ঢাকা, রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২
চুক্তিভিত্তিক নিয়োগ দিচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সর্বোচ্চ বেতন ২ লাখ ১০ হাজার

ডুয়া ডেস্ক: নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল) রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
গত ৮ মে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, চারটি শূন্য পদে মোট চারজনকে নিয়োগ দেওয়া হবে।
পদগুলো হলো: ম্যানেজিং ডিরেক্টর, স্টেশন ডিরেক্টর, চিফ সুপারিনটেনডেন্ট এবং ডেপুটি চিফ সুপারিনটেনডেন্ট। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ২০ মে থেকে আবেদন করতে পারবেন।
পদের বিবরণ;
১. পদের নাম: ম্যানেজিং ডিরেক্টর।পদসংখ্যা: ১টি।শিক্ষাগত যোগ্যতা: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং/নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।মূল বেতন: ২,১০,০০০ টাকা।
২. পদের নাম: স্টেশন ডিরেক্টর।পদসংখ্যা: ১টি।শিক্ষাগত যোগ্যতা: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং/নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।মূল বেতন: ১,৭৮,৮০০ টাকা।
৩. পদের নাম: চিফ সুপারিনটেনডেন্ট।পদসংখ্যা: ১টি।শিক্ষাগত যোগ্যতা: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং/ নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।মূল বেতন: ১,৪৬,৪০০ টাকা।
৪. পদের নাম: ডেপুটি চিফ সুপারিনটেনডেন্ট।পদসংখ্যা: ১টি।শিক্ষাগত যোগ্যতা: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং/ নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।মূল বেতন: ১,২৬,০০০ টাকা।
আবেদনের জন্য কিছু শর্ত রয়েছে। এগুলো হলো;
১. চুক্তির মেয়াদ হবে ৩ (তিন) বছর। তবে পারফরম্যান্স কর্তৃপক্ষের নিকট সন্তোষজনক বিবেচিত না হলে কর্তৃপক্ষ যেকোনো সময় চাকরির অবসান (Termination) করতে পারবেন। কোম্পানির প্রয়োজন থাকলে এবং পারফরম্যান্স কর্তৃপক্ষের নিকট সন্তোষজনক বিবেচিত হলে চুক্তি নবায়ন করা হতে পারে।
২. কর্মস্থল এনপিসিবিএল কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত হবে।
৩. এনপিসিবিএলের চাকরিতে যোগদানের সময় যোগদানকারীকে এ মর্মে অঙ্গীকার নামা (surety bond) দাখিল করতে হবে যে তিনি তাঁর পদের বিপরীতে কোনো প্রশিক্ষণ গ্রহণ করার পর চুক্তির মেয়াদ পূর্তির আগে স্বেচ্ছায় চাকরি ত্যাগ করলে তিনি এনপিসিবিএল, সরকার বা অন্য যেকোনো কর্তৃপক্ষ কর্তৃক তাঁর প্রশিক্ষণ বাবদ ব্যয়কৃত সমুদয় অর্থ এনপিসিবিএলের অনুকূলে পরিশোধ করতে বাধ্য থাকবেন।
৪. এনপিসিবিএলের চাকরিতে যোগদানের সময় যোগদানকারীকে গোপনীয়তা এবং নিরাপত্তাসংক্রান্ত একটি ঘোষণাপত্র দাখিল করতে হবে; এবং ঘোষণা মোতাবেক যোগদানকারীকে কোম্পানি বা রাষ্ট্রের বা সরকারের বা কোনো এনপিপির নিরাপত্তার জন্য ক্ষতিকর বলে প্রতীয়মান হলে কর্তৃপক্ষ কোনো ক্ষতিপূরণ ছাড়াই চাকরির অবসানসহ যেকোনো আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারবে।
আবেদনের শেষ সময়: ৪ জুন, ২০২৫
আবেদনের পদ্ধতি ও বিস্তারিত জানতে এইলিংকে ক্লিক করুন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১'শ শিক্ষার্থীকে বৃত্তি দিবে ঘুড্ডি ফাউন্ডেশন
- ভারতে ঢাবির দুই ছাত্রীর ছবি নিয়ে তোলপাড়, ক্ষোভ
- এক বহুজাতিকের ধাক্কায়ই কেঁপে উঠল শেয়ারবাজার
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৪ কোম্পানি
- ইপিএস প্রকাশ করার তারিখ জানাল ১৫ প্রতিষ্ঠান
- ডিএনসিসির শিক্ষাবৃত্তি পাবে ২ হাজার শিক্ষার্থী
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স
- শেয়ারবাজারে বড়দের দাপট, ছোটদের পিছুটান
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৪ প্রতিষ্ঠান
- স্কয়ার ফার্মার বাজার মূলধনে নতুন মাইলফলক
- ২৭ জুলাই : শেয়ারবাজারের সেরা ১১ খবর
- বিকালে আসছে ১০ কোম্পানির ইপিএস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৭ প্রতিষ্ঠান
- বিকালে আসছে ২১ কোম্পানির ইপিএস