ঢাকা, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২
ঈদের আগেই ডাকসু'র তফসিল ঘোষণার দাবিতে বিক্ষোভ
-1.jpg)
ডুয়া নিউজ: ঈদুল আজহার আগেই ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার, নিরাপদ ও বহিরাগতমুক্ত ক্যাম্পাসের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।
মঙ্গলবার (২০ মে) রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে ঢাবি শিক্ষার্থী নরুল গনি ছগির বলেন, নতুন বাংলাদেশের ৯ মাস পেরিয়ে গেলেও আমাদের এখনো ডাকসু ও নিরাপদ ক্যাম্পাসের জন্য ভিসি চত্বরে দাঁড়াতে হলো। এটা আমাদের জন্য লজ্জার। সম্প্রতি ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যা হলো। তার প্রকৃত হত্যাকারীদের এখনো গ্রেফতার করা হলো না। যেখানে ছোট কোনো ঘটনাও গোয়েন্দা সংস্থার চোখ এড়ায় না সেখানে একজন শিক্ষার্থী খুন হলো নিজ ক্যাম্পাসের পাশে, এটার কোনো স্পষ্ট বক্তব্য পাওয়া যাচ্ছে না প্রশাসনের কাছ থেকে।
তিনি বলেন, ক্যাম্পাসকে শিক্ষার্থী বান্ধব এবং নিরাপদ করতে ছাত্র সংসদ নির্বাচনের কোনো বিকল্প নেই। অতি দ্রুত ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে এবং সেটা ঈদের আগেই করতে হবে।
আইন বিভাগের শিক্ষার্থী রেজওয়ান আহাম্মেদ রিফাত বলেন, ডাকসু নির্বাচনের গঠনতন্ত্র, সিন্ডিকেট ইত্যাদি সংশোধন নিয়ে নানা টালবাহানা করলো বিশ্ববিদ্যালয় প্রশাসন। তারা একটা টাইমলাইন দিয়েছিল, তা অনুযায়ী মে মাসের শেষ দিকে তফসিল ঘোষণার কথা ছিল। সেটার বিষয়ে প্রশাসন থেকে কোনো বক্তব্য পাইনি। উল্টো ঢাবির উপ-উপাচার্য (প্রশাসন) বলছেন তারা ডাকসু নিয়ে এখন চিন্তিত নন। কিন্তু ডাকসু নির্বাচন হলে নির্বাচিত প্রতিনিধি দ্বারা ক্যাম্পাসের যাবতীয় সমস্যার সমাধান হতো।
তিনি বলেন, আমাদের জুলাই গণঅভ্যুত্থানের সহযোদ্ধা ও বিশ্ববিদ্যালয়ের বড় ভাই সাম্য হত্যার পরেও প্রশাসন এখনো সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর কোনো চাপ সৃষ্টি করতে পারছে না। ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিতের বিষয়েও আমরা তেমন কোনো কার্যকারিতা দেখছি না। ক্যাম্পাসের যাবতীয় সমস্যার সমাধানে হতে পারে একমাত্র নিয়মতান্ত্রিক ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সম্ভাবনার নতুন দিগন্তে শেয়ারবাজারের খান ব্রাদার্স
- বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারের ১১ কোম্পানিতে
- মূলধন ঘাটতিতে দুই ব্রোকারেজ হাউজ, ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- চলতি বছর শেয়ারবাজারে আসছে রাষ্ট্রায়াত্ব দুই প্রতিষ্ঠান
- মার্জারের সাফল্যে উজ্জ্বল ফার কেমিক্যাল
- সাকিবের মোনার্কসহ ৮ ব্রোকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- তালিকাভুক্ত কোম্পানির ১৫ লাখ শেয়ার কেনার ঘোষণা
- বিমা আইন সংস্কার: বিনিয়োগ ও আস্থায় নতুন দিগন্ত
- শেয়ারবাজারে তালিকাভুক্তির পর প্রথম ‘নো ডিভিডেন্ড’
- শেয়ারবাজারে রেকর্ড: বছরের সর্বোচ্চ দামে ১৭ কোম্পানি
- ডেনিম উৎপাদন বাড়াতে এভিন্স টেক্সটাইলসের বড় পরিকল্পনা
- তিন শেয়ারের অস্বাভাবিক দাম বৃদ্ধি, ডিএসইর সতর্কবার্তা
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- তদন্তের খবরে থামছে দুই কোম্পানির ঘোড়দৌড়
- তিন কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা