ঢাকা, সোমবার, ৪ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

সরকার আন্তরিক, বিএসইসি প্রস্তুত—শেয়ারবাজারে ঘুরে দাঁড়ানোর বার্তা

ডুয়া নিউজ- শেয়ারবাজার
২০২৫ জুন ০৩ ১৯:৪৪:১০
সরকার আন্তরিক, বিএসইসি প্রস্তুত—শেয়ারবাজারে ঘুরে দাঁড়ানোর বার্তা

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ জানিয়েছেন, আগামী ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট প্রশংসনীয় এবং সরকার শেয়ারবাজার উন্নয়নের বিষয়ে অত্যন্ত ইতিবাচক ও আন্তরিক।

আজ মঙ্গলবার (৩ জুন) বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অর্থনীতি পুনরুদ্ধার ও বাজেট অনুমোদন

বিএসইসি চেয়ারম্যান তার বক্তব্যে বলেন, জুলাই অভ্যুত্থান পেরিয়ে প্রায় ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের পথে রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। জাতির ক্রান্তিলগ্নে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ সফলতার সাথে গত ২ জুন আগামী ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট এবং ২০২৫-২৬ অর্থবছরের অর্থ বিল অনুমোদন করেছে যা প্রশংসনীয়।

বাজেটে শেয়ারবাজারের জন্য ইতিবাচক দিকনির্দেশনা

তিনি আরও বলেন, ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শেয়ারবাজারের জন্য কিছু ইতিবাচক দিক রয়েছে। অর্থ উপদেষ্টার বাজেট বক্তৃতায় শেয়ারবাজার সংশ্লিষ্ট বিষয়ে প্রধান উপদেষ্টার পাঁচটি দিকনির্দেশনার বিষয়ও গুরুত্ব সহকারে অন্তর্ভুক্ত হয়েছে। প্রধান উপদেষ্টার এই নির্দেশনার মধ্যে নিম্নলিখিত বিষয়গুলো উল্লেখযোগ্য:

* শেয়ারবাজারে বহুজাতিক কোম্পানির সরাসরি তালিকাভুক্তি।* নেতৃত্বস্থানীয় দেশীয় ভালো মৌলভিত্তিসম্পন্ন কোম্পানির তালিকাভুক্তি।* শেয়ারবাজারের প্রয়োজনীয় সংস্কারের জন্য বিদেশি পরামর্শক নিয়োগ।* শেয়ারবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যক্তির শৃঙ্খলা ভঙ্গ ও অনিয়মের ব্যাপারে শক্ত পদক্ষেপ গ্রহণ।* শেয়ারবাজারকে আগামীর অর্থনীতির কেন্দ্রবিন্দু হিসেবে ভূমিকা পালনে সরকারের নীতি সহায়তা প্রদান।কর হার হ্রাস ও প্রণোদনা

রাশেদ মাকসুদ জানান, সরকার শেয়ারবাজারের গুরুত্ব বিবেচনায় নিয়ে এর উন্নয়নের জন্য বেশ কিছু কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে:

করপোরেট করহারের ব্যবধান বৃদ্ধি

শেয়ারবাজারে তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির মধ্যকার করপোরেট করহারের ব্যবধান ৫% থেকে ৭.৫%-এ বৃদ্ধি করা হয়েছে, যার ফলে তালিকাভুক্ত কোম্পানি করপোরেট করহারে ছাড় পাবেন। এটি দেশি-বিদেশি লাভজনক ও ভালো মৌলভিত্তিসম্পন্ন কোম্পানিগুলোকে শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে উৎসাহিত করবে।

ব্রোকারেজ হাউসের লেনদেন কর হ্রাস: শেয়ারবাজারে কর্মরত ব্রোকারেজ হাউসের লেনদেনের উপর ধার্য কর ০.০৫% থেকে ০.০৩%-এ হ্রাস করা হয়েছে। বর্তমানে শেয়ারবাজারের তারল্য সংকট এবং লেনদেনের স্বল্প ভলিউম পরিলক্ষিত হচ্ছেএই কর ছাড়ের ফলে আগামীতে শেয়ারবাজারের লেনদেন বৃদ্ধি পাবে এবং বিনিয়োগ উৎসাহিত হবে বলে আশা করা যায়।

মার্চেন্ট ব্যাংকের করপোরেট করহার হ্রাস

শেয়ারবাজারে কর্মরত মার্চেন্ট ব্যাংকের করপোরেট করহার ১০ শতাংশ হ্রাস করে ৩৭.৫% থেকে ২৭.৫% করা হয়েছে। এর ফলে মার্চেন্ট ব্যাংকগুলো শেয়ারবাজার উন্নয়নে কাজ করতে উৎসাহ পাবে এবং ভালো শেয়ারের সরবরাহ বাড়াতে তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে।

মূলধনী মুনাফার (ক্যাপিটাল গেইন ট্যাক্স) উপর কর কমানো

সরকারের উদ্যোগের ফলে গত বছরের ৪ নভেম্বর জাতীয় রাজস্ব বোর্ডের প্রজ্ঞাপনের মাধ্যমে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার বিক্রি থেকে অর্জিত মূলধনী মুনাফার উপর সর্বোচ্চ করহার ৩০ শতাংশ থেকে ১৫ শতাংশে কমানো হয়েছিল।

উপরোক্ত পদক্ষেপসমূহ থেকে স্পষ্ট হয়, সরকার শেয়ারবাজার উন্নয়নের বিষয়ে অত্যন্ত ইতিবাচক ও আন্তরিক।

বিনিয়োগকারীদের সুরক্ষায় বিএসইসি'র পদক্ষেপ

বিএসইসি চেয়ারম্যান আরও জানান, বিনিয়োগকারীদের কল্যাণ ও সুরক্ষার্থে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি ইতোমধ্যে নিম্নলিখিত নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে:

* বিনিয়োগকারীদের বিও অ্যাকাউন্টের উপর ধার্যকৃত বার্ষিক মেইনটেন্যান্স ফি ৪৫০ টাকা থেকে প্রায় ৭০% হ্রাস করে ১৫০ টাকা করা হয়েছে।

* সমন্বিত গ্রাহক হিসাব থেকে অর্জিত সুদের ২৫% ইনভেস্টর প্রটেকশন ফান্ডে জমা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীরা সরাসরি উপকৃত হবেন।

সর্বোপরি, বিএসইসি চেয়ারম্যান বিনিয়োগকারী ও বাজার সংশ্লিষ্টদের দীর্ঘদিনের দাবি বিবেচনায় এক লক্ষ টাকা পর্যন্ত অর্জিত ডিভিডেন্ডের উপর ট্যাক্স মওকুফ করা এবং এক লক্ষ টাকার ঊর্ধ্বে অর্জিত ডিভিডেন্ডের উপর ১৫ শতাংশ ট্যাক্স নির্ধারণ করে উহাকে চূড়ান্ত কর হিসেবে গণ্য করার বিষয়টি বাজেটে পুনর্বিবেচনার জন্য সরকারের প্রতি সনির্বন্ধ অনুরোধ জানিয়েছেন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত