ঢাকা, শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

লন্ডনে স্কলারশিপ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ হাইকমিশন

২০২৫ মে ২৪ ০৯:৫১:০৩
লন্ডনে স্কলারশিপ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ হাইকমিশন

ডুয়া ডেস্ক: যুক্তরাজ্য সরকারের কমনওয়েলথ ও চিভনিং স্কলারশিপের আওতায় বিভিন্ন ব্রিটিশ বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণকারী বাংলাদেশি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।

শুক্রবার (গতকাল) হাইকমিশন প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে কমনওয়েলথ ও চিভনিং স্কলারশিপ প্রোগ্রামের অন্তর্ভুক্ত ৪০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (FCDO), কমনওয়েলথ সেক্রেটারিয়েট, কমনওয়েলথ স্কলারশিপ কমিশন এবং ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর।

বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, এই অর্জন শুধু ব্যক্তিগত নয় বরং এটি বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও দৃঢ় করছে। তিনি বলেন, “এই স্কলারশিপগুলো কেবল শিক্ষার সুযোগ নয়—এগুলো নেতৃত্ব, উদ্ভাবন এবং বৈশ্বিক সহযোগিতার প্রতীক।”

হাইকমিশনার যুক্তরাজ্য সরকার, কমনওয়েলথ সেক্রেটারিয়েট, এফসিডিও এবং স্কলারশিপ কমিশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অব্যাহত সহায়তার জন্য।

ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস বলেন, “এই ধরনের স্কলারশিপ দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করবে এবং উভয়পক্ষ উপকৃত হবে।”

চিভনিং সেক্রেটারিয়েটের ডিরেক্টর অ্যান্ড্রু চ্যাডউইক জানান, স্কলারশিপের সংখ্যা বাড়ানোর বিষয়ে আগ্রহ রয়েছে তবে অর্থায়ন সীমাবদ্ধতার কারণে তা সম্ভব হচ্ছে না। ভবিষ্যতে বিভিন্ন প্রতিষ্ঠান ও ফাউন্ডেশনের সঙ্গে অংশীদারিত্বে কাজ করার পরিকল্পনার কথাও জানান তিনি।

কমনওয়েলথ স্কলারশিপ কমিশনের সিনিয়র প্রোগ্রাম অফিসার ম্যাগি গনকাভস বলেন, “এই স্কলারশিপ শুধু একাডেমিক অগ্রগতির সুযোগ নয় বরং এটি দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে অবদান রাখার একটি মাধ্যম।” তিনি আশা প্রকাশ করেন, স্কলাররা দেশে ফিরে তাদের জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখবেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে