ঢাকা, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২
প্রাথমিকে আসছে বড় নিয়োগ; থাকবে না কোটা!
.jpg)
সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রায় অর্ধলাখ শিক্ষক নিয়োগের প্রস্তুতি নিচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। এ লক্ষ্যে চলতি বছরের জুন মাস পর্যন্ত যেসব পদে শূন্যতা তৈরি হবে, তার হালনাগাদ তথ্য চেয়ে মাঠপর্যায়ের দপ্তরগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে, চলমান নিয়োগ প্রক্রিয়ায় কোটা না রাখার সম্ভাবনা থাকায় চাকরি প্রত্যাশীদের আগ্রহও বাড়ছে।
সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি ও অপারেশন বিভাগের সহকারী পরিচালক (নিয়োগ) কামরুন নাহারের স্বাক্ষরিত একটি নির্দেশনায় দেশের সকল জেলা ও উপজেলা শিক্ষা অফিসারদের কাছে শূন্যপদের হালনাগাদ তথ্য চাওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ একটি চলমান প্রক্রিয়া। এ প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আগামী ৩০ জুন পর্যন্ত প্রধান ও সহকারী শিক্ষকদের শূন্যপদের হালনাগাদ তালিকা প্রয়োজন। নির্ধারিত ছকে ২০ মের মধ্যে ই-মেইলের মাধ্যমে এসব তথ্য পাঠাতে হবে।’
ডিপিই সূত্র জানিয়েছে, ‘বর্তমানে সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ৮ হাজার ৪৩টি সহকারী শিক্ষকের পদ ফাঁকা রয়েছে। জুন মাস নাগাদ এই সংখ্যা ১০ থেকে ১২ হাজারে পৌঁছাতে পারে।’
এছাড়া দীর্ঘদিন ধরে শূন্য থাকা ৩২ হাজার প্রধান শিক্ষকের পদ পূরণেরও উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এসব পদে সরাসরি নিয়োগ না দিয়ে, সহকারী শিক্ষকদের মধ্য থেকে পদোন্নতির মাধ্যমে পদগুলো পূরণ করা হবে।
সাধারণ শিক্ষকের বাইরে এবার বিশেষ বিষয়ে শিক্ষক নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) জানিয়েছে, সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ে মোট ৫ হাজার ১৬৬টি নতুন পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এই নিয়োগের মাধ্যমে বিদ্যালয়গুলোতে পাঠদান এবং সহশিক্ষা কার্যক্রম আরও দক্ষ ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।
অন্যদিকে, এবার প্রাথমিক শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তিতে কোটা ব্যবস্থা বাতিলের বিষয়টি বিবেচনায় রেখেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এ বিষয়ে অধিদপ্তরের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, অতীতে কোটাসংক্রান্ত মামলা ও জটিলতার কারণে নিয়োগ প্রক্রিয়া বিলম্বিত হয়েছে। ফলে এবার মেধাভিত্তিক নিয়োগের নীতিগত সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে এখনো বিষয়টি চূড়ান্ত হয়নি। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সময় কোটা বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারের ১১ কোম্পানিতে
- কোম্পানি পুরোদমে উৎপাদনে, তারপরও শঙ্কায় বিনিয়োগকারীরা!
- পাকিস্তান বনাম সংযুক্ত আরব আমিরাত সাম্প্রতিক ম্যাচের পরিসংখ্যান
- বিও অ্যাকাউন্টের ফি নিয়ে বিনিয়োগকারীদের সুখবর দিল বিএসইসি
- মার্জারের সাফল্যে উজ্জ্বল ফার কেমিক্যাল
- এক বছরের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় ৫ কোম্পানি
- শেয়ারবাজারে তালিকাভুক্তির পর প্রথম ‘নো ডিভিডেন্ড’
- শেয়ারবাজারে মিডল্যান্ড ব্যাংকের নতুন যাত্রা
- তদন্তের খবরে থামছে দুই কোম্পানির ঘোড়দৌড়
- আট কোম্পানির শেয়ার নিয়ে কাড়াকাড়ি
- নতুন উচ্চতায় অগ্রসর হচ্ছে দেশের শেয়ারবাজার
- সর্বনিম্ন দামে আটকে গেল ৭ কোম্পানির শেয়ার
- ডেনিম উৎপাদন বাড়াতে এভিন্স টেক্সটাইলসের বড় পরিকল্পনা
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- পাকিস্তান-শ্রীলঙ্কার পথে এগোচ্ছে বাংলাদেশের শেয়ারবাজার