ঢাকা, শুক্রবার, ১৩ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২
২৫টি প্রতিষ্ঠানের অংশগ্রহণে ঢাবিতে দু’দিনব্যাপী ক্যারিয়ার ফেস্ট শুরু
.jpg)
ঢাকা ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে আজ মঙ্গলবার ছাত্র-শিক্ষক কেন্দ্রে দু’দিনব্যাপী ‘ক্যারিয়ার ফেস্ট’ শুরু হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ফেস্ট উদ্বোধন করেন। শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি এবং ক্যারিয়ার গঠনে সহায়তা প্রদানের লক্ষ্যে এই ফেস্ট আয়োজন করা হয়েছে।
ঢাকা ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাবের সভাপতি ইশতিয়াক শাহরিয়ার অলকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ক্লাবের মডারেটর কাজী গোলাম রাব্বানী মাওলা, গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট ফারজানা কাদের, ছাত্র-শিক্ষক কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক ফারজানা বাসার, ক্লাবের সাবেক সভাপতি মাহমুদুল হাসান মারজুক এবং সাবেক সহ-সভাপতি আজহার ভূঁইয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ক্যারিয়ার ক্লাবের সাধারণ সম্পাদক মুনতাসির বিন সিদ্দিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, শিক্ষার্থীদের ক্যারিয়ার ডেভেলপমেন্টের লক্ষ্যে আমরা ধারাবাহিকভাবে ক্যারিয়ার ফেস্ট আয়োজন করে আসছি। এর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক আরও সুদৃঢ় হচ্ছে। এই ফেস্ট থেকে শিক্ষার্থীরা সঠিক দিকনির্দেশনা ও পরামর্শ পাবে এবং নিজেদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, আমাদের বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে। শুধু সরকারের উপর নির্ভর করে পর্যাপ্ত রিসোর্স মবিলাইজেশন ও সংকট নিরসন করা সম্ভব নয়। এই বাস্তবতা মেনে নিয়ে সমাজের সঙ্গে আমাদের সম্পর্ক জোরদার করতে হবে। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্ক জোরদারের উপর তিনি গুরুত্বারোপ করেন।
দু’দিনব্যাপী এই ‘ক্যারিয়ার ফেস্ট’-এ দেশ-বিদেশের ২৫টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। চাকুরিপ্রার্থী শিক্ষার্থীরা এসব প্রতিষ্ঠানের স্টলে জীবনবৃত্তান্ত জমা দিতে পারবেন। শিক্ষার্থীরা মক ইন্টারভিউ, ইন্টারেক্টিভ সেশন এবং সরাসরি যোগাযোগের মাধ্যমে শীর্ষস্থানীয় জাতীয় এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও সংস্থার প্রতিনিধিদের সঙ্গে নেটওয়ার্কিং তৈরি ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন। এছাড়া, বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ এবং ক্যারিয়ার প্ল্যানসহ বিভিন্ন বিষয়ে এই ফেস্ট-এ ৬টি সেশন অনুষ্ঠিত হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৩০ শতাংশ শেয়ার ধারণ: এক কোম্পানির শেয়ার কিনলেন উদ্যোক্তারা
- শেয়ারবাজারে বিস্ময়: এক লাখ টাকার শেয়ার ৮০ কোটি!
- বিনিয়োগকারীদের সর্বনাশ করেছে তালিকাভুক্ত দুই কোম্পানি
- বাংলাদেশের শেয়ারবাজারে দ্যুতি ছড়াচ্ছে ১৩ ‘বনেদি’ কোম্পানি
- মুনাফা থেকে লোকসানে তথ্য প্রযুক্তির দুই কোম্পানি
- শেয়ারবাজারের ১০ ব্যাংকে আমানত বেড়েছে ৩২ হাজার কোটি টাকা
- বড় আন্দোলনে নামছে ৩ 'দল'
- সত্যিই কি স্ট্রোক করেছেন মির্জা ফখরুল? যা জানা গেল
- মুনাফা বেড়েছে বিবিধ খাতের ৬ কোম্পানির
- ডিভিডেন্ড বেড়েছে শেয়ারবাজারের সাত ব্যাংকের
- মোবাইল কোম্পানিকে শেয়ারবাজারে আনতে বিশেষ প্রণোদনা
- ২৪ ঘণ্টায় করোনায় মৃ'ত্যু ৬
- ক্যাশ ফ্লো বেড়েছে ওষুধ খাতের ১৩ কোম্পানির
- ফেসবুক কমেন্টকে কেন্দ্র করে ঢাবি ছাত্রের আ-ত্ম-হ-ত্যা
- বস্ত্র খাতে মুনাফা বেড়েছে ২০ কোম্পানির