ঢাকা, সোমবার, ৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২
বাউন্ডারি লাইনের ক্যাচ নিয়ে আইসিসি'র নতুন নিয়ম
                                    ক্রিকেটে চার-ছক্কার পাশাপাশি দর্শকদের চমকে দেওয়ার মতো উপাদান হয়ে দাঁড়িয়েছে বাউন্ডারির ধারে নেওয়া অসাধারণ কিছু ক্যাচ। বিশেষ করে, ফিল্ডারদের শূন্যে লাফিয়ে বল ছুঁয়ে আবার মাঠে ফিরে এসে ক্যাচ সম্পন্ন করার দৃশ্য ক্রিকেটে যেন রোমাঞ্চের নতুন মাত্রা যোগ করেছে। কিন্তু এই নাটকীয় দৃশ্য এখন থেকে আর দেখা যাবে না—কমপক্ষে বর্তমান নিয়ম অনুযায়ী।
আইসিসি সম্প্রতি প্লেয়িং কন্ডিশনে বড় ধরনের পরিবর্তন এনে এই ধরনের ক্যাচকে ‘অবৈধ’ বলে গণ্য করার ঘোষণা দিয়েছে। নতুন নিয়মটি এই মাস থেকেই কার্যকর হলেও, ক্রিকেটের নিয়ম সংরক্ষণকারী সংস্থা এমসিসি এটি আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করবে ২০২৬ সালের অক্টোবর থেকে।
কী রয়েছে নতুন ক্যাচিং নিয়মে?আইসিসির হালনাগাদ নিয়ম অনুযায়ী, কোনো ফিল্ডার যদি বাউন্ডারির বাইরে থেকে শূন্যে লাফিয়ে বল একাধিকবার স্পর্শ করেন, তবে তা আর ক্যাচ হিসেবে গণ্য হবে না। বরং ব্যাটসম্যানকে ছক্কা দিয়ে দেওয়া হবে।
২০২৩ সালের বিগ ব্যাশ লিগে মাইকেল নেসার এ ধরনের একটি ক্যাচ ধরেছিলেন, যেটি সে সময় বৈধ ছিল। কিন্তু নতুন নিয়ম অনুযায়ী, এখন সেই ক্যাচ ছক্কা হিসেবেই বিবেচিত হবে।
সূর্যকুমারের ক্যাচ: নিয়মের ভেতরেইভারতের তারকা ব্যাটসম্যান সূর্যকুমার যাদব টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে বাউন্ডারি লাইনে একটি দুর্দান্ত ক্যাচ নিয়েছিলেন। যদিও তিনি বলটিকে একাধিকবার স্পর্শ করেননি, তবুও নতুন নিয়মের পর এমন ক্যাচগুলোর বৈধতা নিয়ে আরও সতর্ক থাকতে হবে ফিল্ডারদের।
ওয়ানডে ফরম্যাটেও পরিবর্তন: বল ব্যবহারে নতুন নিয়মশুধু ক্যাচিং নয়, আইসিসি ওয়ানডে ক্রিকেটের বল ব্যবহারের নিয়মেও পরিবর্তন এনেছে। এখন থেকে ৫০ ওভারের ইনিংসের প্রথম ৩৪ ওভার পর্যন্ত ব্যবহার করা হবে দুটি নতুন বল। তবে ৩৫তম ওভারের পর ফিল্ডিং দলকে ওই দুটি বলের মধ্যে যেকোনো একটি বেছে নিতে হবে, এবং ইনিংসের বাকি অংশে সেই একটি বলেই খেলা চলবে।
কনকাশন বদলিতেও কড়া নির্দেশনাসব ফরম্যাটে কনকাশন বদলির ক্ষেত্রেও এবার থেকে ম্যাচ শুরুর আগেই নির্দিষ্ট পাঁচটি ভূমিকা অনুযায়ী বদলি খেলোয়াড়ের নাম দিতে হবে। ভূমিকাগুলো হলো:
- ১ জন ব্যাটার
 - ১ জন পেসার
 - ১ জন স্পিনার
 - ১ জন অলরাউন্ডার
 - ১ জন উইকেটকিপার
 
এর ফলে, মাঠে কোনো কনকাশনজনিত সমস্যা হলে ভূমিকা অনুযায়ী দ্রুত বদলি নামানো যাবে এবং বিতর্ক এড়ানো সম্ভব হবে।
এই নিয়মের পেছনে রয়েছে চলতি বছরের জানুয়ারিতে ভারতের শিভম দুবে ও হর্ষিত রানাকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক। দুবে ছিলেন ব্যাটিং অলরাউন্ডার, আর বদলি হিসেবে আসেন মূলত পেসার হর্ষিত রানা। নতুন নিয়ম এমন অমিল ঠেকাতে সাহায্য করবে বলে আশা করছে আইসিসি।
তবে, বদলি খেলোয়াড়ের ক্ষেত্রেও যদি কনকাশন হয়, তাহলে ‘লাইক ফর লাইক’ ভিত্তিতে পাঁচজনের বাইরে থেকেও নতুন খেলোয়াড় নামানোর অনুমতি দিতে পারবেন ম্যাচ রেফারি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
 - ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
 - ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
 - আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
 - ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
 - ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
 - বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
 - ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
 - মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
 - দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, খেলাটি সরাসরি(LIVE) দেখুন
 - ডিভিডেন্ড ঘোষণা করেছে অগ্নী সিস্টেমস
 - ডিভিডেন্ড ঘোষণা করেছে তালিকাভুক্ত২৪ কোম্পানি
 - ডিভিডেন্ড ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ
 - বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
 - পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে