ঢাকা, শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

ভারতের ২০ হাজার নাগরিক নিহত, জাতিসংঘে দাবি

২০২৫ মে ২৪ ১২:৫৫:১২
ভারতের ২০ হাজার নাগরিক নিহত, জাতিসংঘে দাবি

ডুয়া ডেস্ক: গত চার দশকে সন্ত্রাসী হামলায় অন্তত ২০ হাজার ভারতীয় নাগরিক প্রাণ হারিয়েছেন বলে জাতিসংঘে দাবি করেছেন ভারতের স্থায়ী প্রতিনিধি পারভাথানেনি হরিশ। এসব হামলার জন্য তিনি পাকিস্তান-সমর্থিত সন্ত্রাসবাদকে দায়ী করেন।

শনিবার (২৪ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে একটি হামলাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে। পাল্টাপাল্টি সামরিক অভিযানে দুই দেশের সামরিক ও বেসামরিক মিলিয়ে অন্তত ৫০ জন নিহত হন। এতে যুদ্ধবিমান, ড্রোন ও সামরিক ঘাঁটির ক্ষয়ক্ষতিও ঘটে।

এই উত্তেজনার প্রেক্ষিতে ভারত ও পাকিস্তান উভয়েই নিজেদের অবস্থান তুলে ধরতে জাতিসংঘে পৃথক প্রতিনিধিদল পাঠায়। পাশাপাশি ভারত পুরোনো সিন্ধু পানি চুক্তি বাতিলের ঘোষণা দেয়, যা দুই দেশের মধ্যে সম্পর্ক আরও টানাপড়েনে ফেলেছে।

পাকিস্তানের পক্ষ থেকে জাতিসংঘে বলা হয়, “পানি জীবন, এটি যুদ্ধের অস্ত্র নয়।”

জবাবে ভারতীয় প্রতিনিধি বলেন, “পাকিস্তান হচ্ছে সন্ত্রাসের বৈশ্বিক কেন্দ্রবিন্দু। যতদিন পর্যন্ত তারা সীমান্তপারে সন্ত্রাসে সমর্থন দিয়ে যাবে ততদিন ৬৫ বছরের পুরনো সিন্ধু চুক্তি স্থগিত থাকবে।”

তিনি আরও বলেন, ভারত ৬৫ বছর আগে সদিচ্ছা ও বিশ্বাসের ভিত্তিতে সিন্ধু পানি চুক্তিতে সম্মত হয়েছিল। কিন্তু পাকিস্তান তিনবার যুদ্ধ এবং হাজারো সন্ত্রাসী হামলার মাধ্যমে সেই বিশ্বাসের চরম অবমাননা করেছে। এই দীর্ঘ সময়ে ভারত 'অসাধারণ ধৈর্য ও উদারতা' দেখিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে