ঢাকা, সোমবার, ২৩ জুন ২০২৫, ১০ আষাঢ় ১৪৩২
শেয়ারবাজার উত্থানের চালিকাশক্তি ৮ কোম্পানি

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (০২ জুন) ইতিবাচক ধারায় শেয়ারবাজারের লেনদেন শেষ হয়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মোট ৩৯৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিলেও সূচকের ২১ পয়েন্টের বেশি উত্থানের পেছনে মূল চালিকাশক্তি ছিল ৮টি কোম্পানির শেয়ার। এই ৮টি কোম্পানি সম্মিলিতভাবে ডিএসইর প্রধান সূচকে ১৮ পয়েন্টের বেশি যোগ করেছে, যা বাজারের ইতিবাচক প্রবণতাকে আরও সুসংহত করেছে।
সূচকের উত্থানে যে ৮টি কোম্পানি সবচেয়ে বেশি অবদান রেখেছে, সেগুলো হলো- ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ইসলামী ব্যাংক, আইসিবি, ন্যাশনাল ব্যাংক, ওয়ালটন হাইটেক, বেক্সিমকো ফার্মা, সাউথইস্ট ব্যাংক ও তিতাস গ্যাস।
বিশেষভাবে উল্লেখ্য, আলোচ্য ৮টি কোম্পানির মধ্যে ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ইসলামী ব্যাংক এবং আইসিবি—এই চারটি কোম্পানি একাই সূচকে ১০ পয়েন্টের বেশি যোগ করেছে। এটি বাজারের ব্যাংক ও আর্থিক খাতে কয়েকদিন যাবত টানা পতনের পর খাতটির প্রতি বিনিয়োগকারীদের আস্থাকে তুলে ধরেছে এবং খাতটির শক্তিশালী পারফরম্যান্সের ইঙ্গিত দেয়।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিন ধরে অস্থিরতার মধ্য দিয়ে যাওয়া বাংলাদেশের শেয়ারবাজারে এমন একটি ইতিবাচক প্রবণতা নিঃসন্দেহে আশাব্যঞ্জক। যখন অল্প কিছু নির্বাচিত কোম্পানি বাজারের প্রধান সূচককে টেনে নিয়ে যায়, তখন এটি সাধারণত বিনিয়োগকারীদের মধ্যে একটি ইতিবাচক বার্তা দেয়। এতে বোঝা যায়, বাজারের শক্তিশালী মৌলিক ভিত্তি সম্পন্ন কোম্পানিগুলোর প্রতি বিনিয়োগকারীদের আস্থা বাড়ছে। আজকের চিত্র প্রমাণ করে, যদিও সামগ্রিক বাজার তার সব সক্ষমতা নিয়ে এখনো এগোতে পারেনি, তবুও কিছু সুনির্দিষ্ট খাতের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে।
আলোচ্য আটটি কোম্পানির শক্তিশালী পারফরম্যান্স আগামী দিনে অন্যান্য বৃহৎ ও মাঝারি আকারের কোম্পানিগুলোর জন্য একটি ইতিবাচক সংকেত বহন করে। যদি এ প্রবণতা অব্যাহত থাকে এবং আরও বেশি কোম্পানি ইতিবাচক ধারায় ফিরে আসে, তাহলে বাজারের সার্বিক স্থিতিশীলতা ফিরে আসবে বলে আশা করা যায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বদলে গেছে ধারণা, বিস্মিত ইসরায়েল
- শেয়ারবাজারের শর্ত পূরণে ৬০ কোম্পানিকে বিএসইসির আল্টিমেটাম
- সরাসরি পারমাণবিক অ'স্ত্র পাবে ইরান!
- ‘বিপর্যয় থেকে বিশ্ব মাত্র কয়েক মিনিট দূরে’
- প্রথম প্রান্তিকে মুনাফা থেকে লোকসানে গেল চার ব্যাংক
- সাত কোম্পানির বিনিয়োগকারীদের পুঁজির বড় অংশ উধাও
- ঢাবিতে হটাৎ ছাত্রলীগের বিক্ষোভ, ককটেল বি-স্ফো-র-ণ
- ভিডিও ফাঁস করার বিষয়ে মুখ খুলেছেন শরীয়তপুরের সেই ডিসি
- দুর্বল ১৫ আর্থিক প্রতিষ্ঠান বিলুপ্তির চিন্তাভাবনা করছে বাংলাদেশ ব্যাংক
- জবাব দিতে শুরু করেছে ইরান
- একাধিক মিসাইল ছুঁড়েছে উত্তর কোরিয়া
- শেয়ার কিনেছেন চার কোম্পানির উদ্যোক্তা পরিচালকরা
- মোবাইলে কল এলেই ইন্টারনেট বন্ধ? এক মিনিটেই সমাধান!
- ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ঢাবিতে ক্লাস ছুটি কতদিন, যা জানা গেল
- লন্ডন ছাড়ছেন তারেক রহমান