ঢাকা, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২
সূচকে ৪ মাসের রেকর্ড, লেনদেনে ১১ মাসের সর্বোচ্চ

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক আজ ৪ মাসের মধ্যে সর্বোচ্চ এবং লেনদেনে ১১ মাসের সর্বোচ্চ অবস্থানে দাঁড়িয়েছে। ঊর্ধ্বমুখীর ধারাবাহিক এমন প্রবণতা দেশের শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আস্থার ইঙ্গিত বহন করে। দীর্ঘদিন পর বাজারে এমন চাঙ্গাভাব বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে উৎসাহ জাগিয়েছে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, মূলত স্থিতিশীল অর্থনৈতিক নির্দেশক, নীতিনির্ধারকদের কিছু ইতিবাচক পদক্ষেপ এবং প্রাতিষ্ঠানিক ও বড় বিনিয়োগকারীদের সক্রিয় অংশগ্রহণের ফলে বাজারে এমন গতি ফিরে এসেছে। লেনদেন ও সূচকের এই উর্ধ্বমুখী প্রবণতা যদি ধরে রাখা যায়, তাহলে বাজারে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা ও আস্থার পরিবেশ তৈরি হওয়া সম্ভব বলে তাঁরা বিশ্বাস পোষণ করেন।
আজ (২১ জুলাই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসেও উত্থানের ধারা অব্যাহত রয়েছে শেয়ারবাজারে। এদিন গত ৪ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক। একই সঙ্গে লেনদেনও গত ১১ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে উঠে এসেছে। বাজার পর্যবেক্ষণে দেখা যায়, সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে (২১ জুলাই) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। এরপর সূচক টানা বাড়তে থাকে এবং এক পর্যায়ে ৭৮ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫২৭২ পয়েন্টে। কিন্তু সূচক ধীর গতিতে নিম্নমুখী হতে থাকে। সে পর্যন্ত সূচকে সাড়ে ২৫ পয়েন্ট যোগ করতে সক্ষম হয়। দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে। আজ সূচক ও লেনদেন বাড়লেও বেশিরভাগ প্রতিষ্ঠানের দর কমেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৫.৫৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২১৯.৬২পয়েন্টে. যা গত চার মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত ১৬ মার্চ ডিএসইর সর্বোচ্চ সূচক ছিল ৫ হাজার ২২১.৯৪ পয়েন্টে। আজ অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৯.৬১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৪৬.৭৭ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ১৮.০৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৯৬.৭৮ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১১৭টির দর বেড়েছে, ২২৪টির দর কমেছে এবং ৫৫টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে আজ মোট ৮৬০ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গত ১১ মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে ২০২৪ সালের ২ সেপ্টেম্বর ১ হাজার ৬৫ কোটি ৫৪ লাখ টাকার লেনদেন হয়েছিল। আগের দিন ২০ জুলাই লেনদেন হয়েছিল ৭৭৫ কোটি ৯০ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ৮৪ কোটি ৭৯ লাখ টাকা।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) আজ ১১ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১০ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ২৫৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১০৫টির, কমেছে ১২১টির এবং পরিবর্তন হয়নি ৩৩টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৯৬.৯২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৭৩.৩৯ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ১৪৬.৯০ পয়েন্ট বেড়েছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারের ১১ কোম্পানিতে
- কোম্পানি পুরোদমে উৎপাদনে, তারপরও শঙ্কায় বিনিয়োগকারীরা!
- পাকিস্তান বনাম সংযুক্ত আরব আমিরাত সাম্প্রতিক ম্যাচের পরিসংখ্যান
- বিও অ্যাকাউন্টের ফি নিয়ে বিনিয়োগকারীদের সুখবর দিল বিএসইসি
- মার্জারের সাফল্যে উজ্জ্বল ফার কেমিক্যাল
- এক বছরের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় ৫ কোম্পানি
- শেয়ারবাজারে তালিকাভুক্তির পর প্রথম ‘নো ডিভিডেন্ড’
- শেয়ারবাজারে মিডল্যান্ড ব্যাংকের নতুন যাত্রা
- তদন্তের খবরে থামছে দুই কোম্পানির ঘোড়দৌড়
- আট কোম্পানির শেয়ার নিয়ে কাড়াকাড়ি
- নতুন উচ্চতায় অগ্রসর হচ্ছে দেশের শেয়ারবাজার
- সর্বনিম্ন দামে আটকে গেল ৭ কোম্পানির শেয়ার
- ডেনিম উৎপাদন বাড়াতে এভিন্স টেক্সটাইলসের বড় পরিকল্পনা
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- পাকিস্তান-শ্রীলঙ্কার পথে এগোচ্ছে বাংলাদেশের শেয়ারবাজার