ঢাকা, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
ভারতে ভেঙে পড়ল নদীর বাঁধ; শঙ্কায় বাংলাদেশও
ডুয়া ডেস্ক: মাত্র চার মাস আগে নির্মিত পশ্চিমবঙ্গের বালুরঘাটে আত্রাই নদীর বাঁধ আবারও ভেঙে পড়েছে। মঙ্গলবার (২০ মে) সকালে পানির চাপে ভেঙে যায় ৩০ কোটি রুপি ব্যয়ে নির্মিত এ বাঁধ। ফলে আত্রাই পাড়ের মানুষজনের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আত্রাই নদী বাংলাদেশ হয়ে ভারতে প্রবেশ করে এবং পরে আবার বাংলাদেশে ফিরে আসে। ভারতে এ নদী ‘আত্রেয়ী নদী’ নামে পরিচিত। বন্যা নিয়ন্ত্রণের উদ্দেশ্যে গত বছর নদীটিতে বাঁধ নির্মাণের কাজ শুরু করেছিল ভারত।
তবে বাঁধ নির্মাণের সময়ই গত ফেব্রুয়ারিতে বন্যার পানির চাপে ড্যাম ভেঙে পড়েছিল, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। ওই ঘটনার পর প্রশাসনের পক্ষ থেকে মেরামতের কাজ চলছিল। কিন্তু মঙ্গলবার সকালে সেই মেরামতকৃত অংশ আবারও ভেঙে পড়ায় নতুন করে উদ্বেগ ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মধ্যে।
টানা বৃষ্টির কারণে আত্রাই নদীর পানি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এতে উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের আশঙ্কা, পানির চাপ এভাবে বাড়তে থাকলে বাঁধের ক্ষতিগ্রস্ত অংশ সম্পূর্ণভাবে ধসে পড়তে পারে। এমন পরিস্থিতিতে পার্শ্ববর্তী গ্রামগুলো ডুবে যাওয়ার শঙ্কাও করছেন তারা। যেহেতু নদীটি ভারত হয়ে আবার বাংলাদেশে প্রবেশ করে, তাই হঠাৎ পানি প্রবাহ বেড়ে গেলে এর বিরূপ প্রভাব বাংলাদেশেও পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
তবে মাত্র এক বছর আগে প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছিল এই বাঁধ। বর্ষার শুরুতেই এর এমন ভাঙনে আশপাশের গ্রামের মানুষজন আতঙ্কে দিন কাটাচ্ছেন।
ঘটনার পরপরই বাঁধ এলাকা পরিদর্শনে যান দক্ষিণ দিনাজপুরের সাংসদ ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। বাঁধ নির্মাণে দুর্নীতির অভিযোগ তুলে তিনি বলেন, “বাড়ি তৈরির টিএমটি রড ব্যবহার করে বাঁধ তৈরি হয়েছে। এটি চরম দুর্নীতির ফল। আমি চাই প্রশাসনিক স্তরে এই বিষয়ে উচ্চ পর্যায়ে তদন্ত হোক। পাশাপাশি তিনি অভিযোগ করেন, বাঁধ নির্মাণে প্রচুর টাকা নেতাদের ঘুষ হিসেবে দেওয়া হয়েছে, যার ফলেই আজ এই বিপর্যয়।”
অন্যদিকে বালুরঘাট মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান অশোক মিত্র এই ভাঙনকে ‘প্রাকৃতিক দুর্যোগ’ হিসেবে ব্যাখ্যা করেন। তিনি বলেন, “এই ভাঙনের পেছনে কোনো মানুষের হাত নেই। দুর্নীতির অভিযোগ তোলার আগে বিজেপিকে নিজের ঘরে নজর দিতে হবে। বালুরঘাট রেলস্টেশনে তৃতীয় শ্রেণির লিড ব্যবহার করে যে কাজ হচ্ছে, সেটি কি দুর্নীতি নয়?”
তিনি আরও বলেন, ‘“রাম মন্দির তৈরির পরই ছাদ থেকে জল পড়ছে— এটাও তো দুর্নীতি। সেখানেও তো বিজেপি চোখ বুজে আছে।”
রাজনৈতিক মন্তব্য ও পাল্টা মন্তব্যের মাঝে চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন আত্রাই পাড়ের বাসিন্দারা। তারা দ্রুত বাঁধ সংস্কার ও ক্ষতিপূরণের দাবি জানাচ্ছেন। প্রশাসনের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো আশ্বাস না পাওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20: খেলাটি সরাসরি(LIVE) দেখুন এখানে
- আজ বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- আর্জেন্টিনা ও ব্রাজিলের মুখোমুখি বাংলাদেশ, জেনে নিন সময়সূচি
- শীতকালীন ছুটি বহাল থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় টি-টোয়েন্টি: কবে, কোথায়, কখন-দেখুন সময়সূচি
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ফাইনাল টি-২০ ম্যাচ: সরাসরি দেখুন এখানে(LIVE)
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20-সরাসরি দেখার উপায়
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ৩য় টি-২০ ম্যাচটি শেষ, জানুন ফলাফল
- ভূমিকম্প: আবারও ৪.২ মাত্রার কম্পন
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ৩য় ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- ঢাকা বোর্ডে এইচএসসির বৃত্তির তালিকা প্রকাশ, দেখুন তালিকা
- ঢাকায় ল্যাটিন-বাংলা সুপার কাপ, বাংলাদেশ-ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ কবে
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ব্যাটিংয়ে টাইগাররা-সামনে চ্যালেঞ্জিং স্কোর-LIVE
- ভয়াবহ ভূমিকম্প: কম্পন ৬ মাত্রার