ঢাকা, রবিবার, ২২ জুন ২০২৫, ৯ আষাঢ় ১৪৩২
রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘ সম্মেলনে যুক্তরাজ্যের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
.jpg)
রোহিঙ্গা সংকট, পাচার হওয়া সম্পদ ফেরত আনা, বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপট এবং বাংলাদেশের অর্থনৈতিক পুনরুদ্ধার প্রক্রিয়া নিয়ে যুক্তরাজ্যের সঙ্গে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
আজ বুধবার (১১ জুন) লন্ডনের একটি হোটেলে যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জোনাথন পাওয়েলের সঙ্গে বৈঠকে মিলিত হন অধ্যাপক ইউনূস। বৈঠকে এসব গুরুত্বপূর্ণ ইস্যু ছাড়াও বাংলাদেশ-যুক্তরাজ্যের দ্বিপাক্ষিক সহযোগিতা, আঞ্চলিক নিরাপত্তা এবং বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ নিয়ে আলোচনা হয় বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে।
অধ্যাপক ইউনূস রোহিঙ্গা সংকট মোকাবিলায় আসন্ন জাতিসংঘ সম্মেলনে যুক্তরাজ্যের সক্রিয় সমর্থন কামনা করেন এবং দশ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীর মিয়ানমারে নিরাপদ প্রত্যাবাসনে যুক্তরাজ্যের ভূমিকা বাড়ানোর আহ্বান জানান।
তিনি আরও বলেন, "পূর্ববর্তী সরকার প্রধান শেখ হাসিনার ১৬ বছরের শাসনামলে প্রায় ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার অবৈধভাবে বিদেশে পাচার হয়েছে, যা রাষ্ট্রীয় অর্থনীতির ওপর বিরূপ প্রভাব ফেলেছে।"
অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে সহযোগিতার জন্য দেশটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বৈঠকে যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জোনাথন পাওয়েল বাংলাদেশের বর্তমান সংকটময় সময়ে অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন এবং দেশের গণতান্ত্রিক উত্তরণে যুক্তরাজ্যের ধারাবাহিক সমর্থনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
আলোচনায় বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, বিশেষ করে ব্যাংকিং খাতের উন্নয়ন ও বৈশ্বিক বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসার বিষয়টিও গুরুত্বের সঙ্গে উঠে আসে।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) সমন্বয়কারী লামিয়া মোর্শেদ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বদলে গেছে ধারণা, বিস্মিত ইসরায়েল
- শেয়ারবাজারের শর্ত পূরণে ৬০ কোম্পানিকে বিএসইসির আল্টিমেটাম
- ‘বিপর্যয় থেকে বিশ্ব মাত্র কয়েক মিনিট দূরে’
- প্রথম প্রান্তিকে মুনাফা থেকে লোকসানে গেল চার ব্যাংক
- নীলক্ষেত হোস্টেল থেকে ঢাবির সাবেক শিক্ষার্থীর ম’রদেহ উদ্ধার
- ইরানকে হা-ম-লা বন্ধে প্রস্তাব
- সাত কোম্পানির বিনিয়োগকারীদের পুঁজির বড় অংশ উধাও
- ঢাবিতে হটাৎ ছাত্রলীগের বিক্ষোভ, ককটেল বি-স্ফো-র-ণ
- দুর্বল ১৫ আর্থিক প্রতিষ্ঠান বিলুপ্তির চিন্তাভাবনা করছে বাংলাদেশ ব্যাংক
- কারাগারে ফাঁসিতে ঝুললেন সেই অস্ত্রধারী আ’লীগ নেতা
- একাধিক মিসাইল ছুঁড়েছে উত্তর কোরিয়া
- দুই বড় খবরের মধ্যে আজ খুলছে দেশের শেয়ারবাজার
- ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ঢাবিতে ক্লাস ছুটি কতদিন, যা জানা গেল
- মোবাইলে কল এলেই ইন্টারনেট বন্ধ? এক মিনিটেই সমাধান!
- লন্ডন ছাড়ছেন তারেক রহমান