ঢাকা, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২
ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের পুনঃভর্তি পরীক্ষার ফলাফল নিয়ে যা জানা গেল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ব্যবসায় শিক্ষা ইউনিটের (আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম) পুনঃভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশে প্রযুক্তিগত সমস্যার মুখে পড়েছে কর্তৃপক্ষ। রোববার (২৫ মে) রাতে ফলাফল ওয়েবসাইটে আপলোড করার সময় থেকেই ভর্তিসংক্রান্ত সাইটটি ডাউন দেখাচ্ছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, সমস্যার সমাধান শেষে ফলাফল পুরোপুরি প্রকাশ করা হবে।
বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহবায়ক অধ্যাপক মোস্তাফিজুর রহমান সোমবার (২৬ মে) বলেন, রাতে ফলাফল ওয়েবসাইটে তোলার সময় টেকনিক্যাল সমস্যা হয়। তবে সে সময় কিছু শিক্ষার্থী হয়তো মোট নম্বরটা দেখতে পারেন। তখনই এটি বন্ধ করে দেওয়া হয়। তবে ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
তিনি বলেন, ‘যে সমস্যা হয়েছে সেটা অন্য বিষয়। এতে ফলাফলে কোনও পরিবর্তন আসবে না। আশা করি দ্রুত ফলাফল প্রকাশ করা যাবে।’ সোমবার বিকেলে কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলেন জানান তিনি।
এর আগে গত ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার এমসিকিউ অংশে ১২টি প্রশ্নে সেটের গরমিল ধরা পড়ে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেসময় সমস্যাটির সমাধান দিতে না পারায় ২০ এপ্রিল পরীক্ষার ফল প্রকাশের উদ্যোগের বিরুদ্ধে কয়েকজন ভর্তিচ্ছু শিক্ষার্থী হাইকোর্টে রিট করেন।
ওই রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট পরীক্ষার ফল প্রকাশে দুই মাসের জন্য স্থগিতাদেশ দেন। পরবর্তীতে ২৩ মার্চ বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির বিশেষ সভায় এমসিকিউ অংশের পুনরায় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয় এবং আদালতের অনুমতি চেয়ে আবেদন করা হয়।
আদালতের নির্দেশনার আলোকে প্রশ্নপত্রে ত্রুটির কারণে এই পুনরায় পরীক্ষার সিদ্ধান্ত গৃহীত হয়। বিষয়টি চূড়ান্ত করা হয় ১৬ এপ্রিল অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির বিশেষ সভায়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এই পুনরায় ভর্তি পরীক্ষা শুধু এমসিকিউ অংশে অনুষ্ঠিত হচ্ছে এবং এতে কেবল উচ্চ মাধ্যমিকে ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীরা অংশ নিতে পেরেছেন—এটি আদালতের নির্দেশ।
এরই ধারাবাহিকতায় গত ১৭ মে বিকেল ৩টায় পুনরায় এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় যেখানে শুধু ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সম্ভাবনার নতুন দিগন্তে শেয়ারবাজারের খান ব্রাদার্স
- বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারের ১১ কোম্পানিতে
- মূলধন ঘাটতিতে দুই ব্রোকারেজ হাউজ, ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- চলতি বছর শেয়ারবাজারে আসছে রাষ্ট্রায়াত্ব দুই প্রতিষ্ঠান
- মার্জারের সাফল্যে উজ্জ্বল ফার কেমিক্যাল
- সাকিবের মোনার্কসহ ৮ ব্রোকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- তালিকাভুক্ত কোম্পানির ১৫ লাখ শেয়ার কেনার ঘোষণা
- বিমা আইন সংস্কার: বিনিয়োগ ও আস্থায় নতুন দিগন্ত
- শেয়ারবাজারে তালিকাভুক্তির পর প্রথম ‘নো ডিভিডেন্ড’
- শেয়ারবাজারে রেকর্ড: বছরের সর্বোচ্চ দামে ১৭ কোম্পানি
- তিন শেয়ারের অস্বাভাবিক দাম বৃদ্ধি, ডিএসইর সতর্কবার্তা
- ডেনিম উৎপাদন বাড়াতে এভিন্স টেক্সটাইলসের বড় পরিকল্পনা
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- ব্যাখ্যা শুনতে ডাকা হচ্ছে শেয়ারবাজারের পাঁচ ব্যাংককে
- ব্যাংকিং খাতে এমডিদের পদত্যাগের ঢেউ: সুশাসনের সংকট স্পষ্ট