ঢাকা, রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ২৬ আশ্বিন ১৪৩২
নতুন করে হাসপাতালগুলোতে শুরু হচ্ছে করোনা পরীক্ষা

দেশে করোনাভাইরাস সংক্রমণের হার আবারও বাড়তে থাকায় সীমিত পরিসরে হাসপাতালগুলোতে করোনা পরীক্ষা চালুর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। প্রাথমিকভাবে যেসব মেডিকেল কলেজ ও জেলা হাসপাতালে আরটি–পিসিআর ল্যাব রয়েছে সেখানে এই পরীক্ষা শুরু হবে।
বুধবার (১১ জুন) বিষয়টি নিশ্চিত করেন স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক হালিমুর রশীদ। তিনি বলেন, “যেসব হাসপাতালে আরটি–পিসিআর ল্যাব রয়েছে সেগুলোকে করোনা পরীক্ষার প্রস্তুতি নিতে বলা হয়েছে।”
তিনি আরও জানান, স্থানীয় কোম্পানিগুলোর কাছ থেকে পরীক্ষার কিট সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি বিদেশ থেকেও কিট আমদানির জন্য সেন্ট্রাল মেডিকেল স্টোরস ডিপো (সিএমএসডি)-কে নির্দেশনা দেওয়া হয়েছে।
সীমিত পরিসরে চালু হবে পরীক্ষা
অধ্যাপক হালিমুর রশীদ বলেন, “আমরা আশা করছি আগামী ১০ দিনের মধ্যে পরীক্ষার কার্যক্রম সীমিত পরিসরে চালু করা যাবে।”
তবে কেবল উপসর্গ থাকা রোগীদের জন্যই এই পরীক্ষা উপলব্ধ থাকবে। উপসর্গ থাকা বলতে বোঝানো হচ্ছে যাদের জ্বর, কাশি, শ্বাসকষ্ট ইত্যাদি কোভিড-১৯ সম্পর্কিত উপসর্গ রয়েছে।
অথবা যাদের চিকিৎসক করোনা পরীক্ষার পরামর্শ দিয়েছেন।
সংক্রমণের হার আরও বাড়লে পরীক্ষার পরিধি বৃদ্ধি করা হবে বলেও জানান তিনি।
হঠাৎ করোনা পরীক্ষার সিদ্ধান্ত কেন?
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১০১টি নমুনা পরীক্ষায় ১৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে যা তুলনামূলকভাবে উচ্চ শনাক্তের হার নির্দেশ করে। এরই পরিপ্রেক্ষিতে ৯ জুন মাস্ক পরা বাধ্যতামূলক করা হয় এবং বিমানবন্দরসহ দেশের সকল প্রবেশপথে হেলথ স্ক্রিনিং চালু রাখার নির্দেশ দেওয়া হয়।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, সংক্রমণের এই ধারা অব্যাহত থাকলে দেশে ফের ভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। আগাম সতর্কতার অংশ হিসেবেই করোনা পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যেসব স্থানে পরীক্ষা হবে
প্রথম ধাপে পরীক্ষার সুযোগ থাকবে:
ঢাকা মেডিকেল কলেজ
মুগদা জেনারেল হাসপাতাল
চট্টগ্রাম মেডিকেল কলেজ
রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও ময়মনসিংহের বিভাগীয় হাসপাতালসমূহ।
শুধুমাত্র যেসব স্থানে আরটি–পিসিআর ল্যাব রয়েছে সেসব হাসপাতালে এই সুবিধা মিলবে।
জনসচেতনতার আহ্বান
স্বাস্থ্য অধিদপ্তর সকলকে মাস্ক পরা, নিয়মিত হাত ধোয়া এবং উপসর্গ দেখা দিলে ঘরে অবস্থান করার আহ্বান জানিয়েছে। অধ্যাপক হালিমুর রশীদ বলেন, “আমরা চাই না পরিস্থিতি আবার নিয়ন্ত্রণের বাইরে চলে যাক। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।”
উল্লেখ্য, ১০ জুন প্রকাশিত নিয়মিত করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় গত ২৪ ঘণ্টায় ১৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। তবে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। আক্রান্তদের সবাই ঢাকা মহানগরের বাসিন্দা। আগের দিন (৯ জুন) ৪১ জনের নমুনা পরীক্ষায় ৫ জনের শরীরে ভাইরাস ধরা পড়ে। একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ২ জন, ফলে দেশে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০,১৯,৩৭৮ জন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আফগানিস্তান, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশে বনাম হংকং, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- আজ বাংলাদেশ বনাম হংকং ফুটবল ম্যাচ: কখন, কোথায় ও কিভাবে লাইভ দেখবেন
- বাংলাদেশে বনাম আফগানিস্তান,খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজারে শৃঙ্খলা ফেরাতে বিএসইসি চেয়ারম্যানের যুগান্তকারী ঘোষণা
- বাংলাদেশ বনাম ইংল্যান্ড, সরাসরি দেখবেন যেভাবে
- ‘জেড’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে ফিরেছে তালিকাভুক্ত কোম্পানি
- বিশ্বের সবচেয়ে দুর্বল শেয়ারবাজারের খেতাব পেল বাংলাদেশ!
- ডুবছে ওষুধের দুই কোম্পানি, বিনিয়োকারীদের কপালে চিন্তার ভাজ
- ঢাবি শিক্ষার্থীদের বৃত্তি দেবে জাপান, আবেদন করবেন যেভাবে
- শেয়ারবাজারের কোম্পানিতে কারসাজির গন্ধ! তদন্তে নেমেছে বিএসইসি
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- উৎপাদন বন্ধ চার কোম্পানির শেয়ার নিয়ে সতর্কতা জারি
- বিনিয়োগকারীদের সুরক্ষায় বিএসইসির বড় পদক্ষেপ, আসছে নতুন নিয়ম
- মশিউর সিকিউরিটিজের গ্রাহকদের জন্য জরুরি নির্দেশনা