ঢাকা, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১ আশ্বিন ১৪৩২
ফিফা র্যাঙ্কিংয়ে ৫ ধাপ এগিয়েছে বাংলাদেশের

ফিফা প্রকাশিত নারী ফুটবলের সর্বশেষ র্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ উন্নতি করেছে বাংলাদেশ। এর ফলে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান এখন ১২৮তম, যেখানে গত মার্চে তারা ছিল ১৩৩ নম্বরে।
মে মাসে বাংলাদেশ নারী দল জর্ডানে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে অংশ নেয়। সেখানে স্বাগতিক জর্ডান ও ইন্দোনেশিয়ার বিপক্ষে ড্র করে লাল-সবুজের মেয়েরা। জর্ডান ও ইন্দোনেশিয়া যথাক্রমে বাংলাদেশ থেকে ৩৯ ও ৫৯ ধাপ এগিয়ে রয়েছে র্যাঙ্কিংয়ে। এই দুটি ম্যাচে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফলের মাধ্যমে বাংলাদেশের র্যাঙ্কিং পয়েন্ট ১০৯২ থেকে বেড়ে ১০৯৯.৩৬-এ দাঁড়িয়েছে, যার ফলে পাঁচ ধাপ অগ্রগতি হয়েছে তালিকায়।
আগামী ৭ আগস্ট ফিফার পরবর্তী নারী র্যাঙ্কিং প্রকাশিত হবে। এর আগে বাংলাদেশ অংশ নেবে এশিয়ান নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ বাছাই পর্বে, যা অনুষ্ঠিত হবে মিয়ানমারে। সেই আসরে বাংলাদেশ একই গ্রুপে খেলবে স্বাগতিক মিয়ানমার, বাহরাইন ও তুর্কমেনিস্তানের বিপক্ষে।
গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলে বাংলাদেশের জন্য প্রথমবারের মতো এশিয়া কাপ খেলার সুযোগ তৈরি হবে। সেই সঙ্গে র্যাঙ্কিংয়েও ইতিবাচক প্রভাব ফেলবে টুর্নামেন্টের পারফরম্যান্স। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ এবার প্রথমবারের মতো র্যাঙ্কিংয়ে ১১০০ পয়েন্ট ছোঁয়ার কাছাকাছি চলে এসেছে।
এদিকে নারী র্যাঙ্কিংয়ে এখনো শীর্ষস্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। সর্বোচ্চ সাত ধাপ উন্নতি করেছে মিশর এবং সবচেয়ে বেশি অবনমন হয়েছে সংযুক্ত আরব আমিরাতের, যারা পাঁচ ধাপ পিছিয়েছে।
র্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে রয়েছে যুক্তরাষ্ট্র, স্পেন, জার্মানি, ব্রাজিল ও ইংল্যান্ড। এই তালিকায় ব্রাজিল চার ধাপ এগিয়ে চারে উঠেছে, আর ইংল্যান্ড এক ধাপ পিছিয়ে পাঁচে নেমেছে।
এছাড়া জাপান দুই ধাপ পিছিয়ে সপ্তম, কানাডা এক ধাপ পিছিয়ে অষ্টম এবং ফ্রান্স এক ধাপ এগিয়ে দশম স্থানে অবস্থান করছে। শীর্ষ দশে বেশ কিছু পরিবর্তন দেখা গেছে এবারের হালনাগাদে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারের সিদ্ধান্তে ডুবছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বপ্ন?
- ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড কার্যকারিতায় বিএসইসির নতুন উদ্যোগ
- লাভেলোর শেয়ার কারসাজি: তিন বিও অ্যাকাউন্টের লেনদেন স্থগিত
- শেয়ার কারসাজিতে ৫ বিনিয়োগকারীকে ১৩ কোটি টাকা জরিমানা
- শেয়ারবাজারে প্রতারণা ঠেকাতে মাঠে নামছে গোয়েন্দা সংস্থা
- একাদশে ভর্তি: চতুর্থ ধাপে আবেদনের সুযোগ
- শেয়ারবাজারে ধারাবাহিক মুনাফা চান? জেনে নিন ৫ মন্ত্র
- আরএসআই বিশ্লেষণে সর্বোচ্চ সতর্ক সংকেত পাঁচ শেয়ারে
- মালিকানায় পরিবর্তন আসছে ইয়াকিন পলিমারের
- এক শেয়ারের জোরেই সবুজে ফিরল শেয়ারবাজার
- শেয়ার কারসাজিতে শ্যালক–দুলাভাইর দেড় কোটি টাকা জরিমানা
- শেয়ারবাজারে প্রসারিত হচ্ছে টেকসই বিনিয়োগের নতুন দিগন্ত
- ধস কাটিয়ে অবশেষে শেয়ারবাজারে উত্থানের স্রোত
- রেকর্ড ডেটে শেয়ার লেনদেন চালুর পরিকল্পনা ডিএসইর
- উৎপাদন বাড়াতে নতুন যন্ত্রপাতিতে বিনিয়োগ করছে দুই কোম্পানি