ঢাকা, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২
শেয়ার কারসাজিতে ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ২.৫২ কোটি টাকা জরিমানা

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) মে মাসে সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে ৯ জন ব্যক্তি এবং ৫টি প্রতিষ্ঠানকে মোট ২ কোটি ৫২ লক্ষ টাকা জরিমানা করেছে। এর মধ্যে প্রায় ২ কোটি ৪৬ লক্ষ টাকা আট বিনিয়োগকারী এবং চার প্রতিষ্ঠানের ওপর আরোপ করা হয়েছে, যারা ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারের মূল্য কারসাজিতে জড়িত ছিল।
অভিযুক্তদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- ক্রিকেটার সাকিব আল হাসান এবং আলোচিত সরকারি কর্মকর্তা মো. আবুল খায়ের-হিরো। যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে, তারা হলেন- কানিজ আফরোজ ৫৯ লক্ষ টাকা, মো. আবুল খায়ের হিরো ৩৭ লক্ষ টাকা, কাজী সাদিয়া হাসান ১৩ লক্ষ টাকা, আবুল কালাম মাতবর ৩ লক্ষ টাকা, সাকিব আল হাসান ৩ লক্ষ টাকা, হুমায়ুন কবির ৩ লক্ষ টাকা, মো. জাহেদ কামাল ২ লক্ষ টাকা ও মো. আশফাকুজ্জামান ১ লক্ষ টাকা।
প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে-ইশাল কমিউনিকেশন লিমিটেড ৮৫ লক্ষ টাকা, মোনার্ক এক্সপ্রেস ২২ লক্ষ টাকা,মোনার্ক মার্ট ১৫ লক্ষ টাকা ও লাভা ইলেক্ট্রোডেস ইন্ডাস্ট্রিজ ৩ লক্ষ টাকা।
এছাড়াও, আল-আমিন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, সোনালী পেপার বোর্ড মিলস এবং এনআরবিসি ব্যাংক পিএলসি-কে এই কারসাজির সঙ্গে জড়িত থাকার জন্য সতর্ক করা হয়েছে।
কমিশনের তদন্তে দেখা গেছে, কারসাজিকারীরা তাদের নেটওয়ার্কের মধ্যে কৃত্রিমভাবে সমন্বিত ট্রেড পরিচালনার জন্য একাধিক ব্রোকারেজ হাউস এবং বেনিফিসিয়ারি ওনার (বিও) অ্যাকাউন্ট ব্যবহার করেছে। এর ফলে সাধারণ বিনিয়োগকারীরা ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শেয়ারের উচ্চ চাহিদা সম্পর্কে ভুল ধারণা পেয়েছিলেন, যদিও সে সময়ে সার্বিকভাবে বাজার নিম্নমুখী ছিল।
ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শেয়ারের মূল্য ২০২৩ সালের ১৬ জুলাই ৪৩ টাকা থেকে ২০২৩ সালের ২১ সেপ্টেম্বর ১৩২ টাকা ৫০ পয়সায় অস্বাভাবিকভাবে ১৯৪ শতাংশ বৃদ্ধি পায়, যার পেছনে কোনো উল্লেখযোগ্য তথ্য প্রকাশ বা ব্যবসায়িক অগ্রগতি ছিল না। বিএসইসি বলেছে, এই ধরনের কারসাজি বিনিয়োগকারীদের আস্থা নষ্ট করে এবং সিকিউরিটিজ আইন লঙ্ঘন করে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারের ১১ কোম্পানিতে
- কোম্পানি পুরোদমে উৎপাদনে, তারপরও শঙ্কায় বিনিয়োগকারীরা!
- বিও অ্যাকাউন্টের ফি নিয়ে বিনিয়োগকারীদের সুখবর দিল বিএসইসি
- পাকিস্তান বনাম সংযুক্ত আরব আমিরাত সাম্প্রতিক ম্যাচের পরিসংখ্যান
- মার্জারের সাফল্যে উজ্জ্বল ফার কেমিক্যাল
- এক বছরের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় ৫ কোম্পানি
- শেয়ারবাজারে তালিকাভুক্তির পর প্রথম ‘নো ডিভিডেন্ড’
- শেয়ারবাজারে মিডল্যান্ড ব্যাংকের নতুন যাত্রা
- তদন্তের খবরে থামছে দুই কোম্পানির ঘোড়দৌড়
- আট কোম্পানির শেয়ার নিয়ে কাড়াকাড়ি
- নতুন উচ্চতায় অগ্রসর হচ্ছে দেশের শেয়ারবাজার
- সর্বনিম্ন দামে আটকে গেল ৭ কোম্পানির শেয়ার
- ডেনিম উৎপাদন বাড়াতে এভিন্স টেক্সটাইলসের বড় পরিকল্পনা
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- পাকিস্তান-শ্রীলঙ্কার পথে এগোচ্ছে বাংলাদেশের শেয়ারবাজার