ঢাকা, মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

কারখানা বন্ধই থাকছে: সাফকো স্পিনিংয়ের উৎপাদন আবারও স্থগিত

ডুয়া নিউজ- শেয়ারবাজার
২০২৫ জুন ০২ ১১:১৮:৪২
কারখানা বন্ধই থাকছে: সাফকো স্পিনিংয়ের উৎপাদন আবারও স্থগিত

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের প্রতিষ্ঠান সাফকো স্পিনিং মিলস লিমিটেড বর্তমানে উৎপাদন বন্ধ রেখেছে এবং এটি আগামী আড়াই মাস পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, আগামী ১৬ আগস্ট পর্যন্ত সাফকোর কারখানা বন্ধ থাকবে। এই সময়ের মধ্যে ৪ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ঈদ-উল-আজহার ছুটিও অন্তর্ভুক্ত রয়েছে।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের বস্ত্র খাতে চলমান অর্থনৈতিক অস্থিরতা, বাজারে কাঁচামালের উচ্চ মূল্য এবং সামগ্রিক উদ্বেগজনক পরিস্থিতির কারণে তারা উৎপাদন কার্যক্রম আরও দুই মাস ১৫ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে, ২০২৩ সালের ১৮ ফেব্রুয়ারি, সাফকো কর্তৃপক্ষ ডিএসইকে জানায় যে, পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী দুই মাসের জন্য কারখানার উৎপাদন বন্ধ রাখা হবে। পরে ২০২৩ সালের জুন মাসে জানানো হয়, ১ জুলাই থেকে পুনরায় উৎপাদন শুরু হবে। তবে বাস্তবে তা বাস্তবায়ন হয়নি। এ অবস্থায় ডিএসইর একটি পরিদর্শক দল সাফকোর কারখানা পরিদর্শন করে সেটি বন্ধ অবস্থায় পায়। এ সংক্রান্ত তথ্য ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত