেশ-ব্রিটেন সমন্বিত সংলাপ
সফরে উভয় দেশের নীতিনির্ধারক সংস্থাগুলোর মধ্যে একাধিক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংক ও দুর্নীতি দমন কমিশনের প্রতিনিধিরা এসব আলোচনায় অংশ নেন। বিদেশে পাচার হওয়া সম্পদ শনাক্ত ও ফিরিয়ে আনার লক্ষ্যে যৌথ পদক্ষেপের রূপরেখা তৈরি করা হয়।
৫. রোহিঙ্গা সংকট নিয়ে কৌশলগত অগ্রগতি
রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সহযোগী সংস্থাগুলোর সঙ্গে বৈঠকে বসেন অধ্যাপক ইউনূস। নিরাপদ প্রত্যাবাসন ও সংকট সমাধানে একাধিক কৌশলগত প্রস্তাবে ঐকমত্য গঠিত হয়। ফলে এই মানবিক সংকট সমাধানে নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে বলে ধারণা করা হচ্ছে।
এই সফরের মাধ্যমেই ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকারের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ও কৌশলগত অবস্থান আরও সুদৃঢ় হয়েছে বলে জানিয়েছেন তার দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ১ম দিনের খেলা শেষ, দেখুন স্কোর
- ভারত বনাম বাংলাদেশ: খেলাটি সরাসরি দেখুন এখানে(LIVE)
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ভারতের ম্যাচ :জানুন সময়সূচি-সরাসরি(LIVE) দেখার উপায়
- চলছে আর্জেন্টিনা বনাম অ্যাঙ্গোলার খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে(LIVE)
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: বিপদে ভারত-দেখুন স্কোর
- ব্রাজিল বনাম সেনেগাল: ৯০ মিনিটের ম্যাচ শেষ, দেখুন ফলাফল
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় টেস্ট ম্যাচ: খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- মুখোমুখি ব্রাজিল বনাম সেনেগাল: লাইভ দেখার উপায়-সময়সূচি
- আজ মুখোমুখি হচ্ছে ব্রাজিল-সেনেগাল: কখন, কোথায়-যেভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ১ম টেস্ট শেষ, জানুন ফলাফল
- আজ বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: বিস্তারিত-যেভাবে দেখবেন LIVE
- শুরু হচ্ছে ভারত বনাম বাংলাদেশের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে(LIVE)
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, দেখুন ফলাফল-LIVE
- ভারত বনাম বাংলাদেশ: শুরুতেই লিড নিল হামজারা, সরাসরি দেখুন এখানে(LIVE)
- চলছে ব্রাজিল বনাম তিউনিসিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে(LIVE)