ঢাকা, সোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২
প্রাথমিকে আসছে বড় নিয়োগ; থাকবে না কোটা!
.jpg)
সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রায় অর্ধলাখ শিক্ষক নিয়োগের প্রস্তুতি নিচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। এ লক্ষ্যে চলতি বছরের জুন মাস পর্যন্ত যেসব পদে শূন্যতা তৈরি হবে, তার হালনাগাদ তথ্য চেয়ে মাঠপর্যায়ের দপ্তরগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে, চলমান নিয়োগ প্রক্রিয়ায় কোটা না রাখার সম্ভাবনা থাকায় চাকরি প্রত্যাশীদের আগ্রহও বাড়ছে।
সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি ও অপারেশন বিভাগের সহকারী পরিচালক (নিয়োগ) কামরুন নাহারের স্বাক্ষরিত একটি নির্দেশনায় দেশের সকল জেলা ও উপজেলা শিক্ষা অফিসারদের কাছে শূন্যপদের হালনাগাদ তথ্য চাওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ একটি চলমান প্রক্রিয়া। এ প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আগামী ৩০ জুন পর্যন্ত প্রধান ও সহকারী শিক্ষকদের শূন্যপদের হালনাগাদ তালিকা প্রয়োজন। নির্ধারিত ছকে ২০ মের মধ্যে ই-মেইলের মাধ্যমে এসব তথ্য পাঠাতে হবে।’
ডিপিই সূত্র জানিয়েছে, ‘বর্তমানে সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ৮ হাজার ৪৩টি সহকারী শিক্ষকের পদ ফাঁকা রয়েছে। জুন মাস নাগাদ এই সংখ্যা ১০ থেকে ১২ হাজারে পৌঁছাতে পারে।’
এছাড়া দীর্ঘদিন ধরে শূন্য থাকা ৩২ হাজার প্রধান শিক্ষকের পদ পূরণেরও উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এসব পদে সরাসরি নিয়োগ না দিয়ে, সহকারী শিক্ষকদের মধ্য থেকে পদোন্নতির মাধ্যমে পদগুলো পূরণ করা হবে।
সাধারণ শিক্ষকের বাইরে এবার বিশেষ বিষয়ে শিক্ষক নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) জানিয়েছে, সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ে মোট ৫ হাজার ১৬৬টি নতুন পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এই নিয়োগের মাধ্যমে বিদ্যালয়গুলোতে পাঠদান এবং সহশিক্ষা কার্যক্রম আরও দক্ষ ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।
অন্যদিকে, এবার প্রাথমিক শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তিতে কোটা ব্যবস্থা বাতিলের বিষয়টি বিবেচনায় রেখেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এ বিষয়ে অধিদপ্তরের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, অতীতে কোটাসংক্রান্ত মামলা ও জটিলতার কারণে নিয়োগ প্রক্রিয়া বিলম্বিত হয়েছে। ফলে এবার মেধাভিত্তিক নিয়োগের নীতিগত সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে এখনো বিষয়টি চূড়ান্ত হয়নি। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সময় কোটা বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বল্প মূল্যে কম্পিউটার স্কিল ট্রেনিং কোর্সে ভর্তির সুযোগ, আসন সীমিত
- যারা বৃত্তি পাবে না, তাদের জন্য পার্ট-টাইম জবের চিন্তা-ভাবনা
- ডুয়া নিউজের বিশেষ প্রতিযোগিতা, পুরস্কার ১ লক্ষ ৫০ হাজার টাকা!
- সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা, এনসিপির সকল কার্যক্রম স্থগিত
- ঢাবি অ্যালামনাই ও নিউ হরাইজন কানাডিয়ান স্কুলের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- ৬ জায়গায় হবে ডাকসুর ভোটগ্রহণ
- জুলাই স্মৃতি জাদুঘর: টেন্ডার ছাড়াই ১১১ কোটি টাকার কাজ পেল দুই প্রতিষ্ঠান
- ইপিএস ঘোষণার তারিখ জানাল দুই কোম্পানি
- বহুজাতিক কোম্পানির ‘এ’ ক্যাটাগরিতে প্রত্যাবর্তন
- শেয়ারবাজারে চমক দেখাল দুই বহুজাতিক কোম্পানি
- ‘শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই’
- শেয়ারের অস্বাভাবিক দাম নিয়ে ডিএসইর সতর্কতা
- পাঁচ কোম্পানির শেয়ারে বেড়েছে বিদেশি বিনিয়োগ
- ইপিএস প্রকাশ করেছে ৪ কোম্পানি
- নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে: দুদু