ঢাকা, বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২

বোয়িং ৭৮৭ মডেলের সকল বিমান পরীক্ষার নির্দেশ দিল ভারত

ডুয়া নিউজ- আন্তর্জাতিক
২০২৫ জুন ১৪ ২১:১৬:৩২
বোয়িং ৭৮৭ মডেলের সকল বিমান পরীক্ষার নির্দেশ দিল ভারত

আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিধ্বস্ত হয়ে ২৭০ জন নিহত হওয়ার পর দেশের সব বোয়িং ৭৮৭ বিমান পুনরায় পরিদর্শনের নির্দেশ দিয়েছে ভারতের বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ। দুর্ঘটনার একদিন পর শনিবার (১৪ জুন) ভারতের বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী রাম মোহান নাইডু বিষয়টি নিশ্চিত করেন।

দিল্লিতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, “দুর্ঘটনার সম্ভাব্য সব কারণ খতিয়ে দেখা হচ্ছে। একইসঙ্গে বোয়িং ৭৮৭ মডেলের সব বিমানে নজরদারি বাড়াতে নির্দেশ দেওয়া হয়েছে।”

বোয়িং ৭৮৭ বিমানে অতিরিক্ত রক্ষণাবেক্ষণ পরীক্ষার নির্দেশভারতের নিয়ন্ত্রক সংস্থা ইতোমধ্যে এয়ার ইন্ডিয়াকে তার বহরের সব বোয়িং ৭৮৭-৮ ও ৭৮৭-৯ বিমান পুনরায় পরীক্ষা করতে বলেছে। নিরীক্ষার আওতায় থাকছে— টেক-অফ প্যারামিটার যাচাই, ইলেকট্রনিক ইঞ্জিন কন্ট্রোল সিস্টেম ও জ্বালানি ব্যবস্থার বিশদ মূল্যায়ন।

রাম মোহান নাইডু জানান, ভারতের বহরে মোট ৩৪টি বোয়িং ৭৮৭ রয়েছে, এর মধ্যে ৮টি বিমানের নিরীক্ষা শেষ হয়েছে। বাকি বিমানগুলোর পরীক্ষা-নিরীক্ষাও জরুরি ভিত্তিতে শুরু হয়েছে। তবে সরকারি পর্যবেক্ষকরা এসব পরীক্ষায় সরাসরি অংশ নেবেন কি না, সে বিষয়ে কিছু বলেননি তিনি।

দুর্ঘটনার বিবরণ ও তদন্ত অগ্রগতিবৃহস্পতিবার দুপুরে আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশে রওনা হওয়া বোয়িং ৭৮৭-৮ বিমানটি উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই দুর্ঘটনায় পড়ে। বিমানটি সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিজে মেডিকেল কলেজের একটি হোস্টেলের ওপর আছড়ে পড়ে।

বিমানটিতে থাকা ২৩২ জন যাত্রী ও ১০ জন ক্রু সদস্যের মধ্যে মাত্র একজন জীবিত আছেন। দুর্ঘটনায় নিহত হয়েছেন অন্তত ২৭০ জন। ভারতের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এবং বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া জানিয়েছে, ইঞ্জিন থ্রাস্ট, ফ্ল্যাপ কনফিগারেশন ও উড্ডয়নের সময় ল্যান্ডিং গিয়ারের অস্বাভাবিক অবস্থানসহ বেশ কিছু বিষয় তারা খতিয়ে দেখছে।

বিশ্বের অন্যতম ভয়াবহ বিমান দুর্ঘটনাগত এক দশকে এ দুর্ঘটনাকে অন্যতম মারাত্মক বিমান দুর্ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে। ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, বর্তমানে এয়ার ইন্ডিয়া ৩৩টি বোয়িং ৭৮৭ পরিচালনা করে, আর প্রতিদ্বন্দ্বী এয়ারলাইন ইন্ডিগোর একটি মাত্র ৭৮৭ রয়েছে। যদিও ইন্ডিগো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

পরীক্ষার কারণে বিলম্ব হতে পারে কিছু রুটেএক বিবৃতিতে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুযায়ী তারা ‘এককালীন নিরাপত্তা নিরীক্ষা’ শুরু করেছে। এতে কিছু আন্তর্জাতিক রুটে ফ্লাইট বিলম্ব হতে পারে বলেও জানিয়েছে তারা।

বিজে মেডিকেল কলেজের জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ধবল গামেতি বলেন, “দুর্ঘটনাস্থল থেকে ২৭০টি মরদেহ উদ্ধার করা হয়েছে। মাত্র একজন যাত্রী প্রাণে বেঁচে আছেন।”

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত