ঢাকা, সোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

শেয়ারবাজারে বদলে যাচ্ছে দুই মিউচুয়াল ফান্ডের ধরণ

ডুয়া নিউজ- শেয়ারবাজার
২০২৫ জুলাই ২১ ০৬:১০:৪১
শেয়ারবাজারে বদলে যাচ্ছে দুই মিউচুয়াল ফান্ডের ধরণ

শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই মিউচুয়াল ফান্ড- ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড-ওয়ান এবং এসইএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ড-কে মেয়াদি থেকে বেমেয়াদি ফান্ডে রূপান্তরিত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আগামী ২৩ ডিসেম্বর এই ফান্ড দুটির মেয়াদ শেষ হওয়ার জন্য নির্ধারিত রয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

আইন অনুযায়ী, মেয়াদি ফান্ডগুলোর মেয়াদ শেষ হলে সেগুলোকে হয় অবসায়ন করতে হয় অথবা বেমেয়াদি ফান্ডে রূপান্তর করতে হয়। এই নিয়ম মেনেই ফান্ড দুটিকে বেমেয়াদিতে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।

ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড-ওয়ান এর সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড গত ১৫ জুলাই ফান্ডটির ট্রাস্টি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (বিজিআইসি) কে রূপান্তর প্রক্রিয়া শুরু করার জন্য চিঠি দেয়। এর আগে ১০ জুলাই অনুষ্ঠিত এক সভায় ট্রাস্টি পর্ষদ ফান্ডটি রূপান্তরের প্রস্তাবে সম্মতি দেয়।

ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট জানিয়েছে, অ্যাসেট ম্যানেজার হিসেবে তারা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী রূপান্তর প্রক্রিয়ার সমস্ত খরচ বহন করবে। পরে ১৬ জুলাই ট্রাস্টি বোর্ড বিষয়টি পর্যালোচনা করে ফান্ড রূপান্তরের প্রস্তাব অনুমোদন করে। এখন ইউনিটহোল্ডারদের অনুমোদন নিতে ফান্ডটির ট্রাস্টি একটি সভা আহ্বান করবে।

একইভাবে এসইএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ড এর সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান স্ট্র্যাটেজিক ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেড তাদের ট্রাস্টি বিজিআইসি কে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের অনুরোধ জানিয়েছে। গত ৩ জুলাই স্ট্র্যাটেজিক ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেড সিদ্ধান্ত নেয় যে তারা বিএসইসির নির্দেশ অনুসারে রূপান্তর প্রক্রিয়ার সমস্ত খরচ বহন করবে। এরপর ১৬ জুলাই ট্রাস্টি বোর্ড বিষয়টি পর্যালোচনা করে ফান্ড রূপান্তরের প্রস্তাব অনুমোদন করে। এই ফান্ডের ইউনিটহোল্ডারদের অনুমোদন নিতেও ট্রাস্টি একটি সভা আহ্বান করবে।

বিএসইসি সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটির ৮ জুলাই ২০১৫ তারিখের নির্দেশনা অনুযায়ী, কোনো মিউচুয়াল ফান্ড মেয়াদি থেকে বেমেয়াদি ফান্ডে রূপান্তরিত হলে তার মৌলিক বৈশিষ্ট্য পরিবর্তিত হয়। এই নির্দেশনা অনুসারে, আলোচিত দুটি ফান্ডের লেনদেন আগামী ২২ অক্টোবর বন্ধ থাকবে। এর পরের দিন অর্থাৎ ২৩ অক্টোবর থেকে ফান্ডটির দায়িত্ব ট্রাস্টি গ্রহণ করবে।

তবে যদি ইউনিটহোল্ডাররা মেয়াদি থেকে বেমেয়াদি ফান্ডে রূপান্তরের প্রস্তাব অনুমোদন না করেন, তাহলে পরবর্তী কার্যদিবস থেকে ফান্ডটির লেনদেন আগের মতোই পুনরায় শুরু হবে এবং ফান্ডটির ট্রাস্টি সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের কাছে দায়িত্ব হস্তান্তর করবে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত