ঢাকা, শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

বিএসএফের হাতে পাকিস্তানি নিহ’ত

২০২৫ মে ২৪ ১৭:০৯:২৯
বিএসএফের হাতে পাকিস্তানি নিহ’ত

ডুয়া ডেস্ক: ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক পাকিস্তানি নাগরিক নিহত হয়েছেন। বিএসএফ দাবি করেছে ওই ব্যক্তি আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতের দিকে আগাচ্ছিলেন এবং বারবার সতর্ক করার পরও থামেননি।

এক বিবৃতিতে বিএসএফ জানায়, শুক্রবার সন্ধ্যায় গুজরাট রাজ্যের বানাসকাঁঠা জেলায় আন্তর্জাতিক সীমান্তের ওপারে থাকা সীমান্তবেষ্টনীর দিকে একজন ‘সন্দেহজনক ব্যক্তি’ এগিয়ে আসছিলেন।

সীমান্তরক্ষীরা তাকে থামানোর জন্য বার বার চ্যালেঞ্জ জানালেও তিনি এগিয়ে যেতে থাকায় গুলি চালানো হয়। ঘটনাস্থলেই তাকে ‘নিষ্ক্রিয়’ করা হয়।

বাহিনীর প্রকাশিত ছবিতে নিহত ব্যক্তির চুলে পাকা ভাব স্পষ্ট দেখা গেছে।

উল্লেখ্য, ২২ এপ্রিল ভারত অধিকৃত কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার পর দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়। নয়াদিল্লি এই হামলাকে সাম্প্রতিক দশকের ‘নাগরিকদের ওপর সবচেয়ে নির্মম’ হামলা হিসেবে অভিহিত করেছে।

ভারত অভিযোগ করেছে, ইসলামপন্থী হামলাকারীদের পাকিস্তান সমর্থন দিয়েছে, তবে ইসলামাবাদ এই অভিযোগ অস্বীকার করেছে। এরপর ভারত পাকিস্তানে ‘অপারেশন সিঁদুর’ নামে অভিযান চালায়। পাকিস্তানও পাল্টা প্রতিশোধ হিসেবে ভারতে ব্যাপক আক্রমণ চালায়। এরপর হঠাৎ করেই দুই দেশের পক্ষ থেকে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়।

তবে এখনও দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যেই বিএসএফের হাতে পাকিস্তানি নিহত হলো।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে