ঢাকা, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২
দেশ ছাড়ার আগে আশার বার্তা দিয়েছেন হামজা চৌধুরী
বাংলাদেশ জাতীয় দলের হয়ে একটি প্রীতি ম্যাচ ও একটি এশিয়ান কাপ বাছাই ম্যাচ খেলার পর ইংল্যান্ডে ফিরে গেছেন লেস্টার সিটির মিডফিল্ডার হামজা চৌধুরী। তবে বিদায়ের আগে তিনি বাংলাদেশ ফুটবল এবং সমর্থকদের প্রতি ভালোবাসা প্রকাশ করে আশার বার্তা দিয়েছেন—সবকিছু এখনই শেষ হয়ে যায়নি, বরং এটি কেবল শুরু।।
সিঙ্গাপুরের বিপক্ষে ২-১ গোলে হারের পর রাতেই ঢাকার জাতীয় স্টেডিয়াম থেকে সরাসরি বিমানবন্দরে যাত্রা করেন হামজা। আজ ভোরে তিনি ইংল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়েন। একই ফ্লাইটে ছিলেন সদ্য অভিষিক্ত তরুণ খেলোয়াড় সামিত সোম, যার গন্তব্য কানাডা।
বিদায়ের আগে নিজের ফেসবুক পেজে ম্যাচের কয়েকটি ছবি পোস্ট করে হামজা চৌধুরী লিখেছেন, "আমরা যেমনটা চেয়েছিলাম তেমনটা হয়নি। কিন্তু দল হিসেবে এবং জাতি হিসেবে আমরা গর্বিত হতে পারি। আমাদের ইতিবাচক থাকতে হবে কারণ আমরা সবে শুরু করছি। ইনশাআল্লাহ আমরা যেখানে যেতে চাই খুব শিগগিরই সেখানে পৌঁছে যাব। আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। অক্টোবরে দেখা হবে।"
সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে হামজা আক্রমণে না গেলেও রক্ষণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। কোচ হ্যাভিয়ের ক্যাবররা তাকে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলিয়েছেন। বাংলাদেশ দলের একমাত্র গোলের সূচনা এসেছিল তার পা থেকেই ভুটানের বিপক্ষে।
এশিয়ান কাপ বাছাইপর্বের গ্রুপ ‘সি’-তে দুই ম্যাচে এক পয়েন্ট নিয়ে বাংলাদেশ তৃতীয় স্থানে রয়েছে। শীর্ষে রয়েছে সিঙ্গাপুর ও হংকং, যারা চার পয়েন্ট সংগ্রহ করেছে। ভারতও এক পয়েন্ট পেয়েছে। তবে গোল ব্যবধানে পিছিয়ে চতুর্থ স্থানে রয়েছে।
এই বাছাইপর্বে বাংলাদেশের পরবর্তী ম্যাচ হবে অক্টোবর মাসে। ৯ অক্টোবর ঢাকায় হংকংয়ের বিরুদ্ধে খেলবে লাল-সবুজ জার্সিধারীরা। এরপর ১৪ অক্টোবর হংকংয়ে ফিরতি লেগ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ ফুটবলে নতুন এক যুগের শুরু হওয়ায় অনেকেই আশাবাদী, আর সেই ভবিষ্যতের প্রতিশ্রুতিশীল কণ্ঠস্বর হচ্ছেন হামজা চৌধুরী। তার বিদায়ী বার্তা তাই শুধু বিদায় নয়, বরং সামনে এগিয়ে যাওয়ার আহ্বান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- শেয়ারবাজারে সূচক হ্রাস, বিনিয়োগকারীদের মনোবল অক্ষুণ্ণ
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
- ইপিএস প্রকাশ করেছে বঙ্গজ
- ইপিএস প্রকাশ করেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল
- ইপিএস প্রকাশ করেছে সিভিও পেট্রোক্যামিকেল
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস
- ‘জেড’ ক্যাটাগরিতে নামল দেশ গার্মেন্টস
- কর্পোরেট পরিচালকের ১৫ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন