ঢাকা, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২
শিক্ষার্থীদের ‘তুই’ সম্বোধন প্রসঙ্গে যা বললেন ঢাবি উপাচার্য

ডুয়া নিউজ: শিক্ষার্থীদের ‘তুই’ বলে সম্বোধন করা নিয়ে বিতর্ক প্রসঙ্গে নিজের অবস্থান পরিষ্কার করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।
বৃহস্পতিবার (১৪ মে) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, শিক্ষার্থীদের প্রতি নিজের ভালোবাসা ও মমতার জায়গা থেকেই তিনি এমন সম্বোধন ব্যবহার করেন।
ড. নিয়াজ আহমদ বলেন, “আমার ব্যক্তিগত কিছু কথা বলতে হয় এখানে, যদিও আমি সাধারণত এসব প্রসঙ্গে স্বচ্ছন্দ নই। তবে প্রসঙ্গটি এসেছে বলেই বলছি—আমি বিশ্ববিদ্যালয়কে ভালোবেসেই এই দায়িত্ব নিয়েছি। এটি আমার কাছে একটি ব্রতের মতো। আমি সাংবাদিকদেরও ‘তুই’ বলেই ডাকি। কারণ, সম্পর্ক গড়ে তুলতে হয় হৃদয়ের জায়গা থেকে, মমতার ভিত্তিতে।”
তিনি যোগ করেন, “এই চাকরিতে আজ আছি, কাল থাকব না। কিন্তু সম্পর্ক থাকবে। ৩৮ বছরের চাকরিজীবনে আমি বুঝেছি, মানুষের সঙ্গে সম্পর্কই সবচেয়ে বড় শক্তি। আমি চাই, আজকের ছাত্র বা সাংবাদিক—যখন বড় হবে, তখনও যেন বলতে পারি, ‘বাপ, তুই কেমন আছিস?’ এই আন্তরিক সম্পর্কই তো আমাদের মূল সম্পদ।”
শোকাবহ প্রসঙ্গে তিনি বলেন, “আমার ছাত্র মারা গেছে—এটা আমার জীবনের সবচেয়ে কষ্টের সময়। ছাত্ররা কষ্টে থাকবে, রাগও করবে—এটাই স্বাভাবিক। কিন্তু আমি সবসময় চেষ্টা করি পাশে দাঁড়াতে, সহমর্মিতা দেখাতে। কারণ, আমি যদি আমার ছাত্রদের সঙ্গে খোলামেলা কথা বলতে না পারি, তারা যদি আমার কাছে না আসতে পারে—তাহলে শিক্ষক হিসেবে আমার এত বছরের সাধনা ব্যর্থ।”
ভবিষ্যতের সম্পর্ক নিয়ে আশাবাদী হয়ে তিনি বলেন, “আমার অফিস সবার জন্য খোলা। আমি চাই, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে শিক্ষার্থীদের সম্পর্ক হোক নির্ভরতা, বিশ্বাস আর ভালোবাসার জায়গা থেকে। এই দায়িত্ব আমার কাছে শুধু পদের নয়, এটা এক ধরনের আত্মিক দায়িত্ব।”
“এই বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সংকটময় সময়ে দায়িত্ব নিয়েছি। আমি চাই, ছাত্রকে যেন বলতে পারি—‘বাবা, এটা ভালো হয়নি’ কিংবা ‘এটা ভালো লেগেছে’। এটাই আমার শিক্ষকতা জীবনের পূর্ণতা,”—আবেগের সঙ্গে বলেন অধ্যাপক নিয়াজ আহমদ খান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- লাভেলোর শেয়ার কারসাজি: তিন বিও অ্যাকাউন্টের লেনদেন স্থগিত
- সরকারের সিদ্ধান্তে ডুবছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বপ্ন?
- ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড কার্যকারিতায় বিএসইসির নতুন উদ্যোগ
- শেয়ারবাজারে ইতিহাস গড়লেন ‘ছাগল-কাণ্ডের’ সেই মতিউর
- একাদশে ভর্তি: চতুর্থ ধাপে আবেদনের সুযোগ
- শেয়ারবাজারে প্রতারণা ঠেকাতে মাঠে নামছে গোয়েন্দা সংস্থা
- শেয়ারবাজারে হঠাৎ দরপতন, নেপথ্যে এনবিআরের চিঠি
- শেয়ারবাজারে ধারাবাহিক মুনাফা চান? জেনে নিন ৫ মন্ত্র
- ডিভিডেন্ড বৃদ্ধির আলোচনায় জ্বালানি খাতের ১১ কোম্পানি
- আরএসআই বিশ্লেষণে সর্বোচ্চ সতর্ক সংকেত পাঁচ শেয়ারে
- মালিকানায় পরিবর্তন আসছে ইয়াকিন পলিমারের
- এক শেয়ারের জোরেই সবুজে ফিরল শেয়ারবাজার
- ডিভিডেন্ড দোলাচলে তথ্যপ্রযুক্তির ৮ কোম্পানির বিনিয়োগকারীরা
- সোনালী পেপারের কারসাজিতে জেনেক্স ইনফোসিসের পরিচালকদের জরিমানা
- চার কোম্পানির আর্থিক অনিয়মের দায়ে নিষিদ্ধ হচ্ছে ৬ নিরীক্ষা প্রতিষ্ঠান