ঢাকা, রবিবার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

ঢাবিতে নজরুল জয়ন্তী উদযাপন

২০২৫ মে ২৫ ১১:৫২:২৩
ঢাবিতে নজরুল জয়ন্তী উদযাপন

ডুয়া ডেস্ক: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী রোববার (২৫ মে) ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রাঙ্গণে শ্রদ্ধা ও ভাবগম্ভীর পরিবেশে উদযাপন করা হয়েছে। এবারের নজরুল জয়ন্তীর প্রতিপাদ্য ছিল— ‘চব্বিশের গণ অভ্যুত্থান: কাজী নজরুলের উত্তরাধিকার’।

সকাল ৬টা ১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অপরাজেয় বাংলার পাদদেশে একত্রিত হন। সেখান থেকে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের হয়ে কবির সমাধির উদ্দেশ্যে রওনা দেয়। সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।

শ্রদ্ধা নিবেদনের পর সমাধি চত্বরে অনুষ্ঠিত স্মরণসভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। তিনি বলেন, “কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহের কবি নন, তিনি আমাদের জাতীয় চেতনার অন্যতম প্রেরণাস্রোত। তার রচনাসমূহ গণতান্ত্রিক চেতনাকে বারবার উজ্জীবিত করেছে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সিরাজুল ইসলাম (সিরাজ সালেকীন)। স্মারক বক্তৃতা প্রদান করেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজম।

অনুষ্ঠানে সংগীত বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা নজরুল সংগীত পরিবেশন করেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে