ঢাকা, সোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

সূচকে ৪ মাসের রেকর্ড, লেনদেনে ১১ মাসের সর্বোচ্চ

ডুয়া নিউজ- শেয়ারবাজার
২০২৫ জুলাই ২১ ১৫:১৮:০১
সূচকে ৪ মাসের রেকর্ড, লেনদেনে ১১ মাসের সর্বোচ্চ

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক আজ ৪ মাসের মধ্যে সর্বোচ্চ এবং লেনদেনে ১১ মাসের সর্বোচ্চ অবস্থানে দাঁড়িয়েছে। ঊর্ধ্বমুখীর ধারাবাহিক এমন প্রবণতা দেশের শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আস্থার ইঙ্গিত বহন করে। দীর্ঘদিন পর বাজারে এমন চাঙ্গাভাব বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে উৎসাহ জাগিয়েছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, মূলত স্থিতিশীল অর্থনৈতিক নির্দেশক, নীতিনির্ধারকদের কিছু ইতিবাচক পদক্ষেপ এবং প্রাতিষ্ঠানিক ও বড় বিনিয়োগকারীদের সক্রিয় অংশগ্রহণের ফলে বাজারে এমন গতি ফিরে এসেছে। লেনদেন ও সূচকের এই উর্ধ্বমুখী প্রবণতা যদি ধরে রাখা যায়, তাহলে বাজারে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা ও আস্থার পরিবেশ তৈরি হওয়া সম্ভব বলে তাঁরা বিশ্বাস পোষণ করেন।

আজ (২১ জুলাই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসেও উত্থানের ধারা অব্যাহত রয়েছে শেয়ারবাজারে। এদিন গত ৪ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক। একই সঙ্গে লেনদেনও গত ১১ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে উঠে এসেছে। বাজার পর্যবেক্ষণে দেখা যায়, সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে (২১ জুলাই) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। এরপর সূচক টানা বাড়তে থাকে এবং এক পর্যায়ে ৭৮ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫২৭২ পয়েন্টে। কিন্তু সূচক ধীর গতিতে নিম্নমুখী হতে থাকে। সে পর্যন্ত সূচকে সাড়ে ২৫ পয়েন্ট যোগ করতে সক্ষম হয়। দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে। আজ সূচক ও লেনদেন বাড়লেও বেশিরভাগ প্রতিষ্ঠানের দর কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৫.৫৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২১৯.৬২পয়েন্টে. যা গত চার মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত ১৬ মার্চ ডিএসইর সর্বোচ্চ সূচক ছিল ৫ হাজার ২২১.৯৪ পয়েন্টে। আজ অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৯.৬১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৪৬.৭৭ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ১৮.০৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৯৬.৭৮ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট ৩৯৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১১৭টির দর বেড়েছে, ২২৪টির দর কমেছে এবং ৫৫টির দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ মোট ৮৬০ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গত ১১ মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে ২০২৪ সালের ২ সেপ্টেম্বর ১ হাজার ৬৫ কোটি ৫৪ লাখ টাকার লেনদেন হয়েছিল। আগের দিন ২০ জুলাই লেনদেন হয়েছিল ৭৭৫ কোটি ৯০ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ৮৪ কোটি ৭৯ লাখ টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) আজ ১১ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১০ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

আজ সিএসইতে লেনদেন হওয়া ২৫৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১০৫টির, কমেছে ১২১টির এবং পরিবর্তন হয়নি ৩৩টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৯৬.৯২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৭৩.৩৯ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ১৪৬.৯০ পয়েন্ট বেড়েছিল।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত