ঢাকা, বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২
লন্ডনে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চাইলেন টিউলিপ সিদ্দিক
যুক্তরাজ্যের সাবেক নগরমন্ত্রী এবং ক্ষমতাচ্যুতপ্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগিনী টিউলিপ সিদ্দিক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করার জন্য অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন।
ড. মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আওয়ামী লীগের 'সর্বাত্মক যুদ্ধ' চলাকালীন টিউলিপের এই সাক্ষাৎ প্রার্থনা রাজনৈতিক মহলে রহস্যের সৃষ্টি করেছে।
উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের দুর্নীতির অভিযোগ উত্থাপনের কারণেই টিউলিপ মন্ত্রীসভা থেকে পদত্যাগ করেছেন। আগামীকাল সোমবার (০৯ জুন) ড. ইউনূস যুক্তরাজ্য সফরে যাচ্ছেন।
ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান জানিয়েছে, নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূসকে লেখা এক চিঠিতে টিউলিপ সিদ্দিক লন্ডনে তাঁর সফরের সময় আলোচনা করার সুযোগ চেয়েছেন। লন্ডনে ড. ইউনূস রাজা চার্লসের সঙ্গে দেখা করবেন এবং ডাউনিং স্ট্রিটে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সাথে বৈঠকে মিলিত হবেন।
টিউলিপ চিঠিতে লিখেছেন, তিনি আশা করেন তাদের মধ্যে একটি বৈঠক ঢাকায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) সৃষ্ট 'ভুল বোঝাবুঝি দূর করতে সাহায্য করবে।' তিনি তার খালা শেখ হাসিনার সঙ্গে তাকে জড়িয়ে কিছু প্রশ্নের উত্তর দিতে চান বলেও চিঠিতে উল্লেখ করেছেন।
চিঠিতে টিউলিপ সিদ্দিক আরও লিখেছেন, "আমি একজন ব্রিটিশ নাগরিক, লন্ডনে জন্মগ্রহণ করেছি এবং গত এক দশক ধরে পার্লামেন্টে হ্যাম্পস্টেড এবং হাইগেটের জনগণের প্রতিনিধিত্ব করছি।"
বাংলাদেশে অবৈধভাবে ফ্ল্যাটসহ নানা সম্পদ অর্জনের অভিযোগ অস্বীকার করেছেন টিউলিপ সিদ্দিক। ড. ইউনূসের কাছে চিঠিতে টিউলিপ দাবি করেছেন, "বাংলাদেশে আমার কোনো সম্পত্তি বা কোনো ব্যবসায়িক স্বার্থ নেই। দেশটি আমার কাছেও প্রিয় কিন্তু এটি সেই দেশ নয় যেখানে আমি জন্মগ্রহণ করেছি, বাস করেছি বা আমার ক্যারিয়ার গড়ে তুলেছি।"
তিনি আরও অভিযোগ করেন, "আমি দুদকের কাছে এটি স্পষ্ট করার চেষ্টা করেছি কিন্তু তারা লন্ডনে আমার আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করতে অস্বীকৃতি জানিয়েছে এবং স্পষ্টতই ঢাকার একটি এলোমেলো ঠিকানায় চিঠিপত্র পাঠাচ্ছে।"
টিউলিপ সিদ্দিক আরও বলেন, "এই ফ্যান্টাসি তদন্তের প্রতিটি পদক্ষেপ গণমাধ্যমকে জানানো হয়েছে, তবুও আমার আইনি দলের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ভারত: খেলাটি কবে, কোথায়, কখন-জানুন সময়সূচি
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঝড়ো শুরু, সরাসরি দেখুন এখানে(LIVE)
- দুই বছর ডিভিডেন্ড না দেওয়ায় ‘জেড’ ক্যাটাগরিতে অবনমন
- ‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি
- শিক্ষাবৃত্তি: প্রতি মাসে পাবে ৩ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা
- পাঁচ ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণা নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা
- পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা কী পাবেন? জানালেন গভর্নর
- সাপোর্টের রেকর্ড মুনাফা, ১৫ বছরে সর্বোচ্চ ডিভিডেন্ড
- বিএসইসির সাবেক চেয়ারম্যান খায়রুল হোসেনের বিরুদ্ধে দুদকের তদন্ত শুরু