ঢাকা, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২
কঠোর হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়, নতুন নির্দেশনা

ডুয়া ডেস্ক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দেশের সব কলেজে শিক্ষার্থীদের ক্লাসে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে কঠোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এবার থেকে ক্লাসে অনুপস্থিত থাকলে ইনকোর্স পরীক্ষায় নম্বর কাটা যাবে। এমনকি নির্ধারিত মাত্রার কম উপস্থিতি থাকলে পরীক্ষায় বসার যোগ্যতাও হারাতে পারেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইনকোর্স পরীক্ষা ও ক্লাস উপস্থিতি মূল্যায়নে নতুন নীতিমালা কার্যকর করা হয়েছে। এই নিয়ম ২০২৩ শিক্ষাবর্ষের মাস্টার্স ও প্রিলিমিনারি টু মাস্টার্স এবং ২০২৪ শিক্ষাবর্ষের অনার্স দ্বিতীয় বর্ষ ও ডিগ্রি পাস কোর্সের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য হবে।
কী আছে নতুন নিয়মে?
নতুন নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের ইনকোর্স নম্বর নির্ধারিত হবে তাদের ক্লাসে উপস্থিতির ভিত্তিতে। উদাহরণস্বরূপ চার ক্রেডিটের তত্ত্বীয় কোর্সে-
৮০% বা তার বেশি উপস্থিতি পেলে মিলবে পূর্ণ ৫ নম্বর
৭০-৮০% উপস্থিতিতে ৪ নম্বর
৬০-৭০% উপস্থিতিতে ৩ নম্বর
৬০% এর নিচে উপস্থিতি থাকলে শিক্ষার্থী পরীক্ষার অযোগ্য বিবেচিত হবেন
তিন ও দুই ক্রেডিটের কোর্সগুলোর ক্ষেত্রেও অনুরূপ অনুপাতে নম্বর নির্ধারণ করা হবে।
ইনকোর্স পরীক্ষা সংক্রান্ত নির্দেশনা:
প্রতিটি শিক্ষাবর্ষে সংশ্লিষ্ট কোর্স শিক্ষকদের মাধ্যমে দুটি ইনকোর্স পরীক্ষা নেওয়া হবে। দুটি পরীক্ষার গড় নম্বর হিসাব করে সর্বোচ্চ ১৫ নম্বরের মধ্যে ইনকোর্স মূল্যায়ন করা হবে। এতে পাস নম্বর হবে ৬।
বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মে নির্দিষ্ট সময়সীমার মধ্যে ইনকোর্স নম্বর এন্ট্রি করতে হবে। সেইসঙ্গে উত্তরপত্র ও হাজিরা শিট সিলগালা করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মনিটরিং সেলে পাঠাতে হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এসব পদক্ষেপের মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি নিশ্চিত করা এবং মূল্যায়ন ব্যবস্থায় স্বচ্ছতা আনা।
বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত শিক্ষার মানোন্নয়নে বড় ভূমিকা রাখতে পারে। তবে এর বাস্তবায়নে কলেজ কর্তৃপক্ষকে সতর্ক ও দায়িত্বশীল হতে হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বল্প মূল্যে কম্পিউটার স্কিল ট্রেনিং কোর্সে ভর্তির সুযোগ, আসন সীমিত
- চলতি সপ্তাহে বেক্সিমকোর ফ্লোর প্রাইস ওঠার সম্ভাবনা
- ডুয়া নিউজের বিশেষ প্রতিযোগিতা, পুরস্কার ১ লক্ষ ৫০ হাজার টাকা!
- শেয়ারবাজারে তানিয়া শারমিন ও মাহবুব মজুমদার ৫ বছরের জন্য নিষিদ্ধ
- শেয়ারবাজারের ৩ প্রতিষ্ঠানের ২৯৬ কোটি টাকা মানি লন্ডারিং
- শেয়ারের অস্বাভাবিক দামের জন্য ডিএসইর সতর্কবার্তা
- শিক্ষার্থীদের আলোকিত ভবিষ্যত গড়তে পাশে থাকবে ঢাবি অ্যালামনাই
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তার
- জুলাই স্মৃতি জাদুঘর: টেন্ডার ছাড়াই ১১১ কোটি টাকার কাজ পেল দুই প্রতিষ্ঠান
- ঢাবি অ্যালামনাই ও নিউ হরাইজন কানাডিয়ান স্কুলের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- ইপিএস ঘোষণার তারিখ জানাল দুই কোম্পানি
- ১৬ জুলাই সরকারি ছুটি কি-না? যা জানা যাচ্ছে
- ঢাবির জিয়া হলে ‘ক্যারিয়ার টক’ অনুষ্ঠিত
- শেয়ারের অস্বাভাবিক দাম নিয়ে ডিএসইর সতর্কতা
- ডিভিডেন্ড পেয়েছে চার কোম্পানির বিনিয়োগকারীরা