ঢাকা, সোমবার, ১১ আগস্ট ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২
যুক্তরাজ্য সফরে প্রধান উপদেষ্টার ৫ অর্জন

চার দিনের যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (১৪ জুন) সকালে তিনি বাংলাদেশে পৌঁছান। এই সফরকে দেশের জন্য অত্যন্ত ফলপ্রসূ ও তাৎপর্যপূর্ণ হিসেবে অভিহিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে প্রেস সচিব সফরের পাঁচটি প্রধান অর্জনের কথা তুলে ধরেন। তার মতে, এসব অর্জন অধ্যাপক ইউনূসের নেতৃত্বে স্বচ্ছ, কূটনৈতিকভাবে সক্রিয় এবং জনস্বার্থে অঙ্গীকারবদ্ধ সরকারের প্রতিচ্ছবি।
১. রাজা চার্লসের সঙ্গে একান্ত বৈঠক ও আন্তর্জাতিক সম্মাননা
সফরের শুরুতেই অধ্যাপক ইউনূস ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে একটি আন্তর্জাতিক সম্মাননা গ্রহণ করেন। এ উপলক্ষে রাজপরিবারের প্রধানের সঙ্গে প্রায় ৩০ মিনিটের একটি একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। প্রেস সচিব এটিকে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিবর্তনের আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে দেখছেন।
২. বিএনপি নেতার সঙ্গে ঐতিহাসিক বৈঠক
লন্ডনে বিএনপির শীর্ষ নেতার সঙ্গে অধ্যাপক ইউনূসের বৈঠককে আখ্যায়িত করা হয়েছে 'গেম-ওভার মুহূর্ত' হিসেবে। এটি রাজনৈতিক সমঝোতার সম্ভাবনায় এক নতুন অধ্যায় খুলে দিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
৩. ১৭০ মিলিয়ন পাউন্ড জব্দ: দুর্নীতিবিরোধী লড়াইয়ে বড় সাফল্য
যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (NCA) বাংলাদেশি এক সাবেক প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ সহযোগীর ১৭০ মিলিয়ন পাউন্ড সমমূল্যের সম্পদ জব্দ করেছে। এটি NCA-র ইতিহাসে অন্যতম বড় অভিযান। এই সাফল্যকে সরকারের সম্পদ পুনরুদ্ধার প্রচেষ্টার একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
৪. বাংলাদেশ-ব্রিটেন সমন্বিত সংলাপ
সফরে উভয় দেশের নীতিনির্ধারক সংস্থাগুলোর মধ্যে একাধিক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংক ও দুর্নীতি দমন কমিশনের প্রতিনিধিরা এসব আলোচনায় অংশ নেন। বিদেশে পাচার হওয়া সম্পদ শনাক্ত ও ফিরিয়ে আনার লক্ষ্যে যৌথ পদক্ষেপের রূপরেখা তৈরি করা হয়।
৫. রোহিঙ্গা সংকট নিয়ে কৌশলগত অগ্রগতি
রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সহযোগী সংস্থাগুলোর সঙ্গে বৈঠকে বসেন অধ্যাপক ইউনূস। নিরাপদ প্রত্যাবাসন ও সংকট সমাধানে একাধিক কৌশলগত প্রস্তাবে ঐকমত্য গঠিত হয়। ফলে এই মানবিক সংকট সমাধানে নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে বলে ধারণা করা হচ্ছে।
এই সফরের মাধ্যমেই ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকারের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ও কৌশলগত অবস্থান আরও সুদৃঢ় হয়েছে বলে জানিয়েছেন তার দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ডিভিডেন্ড দিতে পারছে না বস্ত্র খাতের ১৩ কোম্পানি
- ‘এ’ ক্যাটাগরিতে ফিরেছে আর্থিক খাতের কোম্পানি
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- ক্যাশ ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- সর্বোচ্চ উচ্চতায় ১৭ কোম্পানির শেয়ার
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৭ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড-ইপিএস
- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে দুই কোম্পানির বাজিমাত
- গেস্ট হাউজ থেকে সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহ উদ্ধার
- ডিএসইর সতর্কবার্তার জালে দুর্বল দুই কোম্পানির শেয়ার
- রবির অভিযোগের প্রেক্ষিতে তদন্তের মুখে গ্রামীণফোন
- ছাত্ররাজনীতি থাকবে কিন্তু কাঠামোগত পরিবর্তন আনতে হবে: বাগছাস
- শেখ সেলিমের ২১টি বিও অ্যাকাউন্ট ও ৩৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
- অতর্কিত ঢাবি ও জবির ৪ শিক্ষার্থীকে ছুরিকাঘাত
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা