ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২
পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলন, হাইকোর্ট প্রাঙ্গণে শান্তিপূর্ণ অবস্থান
.jpg)
ডুয়া ডেস্ক: ক্রাফট ইনস্ট্রাক্টরদের দায়ের করা একটি রিট আবেদন বাতিলের দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছেন দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
রোববার সকাল সাড়ে ১০টা থেকে হাইকোর্ট প্রাঙ্গণের মাজার গেটের সামনে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ ব্যানারে তারা এই কর্মসূচি শুরু করেন। ব্যানারে লেখা ছিল— ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ রিট বাতিল করো।
শিক্ষার্থীরা জানান, আজ হাইকোর্টে উক্ত রিটের শুনানি হওয়ার কথা রয়েছে। এই প্রেক্ষিতে তারা হাইকোর্ট এলাকায় অবস্থান নিয়ে নিজেদের দাবি জানাচ্ছেন।
এর আগে শনিবার (১৭ মে) ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে শিক্ষার্থীরা আজকের কর্মসূচির ঘোষণা দেন। সেখানে তারা জানান, এই আন্দোলন শুধু ক্রাফট ইনস্ট্রাক্টরদের রিট বাতিলের দাবিতে সীমাবদ্ধ নয়—এটির সঙ্গে যুক্ত করা হয়েছে আরও ছয় দফা দাবি, যা আজকের কর্মসূচিতে তুলে ধরা হবে।
শুধু কেন্দ্রীয় কর্মসূচি নয়, একই সময়ে দেশের প্রতিটি পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাসে শান্তিপূর্ণ মানববন্ধন ও বিক্ষোভে অংশ নিচ্ছেন।
আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, তারা সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং যৌক্তিক দাবির ভিত্তিতে রাজপথে নেমেছেন। এ বিষয়ে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে দ্রুত ও ইতিবাচক সাড়া আশা করছেন তারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আফগানিস্তান, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ৪০ বছরের ইতিহাসে ডিভিডেন্ডে নজির ভাঙল এপেক্স ট্যানারি
- ডিভিডেন্ড ঘোষণায় রেকর্ড ভাঙ্গল লঙ্কাবাংলা ফাইন্যান্স!
- একদিনে 'এ' ক্যাটাগরিতে ফিরল দুই কোম্পানি
- বস্ত্র খাতের ৮ কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ
- মার্জিন ঋণ আতঙ্কে হঠাৎ ধস নামলো শেয়ারবাজারে!
- বাংলাদেশ বনাম আফগানিস্তান,ফ্রিতে দেখবেন যেভাবে
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত ৪ কোম্পানি
- ১৪ অক্টোবর: এক নজরে শেয়ারবাজারের ২০ খবর
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত তিন কোম্পানি
- ১০ কোম্পানির কারণে ৩ মাস পেছনে গেল শেয়ারবাজার
- শেয়ারবাজার কি ধ্বংসের পথে? আর কত রক্তক্ষরণ?
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: নোমান আলীর শিকার মার্করাম
- ইপিএস প্রকাশ করেছে ৮ কোম্পানি