ঢাকা, বুধবার, ২৮ মে ২০২৫, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২
২৫টি প্রতিষ্ঠানের অংশগ্রহণে ঢাবিতে দু’দিনব্যাপী ক্যারিয়ার ফেস্ট শুরু
.jpg)
ঢাকা ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে আজ মঙ্গলবার ছাত্র-শিক্ষক কেন্দ্রে দু’দিনব্যাপী ‘ক্যারিয়ার ফেস্ট’ শুরু হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ফেস্ট উদ্বোধন করেন। শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি এবং ক্যারিয়ার গঠনে সহায়তা প্রদানের লক্ষ্যে এই ফেস্ট আয়োজন করা হয়েছে।
ঢাকা ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাবের সভাপতি ইশতিয়াক শাহরিয়ার অলকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ক্লাবের মডারেটর কাজী গোলাম রাব্বানী মাওলা, গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট ফারজানা কাদের, ছাত্র-শিক্ষক কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক ফারজানা বাসার, ক্লাবের সাবেক সভাপতি মাহমুদুল হাসান মারজুক এবং সাবেক সহ-সভাপতি আজহার ভূঁইয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ক্যারিয়ার ক্লাবের সাধারণ সম্পাদক মুনতাসির বিন সিদ্দিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, শিক্ষার্থীদের ক্যারিয়ার ডেভেলপমেন্টের লক্ষ্যে আমরা ধারাবাহিকভাবে ক্যারিয়ার ফেস্ট আয়োজন করে আসছি। এর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক আরও সুদৃঢ় হচ্ছে। এই ফেস্ট থেকে শিক্ষার্থীরা সঠিক দিকনির্দেশনা ও পরামর্শ পাবে এবং নিজেদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, আমাদের বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে। শুধু সরকারের উপর নির্ভর করে পর্যাপ্ত রিসোর্স মবিলাইজেশন ও সংকট নিরসন করা সম্ভব নয়। এই বাস্তবতা মেনে নিয়ে সমাজের সঙ্গে আমাদের সম্পর্ক জোরদার করতে হবে। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্ক জোরদারের উপর তিনি গুরুত্বারোপ করেন।
দু’দিনব্যাপী এই ‘ক্যারিয়ার ফেস্ট’-এ দেশ-বিদেশের ২৫টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। চাকুরিপ্রার্থী শিক্ষার্থীরা এসব প্রতিষ্ঠানের স্টলে জীবনবৃত্তান্ত জমা দিতে পারবেন। শিক্ষার্থীরা মক ইন্টারভিউ, ইন্টারেক্টিভ সেশন এবং সরাসরি যোগাযোগের মাধ্যমে শীর্ষস্থানীয় জাতীয় এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও সংস্থার প্রতিনিধিদের সঙ্গে নেটওয়ার্কিং তৈরি ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন। এছাড়া, বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ এবং ক্যারিয়ার প্ল্যানসহ বিভিন্ন বিষয়ে এই ফেস্ট-এ ৬টি সেশন অনুষ্ঠিত হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারি কোম্পানি শেয়ারবাজারে আনার উদ্যোগ, তালিকায় ২১ প্রতিষ্ঠান
- বাতিল হচ্ছে ২০ আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স, তালিকায় শেয়ারবাজারের ১৪টি
- দশ হাজার কোটি ঋণের বোঝায় আইসিবি, প্রস্তাব বিশেষ তহবিলের
- শেয়ারবাজারের ৯ ব্যাংক এমডিবিহীন, নেতৃত্ব সংকট তীব্র
- ড. ইউনূসকে রাষ্ট্রপতি, তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার প্রস্তাব
- ঢাবির পীরগাছা উপজেলা সংগঠনের নেতৃত্বে রবিউল ও সৈকত
- নানামুখী চেষ্টার পরও ভেঙে পড়ছে দেশের শেয়ারবাজার
- মন্দার বাজারে আলো ছড়িয়েছে ২০ শেয়ার
- লোকসান থেকে মুনাফায় বস্ত্র খাতের চার কোম্পানি
- জেড ক্যাটাগরি ও ন্যুনতম শেয়ারধারণে ব্যর্থ কোম্পানিতে বসছে স্বতন্ত্র পরিচালক
- ‘বাংলাদেশের শেয়ারবাজার ডাকাতদের আড্ডা হয়ে গেছে’
- ঈদের ছুটি নিয়ে নতুন প্রস্তাবনা
- শেয়ারবাজারের ১৮ ব্যাংককে ডিভিডেন্ড না দেওয়ার নির্দেশ
- কমোডিটি ডেরিভেটিভ যুগে প্রবেশ করছে দেশের শেয়ারবাজার
- শেয়ারবাজারের উন্নয়নে বিএসইসি ও বৈশ্বিক কাস্টডিয়ান ব্যাংকের বৈঠক