ঢাকা, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২
নির্বাচন এপ্রিলেই কেন—ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল

জাতীয় নির্বাচন আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। কেন এপ্রিল মাস নির্বাচন আয়োজনের জন্য নির্ধারণ করা হয়েছে সেই ব্যাখ্যা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
৬ জুন শুক্রবার রাতে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, “নানান দিক বিবেচনা করেই এপ্রিলের প্রথম ভাগকে নির্বাচন আয়োজনের সময় হিসেবে নির্ধারণ করা হয়েছে। বিচার ও সংস্কারের কার্যক্রম একটি গ্রহণযোগ্য পর্যায়ে নিতে হবে। পাশাপাশি প্রবাসীদের প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগের সুযোগ, তরুণ ভোটারদের অন্তর্ভুক্তি এবং নির্বাচনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতির বিষয়গুলোও গুরুত্বের সঙ্গে বিবেচনায় রাখা হয়েছে।”
তিনি আরও বলেন, “ঈদের পর দ্রুততম সময়ে নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনেকে প্রশ্ন করতে পারেন ফেব্রুয়ারিতে অর্থাৎ রোজার আগেই কি নির্বাচন করা যেত না? সম্ভবত যেত। তবে এপ্রিলকে নির্বাচনকাল হিসেবে বেছে নেওয়ার পেছনে লক্ষ্য ছিল এটি যেন সম্ভবপর সবচেয়ে সুষ্ঠু নির্বাচন হয় এবং যত বেশি সম্ভব ভোটার এতে অংশগ্রহণ করতে পারেন।”
স্ট্যাটাসের শেষাংশে তিনি সবার প্রতি অনুরোধ জানিয়ে লেখেন, “এখন আমাদের একযোগে শুধু নির্বাচনের দিকেই নয় বরং জাতীয় ঐক্যের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার কাজগুলোতেও মনোযোগ দেওয়া উচিত।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সাবেক কর্মীদের ১৮২৩ কোটি টাকা আটকে রেখেছে ম্যারিকো
- শেয়ার কারসাজিতে ৫ বিনিয়োগকারীকে ১৩ কোটি টাকা জরিমানা
- এক হাজার কোটি টাকার মামলায় শিবলী রুবাইয়াত গ্রেপ্তার
- তালিকাচ্যুতির ঝুঁকিতে অলিম্পিক এক্সেসরিজ
- রবির মাধ্যমে দেশে আসছে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট
- শেয়ার কারসাজিতে ১২ জনকে সাড়ে ৩ কোটি টাকা জরিমানা
- সরকারের সিদ্ধান্তে ডুবছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বপ্ন?
- সর্বোচ্চ চাহিদায় নাগালের বাইরে ১৪ প্রতিষ্ঠান
- তিন কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- কৃত্রিম চাপে শেয়ারবাজারে অস্থিরতা, সহসা পুনরুদ্ধারের সম্ভাবনা
- আরএসআই বিশ্লেষণে সর্বোচ্চ সতর্ক সংকেত পাঁচ শেয়ারে
- এক কোম্পারি অস্থিরতায় শেয়ারবাজারে তোলপাড়
- মুনাফা বাড়াতে নতুন পরিকল্পনা: ঘুরে দাঁড়াচ্ছে হাক্কানী পাল্প
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং
- পাঁচ কোম্পানির কারণে থমকে গেল শেয়ারবাজারের উত্থান