ঢাকা, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২
ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের পুনঃভর্তি পরীক্ষার ফলাফল নিয়ে যা জানা গেল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ব্যবসায় শিক্ষা ইউনিটের (আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম) পুনঃভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশে প্রযুক্তিগত সমস্যার মুখে পড়েছে কর্তৃপক্ষ। রোববার (২৫ মে) রাতে ফলাফল ওয়েবসাইটে আপলোড করার সময় থেকেই ভর্তিসংক্রান্ত সাইটটি ডাউন দেখাচ্ছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, সমস্যার সমাধান শেষে ফলাফল পুরোপুরি প্রকাশ করা হবে।
বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহবায়ক অধ্যাপক মোস্তাফিজুর রহমান সোমবার (২৬ মে) বলেন, রাতে ফলাফল ওয়েবসাইটে তোলার সময় টেকনিক্যাল সমস্যা হয়। তবে সে সময় কিছু শিক্ষার্থী হয়তো মোট নম্বরটা দেখতে পারেন। তখনই এটি বন্ধ করে দেওয়া হয়। তবে ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
তিনি বলেন, ‘যে সমস্যা হয়েছে সেটা অন্য বিষয়। এতে ফলাফলে কোনও পরিবর্তন আসবে না। আশা করি দ্রুত ফলাফল প্রকাশ করা যাবে।’ সোমবার বিকেলে কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলেন জানান তিনি।
এর আগে গত ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার এমসিকিউ অংশে ১২টি প্রশ্নে সেটের গরমিল ধরা পড়ে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেসময় সমস্যাটির সমাধান দিতে না পারায় ২০ এপ্রিল পরীক্ষার ফল প্রকাশের উদ্যোগের বিরুদ্ধে কয়েকজন ভর্তিচ্ছু শিক্ষার্থী হাইকোর্টে রিট করেন।
ওই রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট পরীক্ষার ফল প্রকাশে দুই মাসের জন্য স্থগিতাদেশ দেন। পরবর্তীতে ২৩ মার্চ বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির বিশেষ সভায় এমসিকিউ অংশের পুনরায় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয় এবং আদালতের অনুমতি চেয়ে আবেদন করা হয়।
আদালতের নির্দেশনার আলোকে প্রশ্নপত্রে ত্রুটির কারণে এই পুনরায় পরীক্ষার সিদ্ধান্ত গৃহীত হয়। বিষয়টি চূড়ান্ত করা হয় ১৬ এপ্রিল অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির বিশেষ সভায়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এই পুনরায় ভর্তি পরীক্ষা শুধু এমসিকিউ অংশে অনুষ্ঠিত হচ্ছে এবং এতে কেবল উচ্চ মাধ্যমিকে ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীরা অংশ নিতে পেরেছেন—এটি আদালতের নির্দেশ।
এরই ধারাবাহিকতায় গত ১৭ মে বিকেল ৩টায় পুনরায় এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় যেখানে শুধু ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বল্প মূল্যে কম্পিউটার স্কিল ট্রেনিং কোর্সে ভর্তির সুযোগ, আসন সীমিত
- ডুয়া নিউজের বিশেষ প্রতিযোগিতা, পুরস্কার ১ লক্ষ ৫০ হাজার টাকা!
- চলতি সপ্তাহে বেক্সিমকোর ফ্লোর প্রাইস ওঠার সম্ভাবনা
- শেয়ারবাজারে তানিয়া শারমিন ও মাহবুব মজুমদার ৫ বছরের জন্য নিষিদ্ধ
- শেয়ারবাজারের ৩ প্রতিষ্ঠানের ২৯৬ কোটি টাকা মানি লন্ডারিং
- শেয়ারের অস্বাভাবিক দামের জন্য ডিএসইর সতর্কবার্তা
- শিক্ষার্থীদের আলোকিত ভবিষ্যত গড়তে পাশে থাকবে ঢাবি অ্যালামনাই
- ঢাবি অ্যালামনাই ও নিউ হরাইজন কানাডিয়ান স্কুলের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তার
- জুলাই স্মৃতি জাদুঘর: টেন্ডার ছাড়াই ১১১ কোটি টাকার কাজ পেল দুই প্রতিষ্ঠান
- ইপিএস ঘোষণার তারিখ জানাল দুই কোম্পানি
- ১৬ জুলাই সরকারি ছুটি কি-না? যা জানা যাচ্ছে
- শেয়ারের অস্বাভাবিক দাম নিয়ে ডিএসইর সতর্কতা
- ঢাবির জিয়া হলে ‘ক্যারিয়ার টক’ অনুষ্ঠিত
- ডিভিডেন্ড পেয়েছে চার কোম্পানির বিনিয়োগকারীরা