ঢাকা, সোমবার, ৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২
বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ ঘিরে সতর্কতা, মাঠে সোয়াট ইউনিট
                                    আসন্ন বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ নিয়ে ফুটবলপ্রেমীদের আগ্রহ এখন চরমে। তবে সেই সঙ্গে বাড়ছে নিরাপত্তা নিয়ে উদ্বেগও। ৪ জুন ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে ঘটে যাওয়া বিশৃঙ্খলার প্রেক্ষিতে এবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নিচ্ছে বাড়তি সতর্কতা।
উক্ত ম্যাচে কিছু দর্শকের গেট ভেঙে স্টেডিয়ামে ঢুকে পড়া এবং তিনজনের মাঠে প্রবেশের ঘটনা বেশ আলোড়ন তোলে। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই এবার বাড়ানো হচ্ছে নিরাপত্তা ব্যবস্থায় কড়াকড়ি।
বাফুফের কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস জানিয়েছেন, নিরাপত্তা জোরদারে বাংলাদেশ পুলিশের বিশেষ বাহিনী সোয়াট ইউনিট মাঠে নামছে। তিনি বলেন, "সোমবার সকাল ১১টায় জাতীয় স্টেডিয়ামে সোয়াট মহড়া দেবে এবং ম্যাচের দিন স্টেডিয়ামের ভেতরে ও বাইরে তারা সর্বক্ষণ দায়িত্বে থাকবে।"
তিনি আরও জানান, স্টেডিয়াম ও গেটগুলোর নিরাপত্তা যাচাই করা হয়েছে এবং ঢাকা মহানগর পুলিশের সঙ্গে নিয়মিত সমন্বয় রাখা হচ্ছে।
চার বছর পর ঢাকায় আন্তর্জাতিক ফুটবল ফেরায় ১০ জুনের ম্যাচটি বাংলাদেশের ফুটবলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগে বসুন্ধরা কিংস অ্যারেনায় নিরাপত্তা ঘাটতির কারণে জরিমানা গুনতে হয়েছিল তাই এবার জাতীয় স্টেডিয়ামে কোনো ঝুঁকি নিতে চাইছে না ফেডারেশন।
এদিকে অনেক সমর্থক স্টেডিয়ামে গিয়ে খেলা দেখার সুযোগ না পেলেও তাদের জন্য রয়েছে বড় পর্দায় খেলা দেখার আয়োজন। প্রিমিয়ার লিগ ক্লাব ফর্টিজ এফসি চট্টগ্রামে বড় পর্দায় খেলা দেখানোর উদ্যোগ নিয়েছে। অন্যান্য বিভাগীয় শহরেও এমন উদ্যোগের পরিকল্পনা চলছে।
বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ শুধু একটি বাছাইপর্ব নয় এটি দেশের ফুটবলের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্তও। মাঠের খেলার পাশাপাশি এবার নিরাপত্তা ব্যবস্থায়ও থাকছে বাড়তি নজরদারি যেন ১০ জুন একটি সুশৃঙ্খল ও উৎসবমুখর দিন হয়ে ওঠে বাংলাদেশের ফুটবলের জন্য।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
 - ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
 - ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
 - আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
 - ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
 - ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
 - বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
 - ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
 - মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
 - দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, খেলাটি সরাসরি(LIVE) দেখুন
 - ডিভিডেন্ড ঘোষণা করেছে অগ্নী সিস্টেমস
 - ডিভিডেন্ড ঘোষণা করেছে তালিকাভুক্ত২৪ কোম্পানি
 - ডিভিডেন্ড ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ
 - বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
 - পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে