ঢাকা, শনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

মাদকের দখলে এখনও সোহরাওয়ার্দী উদ্যান

২০২৫ মে ১৭ ২০:২১:০৫
মাদকের দখলে এখনও সোহরাওয়ার্দী উদ্যান

ডুয়া ডেস্ক: রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে একজন ছাত্রদল নেতা খুনের ঘটনায় প্রশাসন সর্তক হয়ে ওঠে। আইন-শৃঙ্খলা বাহিনী বিভিন্ন অভিযান চালিয়ে অবৈধ দোকানপাট গুঁড়িয়ে দেয়। তবুও সন্ধ্যা নামলেই উদ্যানের বিভিন্ন প্রান্তে মাদক সেবীদের আড্ডা বন্ধ হচ্ছেনা।

অবৈধ দোকানের জঞ্জাল পরিষ্কার করায় সোহরাওয়ার্দী উদ্যানে অনেকটা স্বস্তি ফিরে এসেছে। উদ্যান প্রাঙ্গণে কিছু সময় কাটাতে আসা নগরবাসীরা এ পরিবর্তনকে প্রশংসা করেছেন। তবে মাদকের আসর এখনো বন্ধ না হওয়ায় তারা এর প্রতি ক্ষোভও প্রকাশ করেছেন।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে আগে যেসব দোকানপাট ছিল, সেগুলো এখন আর নেই। এতে করে মানুষ নির্বিঘ্নে চলাফেরা করতে পারছেন এবং গোটা উদ্যানে সৃষ্টি হয়েছে একটি পরিচ্ছন্ন ও মনোরম পরিবেশ। সেখানে এখন পরিবার-পরিজন নিয়ে সময় কাটাতে দেখা যাচ্ছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে। তবে দর্শনার্থীরা মনে করছেন, মাদক সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা গেলে উদ্যানের সৌন্দর্য ও নিরাপত্তা আরও বাড়বে।

উদ্যানের নিরাপত্তার দায়িত্বে থাকা এক কর্মী জানান, ‘আমরা নিরাপত্তার দায়িত্ব পালন করছি। মাদকের বিষয়টিও নজরে রাখছি। তবে মুক্তমঞ্চে লাঠি হাতে কারা অবস্থান নেয়, সে বিষয়ে আমাদের কোনও তথ্য নেই।’

দুই সন্তান নিয়ে উদ্যান ঘুরতে আসা তাসফিয়া বেগম বলেন, ‘প্রতি সপ্তাহে অন্তত একদিন সন্তানদের নিয়ে একটু ঘুরতে বের হই। উদ্যানের একটি পাশ আগে থেকেই তুলনামূলক নিরাপদ ছিল। আগে মাদকসেবী আর দোকানগুলোর কারণে পুরো জায়গায় ঘোরাফেরা সম্ভব ছিল না। এখনকার পরিবেশটা অনেকটাই বদলে গেছে, ভালো লাগছে। আজকে মাদকসেবীর সংখ্যাও তুলনামূলক কম মনে হয়েছে। তবে পুরোপুরি বন্ধ করা গেলে আরও ভালো হতো।’

একই মত দিয়েছেন স্কুলশিক্ষার্থী আরাফ। তিনি বলেন, ‘বিকেলে আমরা এখানে ক্রিকেট খেলি। যদি চারপাশটা আরও পরিষ্কার-পরিচ্ছন্ন ও নিরাপদ হয়, তাহলে আমাদের খেলাধুলা আরও স্বচ্ছন্দ হবে।’

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে