ঢাকা, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

ইতিহাস গড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা

২০২৫ জুন ১৪ ১৮:৪৭:০৭

ইতিহাস গড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা

লর্ডসে দক্ষিণ আফ্রিকার ইতিহাস গড়ার দিন। ২০২৫ সালের আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো বৈশ্বিক টেস্ট শিরোপা জিতল প্রোটিয়ারা। বহু প্রতীক্ষিত এই জয়ে শেষ হলো তাদের ‘চোকার’ তকমার দুঃস্বপ্ন।

২৮২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তৃতীয় দিন শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ছিল ২১৩/২। হাতে ছিল ৮ উইকেট এবং সময় দুই দিন। তবে ইতিহাস আর পরিসংখ্যান দেখে অনেকেই নিশ্চিত হতে পারেননি। কারণ নকআউট ম্যাচে দক্ষিণ আফ্রিকার হার ১৪ বার টানা!

চতুর্থ দিন সকালে অধিনায়ক টেম্বা বাভুমা (৬৬) দ্রুতই ফেরেন, এরপর স্টাবসও ফিরে গেলে কিছুটা শঙ্কা তৈরি হয়। কিন্তু এক প্রান্তে দাঁড়িয়ে আগাগোড়া দলকে টেনে নিয়ে যান এইডেন মার্করাম। তার ২০৭ বলে ১৩৭ রানের দুর্দান্ত ইনিংসেই নিশ্চিত হয় দক্ষিণ আফ্রিকার জয়। শেষ পর্যন্ত জয় থেকে মাত্র ৬ রান দূরে থাকতেই আউট হন তিনি, তবে এর আগেই কাজের কাজটি করে ফেলেছেন। ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন তিনিই।

এর আগে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে করে ২১২ রান, জবাবে দক্ষিণ আফ্রিকা অলআউট হয় মাত্র ১৩৮ রানে। দ্বিতীয় ইনিংসে ২০৭ রানে গুটিয়ে যায় অজিরা, ফলে ২৮২ রানের লক্ষ্য দাঁড়ায় প্রোটিয়াদের সামনে, যা ৫ উইকেট হাতে রেখেই পেরিয়ে যায় তারা।

দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ইতিহাসে এটি এক যুগান্তকারী সাফল্য, যেখানে ব্যাট হাতে নেতৃত্ব দিয়েছেন মার্করাম আর সাহসিকতায় ভরপুর পারফরম্যান্স দিয়েছেন গোটা দল।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত