ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২
সাম্যর মৃ’ত্যুতে ঢাবিতে শোক ঘোষণা
ডুয়া ডেস্ক: সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের হামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য’র মর্মান্তিক মৃত্যুতে আগামীকাল বৃহস্পতিবার (১৫ মে) ঢাবিতে শোক দিবস পালন করা হবে। এদিন অর্ধ দিবস ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ বুধবার (১৪ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।
ঢাবি ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, “আগামীকাল বৃহস্পতিবার শাহরিয়ার সাম্য’র স্মৃতিতে শোক দিবস ঘোষণা করছি। একইসঙ্গে অর্ধ দিবস ক্লাস-পরীক্ষা বন্ধ রাখা হবে।”
তিনি আরও বলেন, “শিক্ষক হিসেবে শাহরিয়ার আলম সাম্য’র মৃত্যু আমাদের জন্য বেদনাদায়ক। বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব নেওয়ার পরে প্রথম সপ্তাহ থেকেই বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার জন্য আমরা কাজ করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থানকে মাথায় রেখে এর নিরাপত্তার জন্য বিভিন্ন অংশীজনকে সঙ্গে নিয়ে আমাদের কাজ করতে হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানের দায়িত্বে আছে গণপূর্ত মন্ত্রণালয় ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। তবুও আমরা আমাদের সীমিত সামর্থ্য নিয়ে চেষ্টা করেছি সোহরাওয়ার্দী উদ্যানে রাজু ভাস্কর্যের পেছনের গেট বন্ধ করতে। বহিরাগত যানবাহন নিযন্ত্রণে আমরা কাজ করেছি। কিছু সফলতা এসেছে কাজে। কোনো কোনো ক্ষেত্রে আর একটু সহযোগিতা পেলে আরও কার্যকর সফলতা পাওয়া যেত।”
সোহরাওয়ার্দী উদ্যান প্রসঙ্গে ঢাবি উপাচার্য বলেন, “আমরা আজকের মিটিংয়ে গণপূর্ত মন্ত্রণালয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ডিএমপি এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের সমন্বয়ে মিটিং করে তাদের সাহায্য চেয়েছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি টিএসসির রাজু ভাস্কর্যের পেছনের সোহরাওয়ার্দী উদ্যানের গেটটি বন্ধ করে ওখানে দেওয়াল তুলে দেওয়া হবে। নিয়মিত রেড পরিচালনা করা হবে। এতে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডিও সাহায্য করবে। সোহরাওয়ার্দী উদ্যানে পর্যাপ্ত লাইটিং ও সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করা হবে। এগুলো মনিটরিং করবে গণপূর্ত বিভাগ ও ডিএমপি।”
নিয়াজ আহমদ খান আরও বলেন, “রমনাকে মাথায় রেখে গণপূর্ত মন্ত্রণালয়ের সমন্বয়ে সোহরাওয়ার্দী উদ্যানকে ডিসিপ্লিনের মধ্যে আনা হবে। এটি করতে বাকি অংশীজনদের সঙ্গে আলোচনা করে বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে নিযন্ত্রণে আনা হবে। শুধু সোহরাওয়ার্দী উদ্যানের জন্য ডিএমপি একটি পুলিশ বক্স স্থাপন করবে।”
উদ্যানে মাদক ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে বিশ্ববিদ্যালয়ের পদক্ষেপ হিসেবে উপাচার্য বলেন, “যারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত, তারা আমাদের ছাত্র হলেও ছাড় দেওয়া কোনো সুযোগ নেই। যত কঠিনই হোক, সবার সহযোগিতা নিয়ে পদক্ষেপ নেওয়া হবে এবং কার্যকর করা হবে।”
এ সময় তিনি হত্যার শিকার শাহরিয়ার আলম সাম্য’র বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। আগামীকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শোক দিবস এবং অর্ধ দিবস ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- যে কারণে বাতিল হলো আজকের ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ
- মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত, এক ক্লিকেই জানুন ফলাফল
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ১ম টি-20: যেভাবে দেখবেন সরাসরি (LIVE)
- আজ আর্জেন্টিনা বনাম ব্রাজিলর ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- কিছুক্ষণের মধ্যেই মেডিকেল ভর্তির ফল প্রকাশ, জানবেন যেভাবে
- আগামীকাল ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ: কখন, কোথায়-সরাসরি দেখবেন যেভাবে
- লাতিন বাংলা সুপার কাপ: আর্জেন্টিনা বনাম ব্রাজিলের খেলা নিয়ে যে সিদ্ধান্ত এলো
- অনলাইনে যেভাবে দেখবেন ২০২৫-২৬ মেডিক্যাল ভর্তি পরীক্ষার ফল
- আজ দুপুরে মেডিকেল-ডেন্টাল ভর্তির ফল প্রকাশ, জানবেন যেভাবে
- সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি লটারি চলছে, সরাসরি (LIVE) দেখুন
- IPL মিনি নিলাম ২০২৬: কবে, কখন, জানুন বাজেট-বিস্তারিত
- মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা শান্ত, জেনে নিন কাট মার্ক
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: কখন,কোথায়-যেভাবে দেখবেন টি-২০ ম্যাচটি
- বাংলাদেশ বনাম আফগানিস্তান: শ্বাসরুদ্ধকর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- মিডল্যান্ড ব্যাংকের শেয়ার কারসাজিতে ৪.৫১ কোটি টাকা জরিমানা