ঢাকা, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২
পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলন, হাইকোর্ট প্রাঙ্গণে শান্তিপূর্ণ অবস্থান
.jpg)
ডুয়া ডেস্ক: ক্রাফট ইনস্ট্রাক্টরদের দায়ের করা একটি রিট আবেদন বাতিলের দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছেন দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
রোববার সকাল সাড়ে ১০টা থেকে হাইকোর্ট প্রাঙ্গণের মাজার গেটের সামনে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ ব্যানারে তারা এই কর্মসূচি শুরু করেন। ব্যানারে লেখা ছিল— ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ রিট বাতিল করো।
শিক্ষার্থীরা জানান, আজ হাইকোর্টে উক্ত রিটের শুনানি হওয়ার কথা রয়েছে। এই প্রেক্ষিতে তারা হাইকোর্ট এলাকায় অবস্থান নিয়ে নিজেদের দাবি জানাচ্ছেন।
এর আগে শনিবার (১৭ মে) ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে শিক্ষার্থীরা আজকের কর্মসূচির ঘোষণা দেন। সেখানে তারা জানান, এই আন্দোলন শুধু ক্রাফট ইনস্ট্রাক্টরদের রিট বাতিলের দাবিতে সীমাবদ্ধ নয়—এটির সঙ্গে যুক্ত করা হয়েছে আরও ছয় দফা দাবি, যা আজকের কর্মসূচিতে তুলে ধরা হবে।
শুধু কেন্দ্রীয় কর্মসূচি নয়, একই সময়ে দেশের প্রতিটি পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাসে শান্তিপূর্ণ মানববন্ধন ও বিক্ষোভে অংশ নিচ্ছেন।
আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, তারা সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং যৌক্তিক দাবির ভিত্তিতে রাজপথে নেমেছেন। এ বিষয়ে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে দ্রুত ও ইতিবাচক সাড়া আশা করছেন তারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সম্ভাবনার নতুন দিগন্তে শেয়ারবাজারের খান ব্রাদার্স
- বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারের ১১ কোম্পানিতে
- মূলধন ঘাটতিতে দুই ব্রোকারেজ হাউজ, ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- চলতি বছর শেয়ারবাজারে আসছে রাষ্ট্রায়াত্ব দুই প্রতিষ্ঠান
- মার্জারের সাফল্যে উজ্জ্বল ফার কেমিক্যাল
- সাকিবের মোনার্কসহ ৮ ব্রোকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- তালিকাভুক্ত কোম্পানির ১৫ লাখ শেয়ার কেনার ঘোষণা
- বিমা আইন সংস্কার: বিনিয়োগ ও আস্থায় নতুন দিগন্ত
- শেয়ারবাজারে তালিকাভুক্তির পর প্রথম ‘নো ডিভিডেন্ড’
- শেয়ারবাজারে রেকর্ড: বছরের সর্বোচ্চ দামে ১৭ কোম্পানি
- ডেনিম উৎপাদন বাড়াতে এভিন্স টেক্সটাইলসের বড় পরিকল্পনা
- তিন শেয়ারের অস্বাভাবিক দাম বৃদ্ধি, ডিএসইর সতর্কবার্তা
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- ব্যাখ্যা শুনতে ডাকা হচ্ছে শেয়ারবাজারের পাঁচ ব্যাংককে
- তিন কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা